হাইলাইট
।।কলকাতায় মাছের বাজারে ভিড়।।।উফ কী গরম ! Part-195।।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চুরির অপবাদে ছাত্রকে শারীরিক ও মানসিক নিগ্রহ।।কয়েক মাসের মধ্যেই বাইপাস থেকে নিউটাউনের ফ্লাইওভারের কাজ শুরু হবে।।অশান্তি কমতেই বাংলাদেশের পেট্রাপোল দিয়ে মাছ রপ্তানি শুরু।।শান্তিনগর কাণ্ডে ঈগল ট্যাটু দেখেই রহস্যভেদের চেষ্টা পুলিশের।।উফ কী গরম ! Part-194।।উফ কী গরম ! Part-193।।সংসদে জাস্টিস গাঙ্গুলীর গালাগাল ‘স্টুপিড’, বিরোধীদের প্রবল প্রতিবাদ।।জীবিত অবস্থায় মহিলাকে বস্তাবন্দী করে ফেলা হল খালে।।বঙ্গভঙ্গের চক্রান্তে সুকান্ত, প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিলেন উত্তরবঙ্গ ভেঙে উত্তর পূর্বে।।প্যারিসের মিউজিয়মে স্বর্ণমুদ্রায় শাহরুখ।।পলিটিক্যালি বায়াসড, বৈষম্যের বাজেট।।বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন নৌকায় কলকাতা পাড়ি।।রানাঘাটে চমক ১২৫ ফুটের দুর্গা প্রতিমা
৩৬৫ দিন Exclusive
Avinash

কলকাতায় মাছের বাজারে ভিড়।

৩৬৫ দিন।বাংলাদেশে অশান্তির আবহাওয়া কমতেই বৃহস্পতিবার থেকে ফের অনেকটাই স্বাভাবিক হলো দুই দেশের মধ্যে মাছের ব্যবসা ।মাছ আমদানি রফতানি করি ব্যবসায়ী ও পেট্রাপোলের শুল্ক দফতর

Read More »
বিবি
Avinash

উফ কী গরম ! Part-195

উফ কী গরম ! HOT BIKINI মারতা জিউনতি ৩৬৫ দিন। অভিনেত্রী বা মডেল তাঁর পরিচিতি।কিন্তু মানুষ হিসেবে অনেকের থেকেই এগিয়ে মারতা জিউনতি।দীর্ঘ কয়েকবছর এই রুপোলি

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চুরির অপবাদে ছাত্রকে শারীরিক ও মানসিক নিগ্রহ

৩৬৫দিন। এক ছাত্রের মৃত্যুর পরও যাদবপুরের হোস্টেলে জারি রয়েছে গুন্ডারাজ! রাজ্যের বিভিন্ন জায়গায় যখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণপিটুনির মতো ঘটনা ঘটানো হচ্ছে তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নতুন করে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

কয়েক মাসের মধ্যেই বাইপাস থেকে নিউটাউনের ফ্লাইওভারের কাজ শুরু হবে

৩৬৫ দিন।প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার।ই এম বাইপাস থেকে নিউ টাউন পর্যন্ত ফ্লাইওভারের কাজ শুরু হতে মাত্র কয়েক মাস।জানা যাচ্ছে,চলতি বছরের শেষেই শুরু হবে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

অশান্তি কমতেই বাংলাদেশের পেট্রাপোল দিয়ে মাছ রপ্তানি শুরু

পেট্রাপোল-বেনাপোল সীমান্তে ঢুকছে মাছের ট্রাক। ৩৬৫ দিন।বাংলাদেশে অশান্তির আবহাওয়া কমতেই বৃহস্পতিবার থেকে ফের অনেকটাই স্বাভাবিক হলো দুই দেশের মধ্যে মাছের ব্যবসা ।মাছ আমদানি রফতানি করি

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

শান্তিনগর কাণ্ডে ঈগল ট্যাটু দেখেই রহস্যভেদের চেষ্টা পুলিশের

৩৬৫ দিন। মহিলার দুই হাতে থাকা ট্যাটুর সূত্র ধরে তদন্তে রিজেন্ট পার্ক থানার পুলিশ। রিজেন্ট পার্ক থানার শান্তিনগর খাল থেকে বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনা ঘিরে

