হাইলাইট
।।মোদি শাহের নয়নের মণি রামদেব মহা সংকটে।।আলুওয়ালিয়ার অর্থশক্তি ধুয়েমুছে সাফ হবে।।দুর্গাপুরে কীর্তি আজাদ বলবেনহাম আজাদ হ্যায়।।মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ।।বিজেপি মানেই ফর দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, অফ দ্য এজেন্সি।।400 পারের গল্প দিচ্ছে! 200 তে গাড়ি আটকে যাবে।।সিপিএম উকিল দিয়ে চাকরি খাচ্ছে বিজেপি, দালালি করছে কংগ্রেস।।400 পার স্লোগানে দেশে গেরুয়া আতঙ্ক।।এন এস জি কম্যান্ডো, রোবট এখন বিশ্রাম নিচ্ছে।।26000 শিক্ষকের ছাটাই কি আদৌ বৈধ ?।।শীতলকুচি গণহত্যার নায়ককে ভাজপা প্রার্থী!পাপ বাপকেও ছাড়ে না, মা তারার উচিত বিচার।।শত্রুঘ্ন আর অমিতাভকে ভারতরত্ন দেওয়া উচিত।।সংগঠনে বিশ্বাসী নারায়ণের দাবি,মোদির ফাঁকা ভাষণ নয়, দিদির রেশনকে বাছবে মানুষ।।বাংলায় এসেও মোদির 400 পার পগারপার।।মানুষখেকো বাঘ দেখেছেন, শুনেছেন চাকরিখেকো বিজেপি, সিপিএম দেখেছেন?

মোদি শাহের নয়নের মণি রামদেব মহা সংকটে

পতঞ্জলির ১৪ পণ্যের লাইসেন্স বাতিল   ৩৬৫ দিন। সময়টা ভালো যাচ্ছেনা যোগগুরু রামদেবের। প্রিয় শীর্ষাসনেও নাকি তিনি এনার্জি পাচ্ছেন না। একদিকে বাক্সবন্দী হয়ে পড়ে আছে

Read More »

আলুওয়ালিয়ার অর্থশক্তি ধুয়েমুছে সাফ হবে

আলুওয়ালিয়ার অর্থশক্তি ধুয়েমুছে সাফ হবে ৩৬৫ দিন। বারাবনী রোডশো বা নির্বাচনী প্রচারে এ যাবৎ কালের সবচেয়ে বড় বেশি ভিড় দেখা গেল বারাবনি বিধানসভার বারাবনি ও

Read More »

দুর্গাপুরে কীর্তি আজাদ বলবেনহাম আজাদ হ্যায়

লাঠিখেলা, গদা নিয়ে স্টান্ট প্রচার নয়,নিরাপত্তারক্ষী ছাড়াই বাড়ি বাড়ি ঘুরছেন কীর্তি আজাদ ইন্দ্রনীল সাহা। দুর্গাপুর। ৩৬৫দিন। গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, পাজামা। মাথায় জড়ানো হলদেটে সুতির

Read More »

মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ

26000 শিক্ষকের চাকরি ছাটাই মামলা উঠল সুপ্রিম কোর্টে ৩৬৫ দিন। নয়াদিল্লি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যেভাবে একতরফা রায়

Read More »

বিজেপি মানেই ফর দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, অফ দ্য এজেন্সি

মুর্শিদাবাদে মমতার গর্জন   ৩৬৫ দিন। ‘বিজেপি গর্ভমেন্ট ফর দে এজেন্সি, বাই দ্যা এজেন্সি অফ দ্যা এজেন্সি। এজেন্সির কথা ছাড়া তারা এক পা চলে না।

Read More »

400 পারের গল্প দিচ্ছে! 200 তে গাড়ি আটকে যাবে

ডায়মন্ড হারবারের সভায় অভিষেকের গর্জন ৩৬৫ দিন। ৪০০ পারের গল্প দিচ্ছে তো, ২০০য় গাড়ি আটকে যাবে। ৪ তারিখ ১০ বছর পর পরিবর্তনের যে সরকার তৈরি

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

মোদির উদ্দেশ্যে মমতার গর্জন- জুনে চুন চুনকে জেলে ভরব এটা কোনো প্রধানমন্ত্রীর ভাষা!আপনি তো গোটা দেশটাকেই জেল বানিয়ে ফেলেছেন

