হাইলাইট
।।প্রশ্ন: ধর্ষণ হয়নি! তাও কীভাবে ব্রেনওয়াশ করে অভিযোগ করালো?।।দেবের হেলিকপটারে ধোঁয়া, অল্পে রক্ষা, জরুরি অবতরণ।।সন্দেশখালি নিয়ে বলার আগে রাজভবনের কর্মীর খোঁজ নিন।।নিউ ইন্ডিয়া হল ভাজপার লুঠভোট দেওয়ার আগে সঠিক সিদ্ধান্ত নিন, হয়তো এবারই দেশের শেষ ভোট।।তদন্তের ভয়ে পদ্মপাল বোস রাজভবনের গেটে তালা মারলেন।।ক. হাইকোর্টের রায় খারিজ, সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।।দিল্লিতে কী চলছে ফাঁস করেছিলমহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা।।মাধ‍্যমিকে ফের জেলার জয়জয়কার। প্রথম কোচবিহারের চন্দ্রচূড়।।নির্বাচন কমিশন যেন হিজ মাস্টারস ভয়েসযেখানে ভোট কম পড়েছে হঠাৎ 5.75 শতাংশ বাড়িয়ে দিয়েছে।।হুব্বা গদ্দার মিঠুনের এখন ভগবান বুদ্ধ।।রামনবমীতে বাধা দিলে আমি ঝুলিয়ে পেটাতাম।।জপমালা মাথায় ঠেকিয়ে আশীর্বাদ, হাত স্পর্শ করে আম্মাদের দোয়া দিদি তুমি ভালো থেকো।।মোদি শাহের নয়নের মণি রামদেব মহা সংকটে।।আলুওয়ালিয়ার অর্থশক্তি ধুয়েমুছে সাফ হবে।।দুর্গাপুরে কীর্তি আজাদ বলবেনহাম আজাদ হ্যায়

প্রশ্ন: ধর্ষণ হয়নি! তাও কীভাবে ব্রেনওয়াশ করে অভিযোগ করালো?

৩৬৫ দিন ভিডিও’র সত্যতা যাচাই করেনি   সন্দেশখালিতে স্টিং অপারেশনতৃণমূলের বিস্ফোরক ভিডিও ফাঁস   ৩৬৫ দিন। ভাজপা নেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনাতেই টাকা দিয়ে সন্দেশখালীর মহিলাদের

Read More »

দেবের হেলিকপটারে ধোঁয়া, অল্পে রক্ষা, জরুরি অবতরণ

মালদা থেকে মুর্শিদাবাদ যাওয়ার আকাশপথে   ৩৬৫দিন। দেবের হেলিকপ্টার ধোঁয়া। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ঘাটালের তৃণমূলের প্রার্থী। শুক্রবার লোকসভা নির্বাচনের প্রচারে মালদার রতুয়ায় যান

Read More »

সন্দেশখালি নিয়ে বলার আগে রাজভবনের কর্মীর খোঁজ নিন

রাজভবনে শ্লীলতাহানি প্রসঙ্গে মোদিকে প্রশ্ন মমতার   ৩৬৫ দিন। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস এর বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের এক কর্মচারী, এই ঘটনার

Read More »

নিউ ইন্ডিয়া হল ভাজপার লুঠভোট দেওয়ার আগে সঠিক সিদ্ধান্ত নিন, হয়তো এবারই দেশের শেষ ভোট

বিশিষ্ট অর্থনীতিবিদ পরকলা প্রভাকর কলকাতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী, অর্থনীতিবিদ প্রভাকর   ৩৬৫ দিন। দেশে ভাজপার নেতৃত্বে যে সরকার চলছে তাতে যে কোনো সময়ে যা কিছু হতে

Read More »

তদন্তের ভয়ে পদ্মপাল বোস রাজভবনের গেটে তালা মারলেন

৩৬৫ দিন। রাজভবনের মত যে কোন রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় মহিলা কর্মীকে দিনের পর দিন করেছেন বলে অভিযোগ উঠেছে খোদ রাজ্যপালের

Read More »

ক. হাইকোর্টের রায় খারিজ, সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

৩৬৫ দিন। নয়াদিল্লি। পাহাড়ে নিয়োেগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তার উপরে স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