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

জপমালা মাথায় ঠেকিয়ে আশীর্বাদ, হাত স্পর্শ করে আম্মাদের দোয়া দিদি তুমি ভালো থেকো

মালদার পদযাত্রায় অবিস্মরণীয় দৃশ্য, হিন্দু মুসলিম নির্বিশেষে স্বতস্ফুর্ত উচ্ছ্বাস

 

৩৬৫ দিন। ভারতীয় জনতা পার্টির আশ্রিত দুষ্কৃতীরা যখন ক্রমাগত বাংলায় ভেদাভেদের রাজনীতি নিয়ে চরম আকার ধারণ করছে, লোকসভা নির্বাচনের আগে ততই বাংলার মুখ্যমন্ত্রী ভাজপার প্ররোচনায় পা না দেওয়ার আহবান দিচ্ছেন। বাংলায় হিন্দু মুসলমান সহ সকল ধর্মের মানুষ একসঙ্গে মমতার রোড শো এ অংশগ্রহণ করে তাকে আশীর্বাদ করলেন।

আমাদের স্লোগান দিল্লিতে পরিবর্তন চাই

‘গত বিধানসভা নির্বাচনে মালদা জেলা আম এবং আমসত্ত্ব দুটোই আপনারা আমাদের দিয়েছেন। আমরা কোনদিন লোকসভা নির্বাচনে আসন পায়নি এখানে। এবার পাল্টাবেন তো? চলুন এবার পরিবর্তন করি। আমাদের এবার একটা স্লোগান, দিল্লিতে পরিবর্তন চাই। আমার পেছনে লাগতে গিয়ে ওদের সভাপতির গলা দিয়ে বেরিয়ে গেছে জয় বাংলা। বাংলা থেকে বিজেপিকে উপড়ে দিন। আগামী দিন আসছে, সবাই হাসছে। বিজেপি দেশ বিক্রি করছে জাতি বিক্রি করছে ধর্ম বিক্রি করছে। সব এজেন্সিকে কিনে নিয়েছে। বিচারের শেষ জায়গাটাকেও দখল করতে চাইছে। এই বাংলার সঙ্গে বিজেপির ম্যাচ করেনা। বিজেপির ওয়েবেলেন্থ আলাদা, বাংলার ওয়েবেলেন্থ আলাদা। বাংলায় আমরা কাউকে বঞ্চিত করিনি। দিল্লিকে পাল্টান। গোটা দেশ এখন গণতন্ত্রের জেলে পরিণত হয়েছে। মোদি বাবু দশ বছরে দেশকে বিক্রি করে দিয়েছেন। সুভাষচন্দ্র বোসের জন্মদিন আজও জাতীয় ছুটি ঘোষণা করা হয়নি’ উত্তর মালদার চাচোল ও তাতীপাড়া থেকে এভাবেই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করার পর মালদা দক্ষিণে এদিন রোড শো করেন জননেত্রী মমতা। ইংরেজবাজারের সুকান্ত মোড় থেকে রবীন্দ্রমূর্তি পর্যন্ত মমতার রোড শো এ বিপুল জনস্রোত লক্ষ্য করা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী নাক খত দিন

এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত দাদা মহাশয় বলেছেন, বাংলা নাকি ২’লক্ষ ২৯ হাজার কোটি টাকা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। আমি সিপিএমের দায়িত্ব নেব না। কিন্তু আমি অমিত শাহ’কে চ্যালেঞ্জ করে বলছি আমাদের ১২ বছরে আনইউটিলাইজেশন সার্টিফিকেট কিছু পড়ে নেই। হয় ক্ষমা চান, নয় নাখ ক্ষত দিয়ে বলুন আর বলবো না। সব দিয়ে দেওয়া হয়েছে। তুমি যে মিথ্যে কথাটা বলে গেলে তার জন্য কত দাম দেবে? এখন ক্যাগ রিপোর্ট নিয়ে বলছি, ৪ এর ১ নম্বর ধারায় আপনাদের ৩২ টা ডিপার্টমেন্ট ৫২ হাজার কোটি টাকার এখনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। আগে ইট মারতে গিয়ে নিজের মুখটা আয়নায় দেখুন। আপনারা একটা ভোটও সিপিএম এবং কংগ্রেসকে দেবেন না। ইন্ডিয়া জোট আমি সৃষ্টি করেছি। আমরা ইন্ডিয়া জোটকে নিয়ে মোদিকে তাড়াবোই।’

