বর্বর অশিক্ষিতের ভাজপা ভাষণ, বাংলায় এসে যোগীর নিদান
৩৬৫ দিন। দুর্গাপুর, ৩০ এপ্রিল বাংলায় রামায়ণ প্রথম অনুবাদ হয়েছিল আর এখ ানে রাম নাম করা যাবে না। রাম নবমীতে গন্ডগোল করা হয়। উত্তরপ্রদেশে রামনবমীতে অশান্তি করলে তার পা ওপর দিকে বেঁধে মাথা ঝুলিয়ে এমন দিতাম না…??- এরপরেই তিনি বলেন উত্তরপ্রদেশের পঞ্চাশ হাজার দুর্গাপূজা হয় কিন্তু সেখানে দাঙ্গা হয় না। যারা দাঙ্গা করবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তি গরিবদের মধ্যে ভাগ করে দেবো। বাংলার দুর্গা পুজো বিশ্ববন্দিত। হেরিটেজ তকমা পাওয়া দুর্গাপুজো দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বাংলায় আসেন। আর সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে দুর্গা পুজো নিয়ে বড়াই শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর গলায়। এরপরেই তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছোড়েন, ক্ষুক্ষ্ম বাংলা উত্তর প্রদেশ মডেল চাইছে? আপনারা চাইছেন তো? অন্ডালের জনসভায় যোগ দিয়ে এভাবেই উত্তরপ্রদেশের আদলে বাংলাকে গড়ে তোলার আহ্বান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। বাংলা উত্তর প্রদেশ মডেল চাইছে, আপনারা চাইছেন তো? সাধারণকে প্রশ্ন করলেন যোগী আদিত্যনাথ। অন্ডালের খন্দরায় আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দার জিত সিং আলুওয়ালিয়ার সমর্থনে জনসভায় যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় উত্তরপ্রদেশে ৫৭ লক্ষ বাড়ি বানিয়েছি। কিন্তু এ রাজ্যে বানাতে দেওয়া হচ্ছে না। জয় শ্রীরাম বললেও গুলি করে দেওয়া হচ্ছে। কিন্তু এখানেই লেখা হয়েছিল বাংলার রামায়ণ। তারপরেই যোগী আদিত্যনাথ তৃণমূল, কংগ্রেস আর সিপিআইএম একযোগে আক্রমণ করে বলেন, তৃণমূল, কংগ্রেস আর সিপিআইএম তিন দলের নাম আলাদা কিন্তু ওরা একই। ওদের দুর্নীতির ঢংও একই। ওদের তিন দলকে বিশ্বাস করবে না। আধ্যাত্মিক পরম্পরাকে আগে বাড়াতে আজ আমি এখানে এসেছি। বাংলা উত্তরপ্রদেশ মডেল চাইছে। আপনারা চান তো? অযোধ্যার মতো রাম মন্দির বাংলায় হোক চান? যারা বাংলার কৃষ্টি, সংস্কৃতি নষ্ট করেছে তাঁদেরকে ভোট দিয়ে ভুল করবেন না। উত্তরপ্রদেশের মাফিয়া রাজ রুখে দিয়েছি। মাফিয়ারা বলছে ঠেলা লাগাচ্ছে। তারা প্রার্থনা করছে আমাদের প্রাণে মেরো না।। আর এ রাজ্যে সন্দেশখালীর মত ঘটনা ঘটছে আর ওদের বাঁচানোর চেষ্টা করছে এই তৃণমূল সরকার। খুব স্বল্পক্ষণ তার ভাষণে যোগী আদিত্যনাথ বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতিকে এই দেশের আদি কৃষ্টি ও আদি সংস্কৃতি বলে বাঙালি জাতিকে জেগে ওঠার আহ্বান জানান। রাষ্ট্রগানের রচয়িতা এই বাংলায়, যে বাংলায় প্রথম রামায়ণ অনুবাদ করেছিল সেই বাংলাতেই আজ রাম নাম নিষিদ্ধ। অথচ উত্তরপ্রদেশের ৫০ হাজার দুর্গাপূজা হয় এখানে দাঙ্গা হয় না। আমরা দাঙ্গা কারীদের সমস্ত সম্পত্তি করে তা গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছি।