মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ করে খুন, ধর্ষককে ফাঁসির সাজা
শিলিগুড়ি আদালতে বিচারক মাথুরের রায় জয়দীপ সরকার, পূজা কুণ্ডু । উত্তরবঙ্গ ব্যুরো শিলিগুড়ি। শিলিগুড়ি আদালতে একাদশ শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে ঐতিহাসিকভাবে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা আদালতের। ১৩ মাসের মামলার শেষে শিলিগুড়ি অ্যাডিশনাল সেশন জজ অনিতা মেহেরোত্রা মাথুর-এর এজলাসে ‘রেয়ারেস্ট অব দ্য রেয়ার’ কেস হিসেবে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। রাজ্যের বিশেষ সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি এই মামলায় দ্রুত বিচার প্রক্রিয়ার জন্য সর্বোচ্চ শাস্তির আর্জি জানায়।মামলার গুরুত্বভার অনুযায়ী বিবেচনার জন্য একদিনের অতিরিক্ত সময়ও নেয় শিলিগুড়ি অ্যাডিশনাল সেশন জর্জ (পকসো কোর্ট)-এর বিচারপতি অনিতা মেহেরোত্রা মাথুর। এই মামলা দ্রুত নিষ্পন্ন করতে রাজ্যের তরফে নিযুক্ত বিশেষ সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানান নৃশংসভাবে খুন করা মেয়েটিকে। এই অপরাধের ক্ষেত্রে ধর্ষণের জন্যই নাবালিকার