মাছের ঝোল ভাত সহজ রান্না

মুখ্যমন্ত্রীর কথায়, ‘মাছের ঝোল ভাত হচ্ছে সহজ রান্না। আর ভেজ করতে গেলে একটা ডাল করো, একটা তরকারি কর, একটা ভাজা করো একটু ঘি নাও, একটু পনির নাও কত রকম আইটেম। সবাই কি পারে। রাজস্থানের মাছ-মাংসের দোকান বন্ধ। উত্তরপ্রদেশেও বন্ধ, ক্ষমতায় এসে মধ্যপ্রদেশেও বন্ধ করে দিয়েছে।’

উনি কি সত্যিই কংগ্রেসি

এদিন নাম না করে অধীর চৌধুরী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘লোকসভায় বিরোধী দলনেতাকে দেখেছেন। মোদি তোকে বুকে আগলে রাখেন। উনি কি সত্যিই কংগ্রেসি, নাকি বিজেপির বন্ধু? বাংলায় বিজেপির দুটো চোখ। একটা সিপিএম আরেকটা কংগ্রেস। লোকসভায় কখনো কংগ্রেসকে বাংলার জন্য সরব হতে দেখেছেন। তাহলে কেন ওদের জেতাবেন।’

নির্বাচন কমিশনের নিরপেক্ষহীনতা

মুখ্যমন্ত্রীর কথায়, ‘মালদায় বিজেপির যে প্রার্থী তার স্বামী বিএসএফে কাজ করতেন শুনেছি। এখন কি রিটায়ার করে গেছে? আগেরবারও তো ছিল ক্ষমতা আমি জানতাম। তার বউ প্রার্থী হলে তাকে ইলেকশন কমিশন সরায় না, আর আমাদের এমএলএ লাভলী বর এসপি হলে তাকে সরিয়ে দিতে হয়। এইতো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। ওদের বড় গদ্দার নেতাকে, ওরা বুকের ভেতরে আগলে রেখে দিয়েছে। কিন্তু যতই আগলে রাখুক, কমিশনের রিপোর্টে ওদের বুক দুরু দুরু করছে।’

এনআরসি করতে দেব না

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা বাংলায় এনআরসি ক্যা ইউনিফর্ম সিভিল কোর্ট করতে দেব না। কেউ কেউ দুষ্টুমি করে। কেউ কেউ ৫০ বছর আগের কাস্ট সার্টিফিকেট নিয়ে আসতে বলে। আমরা কাস্ট সার্টিফিকেট দেওয়ার সরলীকরণ করেছি। তোমাদের মন্ত্রী আছে সে ক্যা এপ্লাই করেনি। আমরা বাংলায় এনআরসি করতে দেব না, আমরা ক্যা করতে দেব না, আমরা ইউনিভার্সাল সিভিল কোর্ট করতে দেবো না।’

গঙ্গা পদ্মা ভাঙ্গন রোধ

গঙ্গা পদ্মা ভাঙ্গন রোধে মুখ্যমন্ত্রী বলেন, ‘২০৪ কোটি টাকা খরচ করে গঙ্গা পদ্মা ভাঙ্গন রোধ করেছি আমরা। কেন্দ্র এক পয়সাও দেয়নি।’

মুখ্যমন্ত্রী রোড শো

মুখ্যমন্ত্রীর নির্বাচনী পদযাত্রায় মালদার রাজপথ যেন জনজোয়ারে পরিণত হল। পদযাত্রায় লক্ষ্মীর ভান্ডারের ফেস্টুন হাতে নিয়ে শতাধিক মহিলারা মূলত মিছিলের সামনের সারিতে ছিলেন। মুখ্যমন্ত্রীর পদে যাত্রা পিছনে ছিল আদিবাসীদের নৃত্য। সেদিন বিকেল পাঁচটা নাগাদ মালদা শহরের সুকান্ত মোড় এলাকার রাজপথ থেকে শুরু হয় মুখ্যমন্ত্রীর পদযাত্রা। ফুল ছিটিয়ে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মমতার পথযাত্রাকে অভিনন্দন জানান মালদা শহরের বাসিন্দারা। মুখ্যমন্ত্রী ও প্রতি নমস্কার জানান সকলকে।

Scroll to Top