ভাজপা প্রার্থী রাজুর ভুয়ো টেন্ডারে ১২ কোটি টাকার দুর্নীতি ফাঁস

উত্তরবঙ্গ ব্যুরো । ৩৬৫ দিন। শিলিগুড়ি। গত পাঁচ বছরে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন রাজু বিস্তা। নিজের কোম্পানির নামে টেন্ডার পাস করিয়ে কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের টাকা দুর্নীতি করেছেন। পাহাড়ের মানুষের বিশ্বাস ভেঙ্গে বড়লোক হয়েছে তার কোম্পানি। অথচ কাজ হয়নি। কোনও রকমে পাইপ লাগিয়ে দায়সারা কাজ করেছে রাজুর কোম্পানি। ওয়াটার ফলসের মুখে ট্যাপ কলের মুখ লাগিয়ে জল জীবন মিশন এর কাজ চলছে বলে ধোঁকা দিয়েছেন। এই ভাবেই ভোটের ৪৮ঘন্টা আগে নিজ দলীয় পদ্ম সাংসদ প্রার্থীর বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির পর্দা ফাঁস ভাজপা বিধায়ক বজগাইনের। দার্জিলিঙ লোকসভা কেন্দ্রে নির্বাচনী শেষ পর্বে ভাজপার বিক্ষুব্ধ কাঁটা আক্রমনে রক্তাক্ত সাংসদ প্রার্থী রাজু বিস্তা। জল জীবন মিশনের প্ল্যানিং ও মনিটরিং কমিটির সদস্য বিজেপি সাংসদ রাজু বিস্তা তার সাংসদ থাকাকালীন সময়তে পাহাড়ে পানীয় জলের প্রকল্পের নিজের শেয়ারের কোম্পানিকে অনৈতিকভাবে টেন্ডার পাইয়ে দিয়েছে। ভাজপা কাশিয়াঙ বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা সাফ খোলা মঞ্চে তথ্য প্রমাণ তুলে ধরে বুধবার নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে ভয়ংকর আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন বিদায়ী ভাজপা সাংসদ তথা বর্তমান প্রার্থী রাজু বিস্টের বিরুদ্ধে। তিনি বলেন জল জীবন মিশনে কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত সাংসদ।তার দাবি দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে পানীয় জল পৌঁছে দেওয়ার জল জীবন মিশন প্রকল্পের পরিকল্পনা ও নজরদারি কমিটির সদস্য ছিলেন রাজু বিস্তা। সাংসদ থাকাকালীন তিনি নিজের দিল্লির সূর্য কোম্পানীর নামে টাবু চা বাগানের ঠিকানায় এম/এস সূর্য ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নামে একটি ভুয়ো রেজিস্টেশন করেন। সম্পূর্ণ অনৈতিকভাবে টেন্ডার করে জল জীবন মিশনের দায়িত্ব নিজ শেয়ার কোম্পানির হাতে তুলে দেন। জল জীবনের নামে পাহাড়ে কোথাও পাইপ লাইন সংযোগ ছাড়াই গাছে ট্যাপ কল ঝুলছে তো কোথাও ঝোড়ার মুখে ট্যাপ কল লাগিয়ে দেওয়া হয়েছে। ঝোড়ার অপরিশোধিত জলই আসছে সে কল বেয়ে। যাতে পাহাড় জুড়ে নিজ শেয়ার কোম্পানীকে দিয়ে কোটি কোটি টাকার আর্থিক তছরূপ করেছে রাজু বিস্তা। সংশ্লিষ্ট তথ্যও পাহাড়ের ভরা সভায় তুলে ধরেন বজগাইন তথা ভাজপার নির্দল প্রার্থী বিষ্ণু প্রসাদ শর্মা। তিনি ভরা সভায় মঞ্চ থেকে সে তথ্যও তুলে ধরেন। ভোটের ৪৮ঘন্টা আগে ৮০০টাকায় নেপাল থেকে ভাড়ার কর্মীদের এনে পাহাড়ে ঝান্ডা লাগিয়ে মান বাঁচাতে মরিয়া পদ্ম প্রার্থী রাজু বিস্তা। যাতে ভোটের মুখে পদ্ম প্রার্থী রাজু পায়ের নিচ থেকে মাটি সরছে। বিক্ষুব্ধ কাটার ঘায়ে রক্তাক্ত ভোটের মুখে কার্যত সাংসদ প্রার্থী রাজু বিস্তা। পাহাড়েও রাজু কেন্দ্রীক হাওয়া প্রতিকুল। এ বিষয়ে অবশ্য রাজু বিস্তা চিঠি দিয়ে মানহানীর অভিযোগ তুলেছেন ভাজপা প্রার্থী বিপি বজগাইনের বিরুদ্ধে। দশ কোটি টাকার মানহানির অভিযোগ তুলে একদিকে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন সাংসদ প্রার্থী। অন্যদিকে নির্বাচন কমিশনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন। তার দাবি জল জীবন মিশন প্ল্যানিং ও মনিটরিং কমিটির সদস্য তিনি নন এমনকি তার কার্যরত সূর্য কোম্পানির সঙ্গে এই সূর্য লিমিটেডের কোন সম্পর্ক নেই। অপরদিকে শুধু তাই নয় পাহাড়ে বিজেপির ঝান্ডা লাগানোর সমর্থক কর্মী পর্যন্ত নেই। পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে পড়েছে যে ভোটের ৪৮ ঘণ্টা আগে উদয়পুর নেপাল থেকে ভাড়ার কর্মী এনে দলীয় ঝান্ডা লাগাতে হচ্ছে। মাথা পিছু ৮০০টাকায় নেপাল থেকে ভাড়ার কর্মীদের এনে ঝান্ডা লাগিয়ে মান বাঁচাতে চলেছে রাজু বিস্তা। বিজেপিএমের দাবি সবকিছু অর্থের বিনিময় কিনে নিতে চায় রাজু। কিন্তু মানুষের রায় অর্থের বিনিময়ে কেনা যায় না। তৃনমূল বিজিপিএম সমর্থিত প্রার্থী ভূমিপুত্র গোপাল লামা মানুষের চোখে অনেক এগিয়ে রয়েছে।

Scroll to Top