৩৬৫ দিন। বায়ুদূষণে দমবন্ধ পরিস্থিতি দিল্লি লাগোয়া হরিয়ানার নানান এলাকা। তার সরাসরি প্রভাব পড়েছে পড়াশোনায়। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে স্কুলে অনলাইন পদ্ধতিতে পড়াশোনা চালু হয়েছে। এ বার হরিয়ানায় এনসিআর এলাকায় কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও ফিজিক্যাল ক্লাসের বদলে অনলাইনে পড়াশোনা চালু করার নির্দেশ দিয়েছে সেখানকার সরকার। গুরুগ্রাম, ফরিদাবাদ এবং সোনিপত জেলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার হরিয়ানার উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে অফলাইন মোডে যাবতীয় ক্লাস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।
মঙ্গলবার নির্দেশ দেওয়া হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলগুলিতে অনলাইনে ক্লাস করানো হবে। এ বার বলা হলো, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইন পদ্ধতিতে ক্লাস চলবে। প্রশাসনের তরফে বলা হয়েছে, বায়ুতে দূষণের মান দেখে এবং আনুষাঙ্গিক পরিস্থিতি থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দূষণের আবহে গুরুগ্রাম জেলা প্রশাসনের তরফে বুধবার কর্পোরেট অফিসগুলির জন্যও একটি নির্দেশিকা জারি হয়েছে।
দূষণে জেরবার দিল্লিও। টানা দূষণের জন্য কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে বলেছে, বিভিন্ন মন্ত্রকের কর্মীদের শিফট ভেঙে কাজ করাতে হবে। নিজস্ব গাড়ির বদলে গণ পরিবহন ব্যবহার এবং কার পুল ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, কাজের ক্ষেত্রে যেন সমস্যা না হয় সেভাবেই এই শিফট ভাগ করে দেওয়া হবে। গুরুগ্রামের প্রশাসনও প্রায় একই নির্দেশ দিয়েছে কর্পোরেট সংস্থাগুলির অফিসের জন্য। অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম হোম-এর মতো ব্যবস্থা চালু করা হচ্ছে।
দূষণে দমবন্ধ হরিয়ানা, দিল্লি ৩ জেলায় শুরু অনলাইন ক্লাস
- khabar365din
- November 22, 2024
- 6:20 pm
- No Comments