৩৬৫ দিন। ‘প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন, আমার কোন আপত্তি নেই। আপনি পশ্চিম বাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন আমার কোন আপত্তি নেই। কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোন সাহায্যের কথা বললেন না! যাদের ঘরগুলো পড়ে গেছে, যাদের বাচ্চারা মরে গেছে। যারা আজও রাস্তায় পড়ে আছে। ‌আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের ওখানে। রিলিফ দিয়েছি। আর বাংলার বাড়ি প্রকল্পে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে বলে প্রশাসন নির্বাচন কমিশনকে লিখেছে। ‌এটা কেন্দ্রের টাকা নয়, আমরা দেব টাকা। তবুও অনুমতি পাচ্ছি না, নির্বাচন না থাকলে আমি এক সেকেন্ডে করে দিতাম। নির্বাচন বলে আমাকে অনুমতি নিতে হচ্ছে। আর বিজেপি বলছে নির্বাচনের আগে দেবে না।’সোমবার বাঁকুড়ার জনসভা থেকে এভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করলেন‌ বাংলার মুখ্যমন্ত্রী মমতা। ৪ জুন নির্বাচন শেষ হয়ে গেলে প্রধানমন্ত্রী ‘চুন চুনকে’ তৃণমূল কর্মীদের জেলে ভরবেন, এই প্রসঙ্গ ছাড়াও এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে পুরোদস্তুর ভারতীয় জনতা পার্টির সন্ত্রাসের সমালোচনা করেছেন। পরিশেষে বাঁকুড়ার রায়পুরে আদিবাসীদের সঙ্গে তাদের পোশাক গায়ে নিয়েই মন্ত্রী ইন্দ্রনীল সেনের গানে নাচে পা মিলিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এদিন মুখ্যমন্ত্রী জনসভা থেকে যা বললেন,

১. মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি আপনি ভালো থাকুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে ৪ জুন হয়ে গেলে, চুনচুন কে অ্যারেস্ট করেগা। আরে এখনই তো ভারতবর্ষকে জেলে পরিণত করেছেন। লোকতন্ত্র গণতন্ত্রকে জেলে ভরে দিয়েছেন। আপনার এক পকেটে এনআইএ, আর এক পকেটে সিবিআই। এক পকেটে ইডি তো আর এক পকেটে ইনকাম ট্যাক্স। ‌এন আইএ আর সি বি আই বিজেপির ভাই ভাই। ‌ ইডি আর ইনকাম ট্যাক্স, বিজেপির ফান্ড কালেকশন বক্স। কাকে ধমক দিচ্ছেন আপনি? আমরা আপনাকে ভয় পাই না। আমাদের পাঁচ জন গ্রেপ্তার হবে, তোদের স্ত্রী এরা বাইরে বেরোবে। যদি আপনি জনতার ভোটেই যেতেন, তাহলে আমাদের এজেন্টকে গ্রেফতার করছেন কেন? মোদি কা গ্যারান্টি, জুন মাসের পর সবাইকে জেলে ভরে দেবে। আমাদের গ্যারান্টি হল মা মাটি মানুষ। আই এম নো বডি।
২. হেমন্তকে গ্রেফতার করলেন কেন? হেমন্তের স্ত্রীর সঙ্গে গতকাল আমার কথা হল। একজন মাত্র ট্রাইবেল লিডার ছিলেন, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করে রেখে দিয়েছেন।‌ কিন্তু ওর কোন এসে যায় না। অনেক বেশি ভোটে এরা জিতবে। ‌
৩. আপনি আমাদের ঘরে গিয়ে পরশুদিন মহিলাদের বিরক্ত করেছেন। কেন আপনি না বলে যাবেন। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। আপনি রাত তিনটের সময় মহিলাদের ওপর আক্রমণ করবেন, আর সকাল পাঁচটার সময় পুলিশকে জানাবেন। এটা কখনো হতে পারে। হুংকার দিচ্ছেন, আপনার হুংকার আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন। গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড। ওটা নির্বাচনে কাজ করে না। নির্বাচনের পর তো এখানে আমাদের সরকার থাকবে। আমিও তো বলতে পারি, আমি আপনাদের সবাইকে জেলে পাঠাব। কিন্তু আমি এই কথা কোনদিন বলব না। আমাকে লোহার ডান্ডা দিয়ে মেরে সিপিএম খুন করতে গিয়েছিল। আমার মুখ বন্ধ করা সহজ নয়। আপনাদের মত আমি দাম্ভিক নই। আমি একজন সাধারন মানুষ।
৪. মিথ্যে কথা বলছে দুর্নীতি। ‌ কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। মুখে বললেই হয়ে গেল, চোরেদের গুন্ডাদের সম্রাট। কেন তোমার গরু আসে উত্তর প্রদেশ রাজস্থান থেকে টাকা খেতে খেতে? আমরা চাইনা বাংলা দিয়ে আসুক। ওটা বিএসএফ এর আন্ডারে। নিজেরা সামলাতে পারো না জুমলা সরকার। ‌ এ বছরের 100 দিনের কাজের টাকা দেয়নি তা সত্ত্বেও ৪৫ দিনের কাজ করে দিয়েছি। আবাস যোজনায় আমি প্রধানমন্ত্রীর সঙ্গে তিনবার মিট করেছি, কোই টাকাতো দিলে না। বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বলছে আপনার আবাসের টাকা বাকি আছে। করবেন না, ওটা করলে আপনার নাম বাতিল করে দেবে। আবাস আমরাই করে দেব। নির্বাচন শেষ হলেই প্রথম কিস্তির টাকা দিয়ে করে দেব।
৫. এন আর সি আর ক্যা, মানুষ সাবধান। মাছের মাথাটা হচ্ছে ক্যা, আর লেজুটা হচ্ছে এনআরসি। যে মুহূর্তে এপ্লিকেশন করলেন, আপনি এনআরসিতে পড়ে গেলেন। আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। আপনি তখন বিদেশি হয়ে গেলেন। খবরদার কেউ ভুল করেও ক্যা নাম লেখাবেন না।
৬. আপনি হুংকার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়েল বেঙ্গল টাইগার। মৃত বাঘের থেকেও আহত ভাগ আরো সাংঘাতিক। আমরা যদি লড়াই করি, সেই লড়াই সামলানোর ক্ষমতা আপনাদের কারোর নেই। গণতান্ত্রিক ভাষায় কথা বলুন, গ্রেফতার বন্ধ করুন, বিজেপি যে দু নম্বরী কাজ করছে সেটা বারণ করুন।
৭. ইন্ডিয়া গাটবন্ধন, দিল্লিতে আছে। কিন্তু বাংলায় নেই। এখানে কংগ্রেস সিপিএম বিজেপির সঙ্গে আছে। তাই মনে রাখবেন কংগ্রেস সিপিএমকে দিয়ে ভোটটা নষ্ট করবেন না। তৃণমূল কে দেবেন।
৮. বাঁকুড়া বিষ্ণুপুর দুটো আসনই পেয়েছিল বিজেপি দল। বাঁকুড়ার এমপি কিছু করেছে? বিষ্ণুপুরের এমপি কিছু করেছে? কবার রায়পুরে এসেছেন? কবার তালডাংরা এসেছেন? নিজের কাজ নিয়ে ব্যস্ত, এরা মানুষের কাজ নিয়ে ব্যস্ত নয়। বিষ্ণুপুর, জানিনা ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাড়িয়েছে সেখানে। তার যদি আমি ফটোগুলো খুলি, তাহলে বুঝতে পারবেন বিজেপি কত আদর্শ বাদ দল। সব ছবি আমার কাছে আছে।
৯. আমি দশ দিন ধরে বাইরে আছি। ‌ আজ কলকাতা ফিরতেই হবে। ‌ কারণ ঈদ মোবারক এর দিন‌ আমাকে রেড রোডের প্রার্থনায় থাকতে হয়।
১০. আমি আগেরবার বিধানসভায় বলেছিলাম, আমরা জিতলে পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব। এবং তপশিলি আদিবাসীরা হাজার টাকা করে পাবেন। কৃষক ভাতা বছরের ১০,০০০ টাকা করে দিই কি দিই না? সরকারি কর্মচারীদের ডিএ দিয়েছি আবার দেব। কোথা থেকে পাব এত টাকা? কেন্দ্র তো আমাদের এক পয়সাও দেয় না। ৬ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা নিয়ে গেছে আমাদের টাকা। আর ১ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা দেয় নি। তা সত্ত্বেও সবার মাইনে বাড়ানো হয়েছে। লক্ষীর ভান্ডার ৫০০ থেকে এক হাজার টাকা করা হয়েছে। আদিবাসীদের জন্য ১২০০ টাকা করা হয়েছে। আমরা দু কোটি ১৫ লক্ষ মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। এটা আপনাদের মেয়েদের গ্যারান্টি। আমরা কেন্দু পাতার দাম বাড়িয়েছি। ‌ হাতির হামলায় কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে চাকরি, পাঁচ লক্ষ টাকা। ‌

Scroll to Top