মার্লিন গ্রুপের সঙ্গে যৌথভাবে ফ্যাশন টিভি’র বিলাসবহুল আবাসন
৩৬৫ দিন। ডেস্টিনেশন বেঙ্গল। ডেস্টিনেশন কলকাতা। দুবাইয়ের ধাঁচে এবার কলকাতাতেও আন্তর্জাতিক মানের বিলাসবহুল আবাসন প্রকল্প তৈরীর কাজে হাত দিল বিখ্যাত আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ফ্যাশন টিভি। রাজারহাটে রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে এফ রেসিডেন্সেস তৈরীর কথা ঘোষণা করল ফ্যাশন টিভি। এর আগে মুম্বাই, পুনে, লুধিয়ানা এবং গ্রেটার নয়ডায় এমন বিলাসবহুল আবাসন প্রকল্প তৈরি করলেও পূর্ব ভারতের মধ্যে প্রথম কলকাতাতেই এই প্রকল্প বাস্তবায়নের কথা ঘোষণা করল ফ্যাশন টিভি।
জানা গিয়েছে প্রস্তাবিত এই এফ রেসিডেন্সেস নামক আবাসনে একই ছাদের তলায় মিলবে বিলাসবহুল এবং ফ্যাশনেবল আবাসন। রাজারহাট ও নিউটাউনের মধ্যে ৮ একর জমির উপর গ্লোবাল ফ্যাশন ও লাইফস্টাইল সংস্থা ফ্যাশন টিভি ফ্যাশন টিভি এবং মার্লিন গ্রুপের যৌথ উদ্যোগে তৈরি হবে বিলাসবহুল এফ রেসিডেন্সেস। এর মধ্যে থাকবে অত্যাধুনিক ডিজাইনের ৩ ও ৪ বিএইচকে এয়ারকন্ডিশনড অ্যাপার্টমেন্ট যার সঙ্গে থাকবে দুটি লেভেলের সুইমিং পুল – যা কলকাতায় প্রথমবার। এক্সক্লুসিভ বিলাসবহুল ক্লাব হাউস, রুফ টপ ক্লাউড ফরেস্ট বিনোদনের যাবতীয় বন্দোবস্ত। সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের প্রথম পর্যায়ে ১১ টাওয়ারে ১৩ তলা বিশিষ্ট ৮৮০ অ্যাপার্টমেন্ট তৈরি হবে, যার দাম শুরু হবে ১.২ কোটি টাকা থেকে। প্রাথমিক লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে প্রথম পর্যায়ের নির্মাণ সম্পন্ন হবে এবং পরবর্তী পর্যায়ে চাহিদা বুঝে আরও ৫-৬ টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, সংস্থার দাবি অনুযায়ী জীবনযাপনের অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে তৈরি হচ্ছে এই আন্তর্জাতিক মানের আবাসন প্রকল্প। ফ্যাশন টিভি বিশ্বজুড়ে বিলাসবহুল লাইফ স্টাইল ও ফ্যাশন সম্প্রচারের ক্ষেত্রে এক অগ্রণী সংস্থা হিসাবে পরিচিত। পোল্যান্ডের ওয়ারশ মাস্টার প্ল্যান, বালির ডায়মন্ড কাবানাজ রেসিডেন্স অ্যান্ড রিসর্টস এবং দুবাইয়ের ফ্যাশনজ-এর মতো প্রকল্পে স্থানীয় রিয়েল এস্টেট সংস্থাগুলির সঙ্গে পার্টনারশিপে দুর্দান্ত সাফল্যের সঙ্গে ব্যবসা করার পরে এবার পুর্ব ভারতের কলকাতায় মার্লিন গ্রুপের সঙ্গে তারা তাদের প্রথম বিলাসবহুল আবাসন তৈরি করছে।
এই বিলাসবহুল প্রকল্প প্রসঙ্গে ফ্যাশন টিভি গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর কাশিফ খান বলেন, এফ রেসিডেন্সেস শুধুমাত্র একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক। মার্লিন গ্রুপের সঙ্গে আমাদের এই সহযোগিতা কলকাতার আবাসন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। অন্যদিকে মার্লিন গ্রুপের কর্ণধার সাকেত মোহতা বলেন, কলকাতায় প্রথমবারের মতো এফ রেসিডেন্সেস আনতে পেরে আমরা গর্বিত। এই প্রকল্প ফ্যাশন ও বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ হতে চলেছে, যেখানে আন্তর্জাতিক মানের ডিজাইন ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকছে। প্রতিটি অ্যাপার্টমেন্ট এফ টিভির ফ্যাশন স্টাইল অনুযায়ী ডিজাইন করা হয়েছে, যা ক্রেতাদের কাছে এক নতুন অভিজ্ঞতা তুলে ধরবে।