৩৬৫ দিন। শহরকে দূষণমুক্ত করতে পুজোর পর থেকে জোর কদমে নেমেছে কলকাতা পুরসভা।এবার মানুষকে সচেতন করতে সোশ্যাল মিডিয়ায় ডু এবং ডোন্টস এর পোস্ট পুরসভার।সেখানে একটি ফটো শেয়ার করেই দেখানো হয়েছে কিভাবে শহরকে দূষণমুক্ত রাখতে হয়।লাল লাইক দিয়ে দেখানো হয়েছে কি করবেন না।সেখানে রয়েছে, পুরোনো গাড়ির ব্যবহার বন্ধ করুন,রাস্তায় জঞ্জাল পুড়ছে দেখলেই রিপোর্ট করুন,কয়লার উনুন ব্যবহার বন্ধ করুন আরও একটি,বিল্ডিং বানানোর জিনিসপত্র খোলা জায়গায় রাখবেন না।এই চারটি রয়েছে মূলত ডোন্টস এর তালিকায়।তবে এর পরিবর্তে কি কি করা উচিত,সে তালিকাও দিয়েছে।সেগুলি হল – ইভি গাড়ি চালান,ইলেকট্রিক স্টোভ ব্যবহার করুন সহ আরও কয়েকটি। করোনার সময় কলকাতা পুরসভা কয়েকশো মিস্ট ব্লোয়ার মেশিন কিনেছে। তাদের হাতে আছে স্প্রিঙ্কলারও, যা দিয়ে শহর জীবাণুমুক্ত করার কাজ চলছে প্রতিনিয়ত।এই সবের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক মিস্ট ক্যানন মেশিন। ৫০ লক্ষ টাকা খরচ করে আরও একটি মিস্ট ক্যানন কিনছেন কলকাতা পুর কর্তৃপক্ষ। ওই সব মেশিনকেই শহরের বায়ুদূষণ রোধে কাজে লাগানো হবে বলেই কেনা হয়েগিয়েছে।কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছিলেন,শহরের যে সব এলাকায় বেশি গাড়ি চলে,যে সব তল্লাট খুব বেশি মাত্রায় দূষণ প্রবণ, সেই সব জায়গায় এই মেশিন দিয়ে শীতের সময়ে নিয়মিত জল দেওয়া হবে।দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যখন বায়ুদূষণ তুলনামূলক বেশি থাকে,তখন ওই যন্ত্রগুলো কাজ করবে।পুরসভার এই পরিকল্পনা প্রসঙ্গে পরিবেশবিজ্ঞানীরা জানিয়েছেন,শীতকালে বায়ুদূষণ মাত্রাতিরিক্ত বাড়ে।শুকনো আবহাওয়ার জন্য বাতাসে ধুলোর কণা অনেক বেশি উড়তে থাকে। মেশিনের মাধ্যমে রাস্তার ধারে বড় বড় গাছে এবং শূন্যে অনেকটা অংশ জুড়ে জল ছড়িয়ে ধূলিকণা মাটিতে মেশানোর ব্যবস্থা করা গেলে দূষণের মাত্রা কমবে।ফলে এই কাজ চলছে।প্রসঙ্গত, ই বর্জ্য নিয়েও কয়েকটি পরিকল্পনার মধ্যে রয়েছে কলকাতা পুরসভা।শহরের প্রায় প্রত্যেকটি ঘরে খোঁজ নিলে দেখা যাবে সেখানে আছে খারাপ হয়ে যাওয়া টিভি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, স্মার্ট ওয়াচ, ওয়াশিং মেশিন–সহ আরও অনেক কিছু। এই ই–বর্জ্য অনেকেই রাস্তায় ফেলে দিচ্ছেন বলে অভিযোগ। সাধারণ জঞ্জালের সঙ্গে রাস্তায় ই–বর্জ্য ফেলে দেওয়ার ঘটনায় সাফাই কর্মীরা চাপে পড়ে যাচ্ছেন। এগুলি সরানো একটা বিড়ম্বনার কাজ। আবার এসব থেকে দূষণ ছড়াচ্ছে।এবার কলকাতাকে এই সমস্যা থেকে দূর করতে এগিয়ে এসেছে কলকাতা পুরসভা।নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক সরঞ্জাম শহরবাসীর থেকে সরাসরি কিনবে কলকাতা পুরসভা।
কলকাতাকে দিল্লি হওয়া থেকে রুখতে
দূষণ রুখতে এবার সোশাল মিডিয়াকে ব্যবহার করছে কলকাতা পুরসভা
- khabar365din
- November 22, 2024
- 4:27 pm
- No Comments