সৌরভের বায়োপিকে অভিনয়ে রাজকুমার রাও
তপন বকসি। মুম্বই
৩৬৫ দিন। গত দু’বছর ধরে নানা আলোচনার পর অবশেষে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বায়োপিকে সৌরভের ভূমিকায় অভিনেতার নাম ঠিক হল। হিন্দিতে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও। ২১ ফেব্রুয়ারি সৌরভ গাঙ্গুলির ২৮ তম বিবাহ বার্ষিকীর দিনই এই খবর সামনে এল। যদিও ২৮ তম বিবাহ বার্ষিকীর আগের দিনটি সৌরভ গাঙ্গুলির পক্ষে ভাল ছিল না। তিনি কলকাতা থেকে বর্ধমানে যাচ্ছিলেন বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে। সেই সময় তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান সৌরভ ও তার সঙ্গীরা। ২১ ফেব্রুয়ারি বর্ধমানের দাঁড়িয়েই তার ২৮ তম বিবাহ বার্ষিকীর দিন সৌরভ গাঙ্গুলি তাকে নিয়ে তৈরি হতে যাওয়া বায়োপিকের অভিনেতার নাম ঘোষণা করেন।
বর্ধমানে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, “আমার বায়োপিকে রাজকুমার রাও অভিনয় করবেন বলে আমি খবর পেয়েছি। কিন্তু অভিনেতা রাজকুমার রাওয়ের ডেট পাওয়া নিয়ে কিছু সমস্যা আছে। এই সমস্যা মিটে যাওয়ার পর এই ছবির শুটিং শুরু হয়ে রিলিজ হতে এক বছর লাগবে।”
দু’বছর আগে সৌরভ গাঙ্গুলির হিন্দি বায়োপিকে সৌরভের ভূমিকায় রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল। কিন্তু কয়েক দিনের মধ্যেই বোঝা যায়, রণবীর কাপুর সেই চরিত্রে অভিনয় করছেন না। তার কিছুদিন পরেই বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানার নাম সামনে আসে। মুম্বাইয়ে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের জন্য আয়ুষ্মান খুরানার স্ক্রিন টেস্ট হয়েছিল বলে শোনা গিয়েছে। কিন্তু সৌরভ গাঙ্গুলির হিন্দি বায়োপিকের প্রযোজক লাভ রঞ্জন আয়ুষ্মান খুরানাকে শেষ পর্যন্ত নির্বাচিত করেননি। কিন্তু সৌরভের চরিত্রে আয়ুষ্মান খুরানা কেন বাদ পড়েছিলেন, তার কোনও কারণের কথা এখনও পর্যন্ত সামনে আসেনি।
এর আগে ২০২৪ সালের মে মাসে মুক্তি পাওয়া হিন্দি ছবি “শ্রীকান্থ”-এ রাজকুমার রাও অন্ধপ্রদেশের অন্ধ শিল্পপতি শ্রীকান্ত বোল্লার বায়োপিকে শ্রীকান্ত বোল্লার ভূমিকায় অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেছিলেন তুষার হিরনন্দানি। ৩৫ কোটি টাকায় তৈরি ছবিটি ৬২ কোটির অল্প কিছু বেশি ব্যবসা করেছিল। অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মান্ধ হিসেবে জন্মগ্রহণ করে শ্রীকান্ত বোল্লা কিভাবে আন্তর্জাতিক মহলে নিজের নাম পরিচিত করে তুলেছিলেন, তাই নিয়েই তৈরি হয়েছিল “শ্রীকান্থ” ছবিটি। এরপরে ২০২৪ সালে আরেকটি সফল হিন্দি ছবি “স্ত্রী টু” -তে অভিনয়ের পর পরিচালক শরণ শর্মার হিন্দি ছবি “মিস্টার অ্যান্ড মিসেস মাহি” ছবিতে জাহ্নবী কাপুরের বিপরীতে একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেন রাজকুমার রাও। ২০২৫ এর এপ্রিল মাসে রাজকুমার রাও অভিনীত আরেকটি হিন্দি ছবি আসতে চলেছে। যার নাম “ভুল চুক মাফ “। অভিনেত্রী ওয়ামিকা গাব্বি এই ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাওয়ের সঙ্গে। বলিউডের প্রযোজক লাভ রঞ্জনের প্রযোজনায় বিক্রমাদিত্য মতওয়ানের (লুটেরা) পরিচালনায় সৌরভ গাঙ্গুলির বায়োপিকে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে অভিনয় করার কথা শোনা যাচ্ছে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির। শোনা যাচ্ছে, সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলির অনুরোধেই নাকি সৌরভ গাঙ্গুলির বায়োপিকে স্ত্রীর ডোনা গাঙ্গুলির চরিত্রে তৃপ্তি দিমরির নাম শোনা যাচ্ছে। কিন্তু ডোনা গাঙ্গুলির চরিত্রে তৃপ্তি দিম্রির নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত মুম্বাইয়ে মুখ খোলেননি প্রযোজক লাভ রঞ্জন।