হাইলাইট
।।আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক।।হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার।।কলকাতায় রমরমিয়ে গণেশ পুজো, বাঙালির লাড্ডু টেক্কা দিচ্ছে মোদককে।।শাবক, সঙ্গী খুনিদের প্রতিশোধ নিতেই আক্রমণ নেকড়েদের।।নন্দনকানন থেকে আনা মাউস ডিয়ার দত্তক বনমন্ত্রীর।।কেন্দ্র ব্যর্থ, রাজ্য চালাবে আরএসএস।।আর জি কর-এ বিনা চিকিৎসায় প্রাণ হারালেন তরুণ।।অপরাজিতা বিলে সই করলেন না রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে পাঠালেন।।দেড় কোটি টাকার মূর্তির জন্য ১৩৫ কোটি টাকার বরাত।।কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজে পাক জঙ্গিদের হিন্দু ছদ্মনাম ব্যবহারে আপত্তি, নেটফ্লিক্সকে সেন্সর করার সঠিক সিদ্ধান্ত ভারত সরকারের।।অপরাজিতা বিলে ধর্ষণের শাস্তি ফাঁসি, বিরোধীরা বিলে একমত, সর্বসম্মতিক্রমে পাশ।।কামদুনি নিয়ে শুভেন্দুর প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী, আমরা সর্বোচ্চ করেছি, কোর্ট তো আপনাদের হাতে, দেখে নেবেন।।মোদি সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের, দেশে প্রতি ১৫ মিনিটে ধর্ষণ, ৫০ দিনে হোক বিচার।।৫০০০ গণেশ মূর্তি, ৪৫০০ দুর্গা প্রতিমা, গতবারের তুলনায় দুর্গার চাহিদা ১০% বেশি।।আবারও গো মাংসের গুজবে হরিয়ানায় স্কুল পড়ুয়াকে খুন
৩৬৫ দিন Exclusive
Avinash

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক

এয়ার ইন্ডিয়ার ঘোষণা ৩৬৫ দিন।এয়ার ইন্ডিয়ার নতুন নিয়ম।বোর্ডিং টাইমে রদবদল বিমান ধরার ৭৫ মিনিট আগে ঢুকতে হবে এয়ারপোর্টে।যা আগে ছিল ৬০ মিনিট।শনিবার এয়ার ইন্ডিয়ার তরফে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার

জাস্টিস চেয়ে পথ অবরোধ ৩৬৫দিন। ভাজপার ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্রসূতির প্রাণ কেড়ে নিল। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের থেকে চিকিৎসা না পেয়ে শুক্রবার মৃত্যু হয়েছিল কোননগরের

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

কলকাতায় রমরমিয়ে গণেশ পুজো, বাঙালির লাড্ডু টেক্কা দিচ্ছে মোদককে

৩৬৫ দিন।গণেশ পুজো নিয়ে মুম্বাইকে টেক্কা দিচ্ছে কলকাতা।যতদিন যাচ্ছে কলকাতায় গণেশ পূজার সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। আগে আমরা জানতাম মুম্বাইতে গনেশ পুজো সবচেয়ে বড় উৎসব।শুধু

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

শাবক, সঙ্গী খুনিদের প্রতিশোধ নিতেই আক্রমণ নেকড়েদের

ব্রিটিশ নেকড়ে বিশেষজ্ঞ ডক্টর এলিসের তত্ত্ব সঠিক ৩৬৫ দিন। সন্ধ্যে নামলেই নেকড়ের আতঙ্কে কাঁপছে নেপাল সীমান্তবর্তী উত্তরপ্রদেশের বাহারাইচ জেলা। পাহাড়, জঙ্গল, নদী ঘেরা এই জেলায়

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

নন্দনকানন থেকে আনা মাউস ডিয়ার দত্তক বনমন্ত্রীর

৩৬৫দিন। বনমন্ত্রী বীরবাহা হাঁসদার আলিপুর চিড়িয়াখানায় আসা নতুন সদস্য মাউস ডিয়ার দত্তক নিলেন।আলিপুর চিড়িয়াখানায় গত কয়েকদিন আগেই উড়িষ্যার নন্দনকানন থেকে আনা হয়েছে মোট নয়টি প্রাণী।

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

কেন্দ্র ব্যর্থ, রাজ্য চালাবে আরএসএস

দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে সংঘ প্রধান ভাগবত ৩৬৫ দিন। লোকসভা নির্বাচন চলে গেলেও উত্তর-পূর্ব ভারতের মনিপুরে পরিস্থিতি এখনো সম্পূর্ণভাবে হাতের বাইরে। মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসন

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

বিজেপির একটা বুথে মদ খাওয়ার খরচ ৫০০০ টাকা

কুলতলিতে অভিষেকের বোমা

৩৬৫ দিন। আমি শুধু চার লক্ষ ব্যবধান চাই। দেশের মধ্যে যেন এক নম্বর হয়। মোদীজীকে বলব এখানে বিজেপির পতাকা ধরার কেউ নেই। আমার পার্টি অফিসে পতাকা পতপত করে উড়ছে। কেউ বুথে বসতে না পারলে, দেওয়াল লিখতে না পারলে আমি কি করব? এভাবেই আজ নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বর্ণাঢ্য রোড শো-র পরে ভাজপা এবং অন্যান্য বিরোধী দলগুলিকে খোলার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রেকর্ড জয়ের টার্গেট ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ প্রথমে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল এর সমর্থনে কলতলীতে জনসভা এবং তারপরে ডায়মন্ড হারবারে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে রোড শো করেন অভিষেক।

আজ অভিষেক বলেন, ১০০ দিনের কাজের টাকা বন্ধ। অথচ বিজেপির একটি বুথে মদ খাওয়ার খরচ বলছে পাঁচ হাজার।

বিজেপির সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, একটি বুথে মদ খাওয়ার খরচ পাঁচ হাজার।

বাংলায় কত বুথ আছে জানেন? আশি হাজার। একটা বুথে পাঁচ হাজার হলে আশি হাজার বুথে ৪০ কোটি টাকা। বিজেপির বাড়ির টাকা বন্ধ আর বিজেপির ভোটের দিন মদের বাজেট ৪০ কোটি।

এত টাকার মদ কে খাবে? অবাক হওয়ার কিছু নেই। এলাকায় কোনও ভাল লোক বিজেপি করে না। আর তাই জন্য মদের বাজেট এত।

বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। বিজেপি নেতারা এলে জিজ্ঞাসা করুন। আমি আছি তো, দেখি কে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে। যত দিন তৃণমূল সরকার রয়েছে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবেন না।

৪ জুন ফল বেরোবে কিন্তু বিজেপি সরকার গড়তে পারবে না। সরকার গড়বে ইন্ডিয়া জোটই।

২০১৯ সাল থেকে আমার ও মা-বাবার উপর লাগাতার কেন্দ্রীয় এজেন্সির অত্যাচার দেখেছেন। যারা টিভির সামনে বসে আমার বাপ বাপান্ত করে, তারা আমার বিরুদ্ধে প্রার্থী খুঁজে পায় না। এক মাস লেগেছে প্রার্থী খুঁজে পেতে। যা হচ্ছে বলছে তাতে নাকি অভিষেক বন্দোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস দায়ী। আপনারা প্রার্থী না পেলে অভিষেক বন্দোপাধ্যায় কি করবে?

বিরোধীরা আসলে জিজ্ঞাসা করবেন, কোভিডের সময় কোথায় ছিলেন? মা-বোনেদের মুখে সেই সময় খাবার তুলে দিয়েছিল কি - না? আমি বয়স্কদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলাম বলে আমাকে বিজেপি ব্যঙ্গ বিদ্রূপ করেছিল। কিন্তু সারা দেশে এই কাজ কেউ করতে পারেনি।

= ১০ বছরে ৫৫৮০ কোটি টাকার কাজ করেছি। মুখে বলছি না প্রতিবছর সব তথ্য, হিসাব দিয়ে বার করেছি নিঃশব্দ বিপ্লব বই। দিন -পিছু এক কোটি ৫৫ লক্ষ টাকার কাজ করেছি। প্রতি ঘন্টায় প্রায় ৬ লক্ষ টাকার কাজ হয়েছে।

- ২০১৯ সালে সৌন্দর্যায়ণের কাজে গঙ্গার ধারে রাস্তা ভেঙে। গিয়েছিল। আর সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছিল, আমি নাকি ডায়মন্ড হারবার নষ্ট করে ফেলেছি। ২৪ ঘন্টায় সেই রাস্তা ঠিক করেছি।

আমি ২৩ থেকে ৩০ তারিখ শেষ সাতদিন কোথাও যাব না। আমি ডায়মন্ড হারবার আর দক্ষিণ ২৪ পরগণায় থাকব। যে বুথে ডাকবেন সেই বুথে যাব। আমি ভোটের দিন বুথে যাই না। আপনারা জান্নে। আমি ডায়মন্ড আসতে পারি। কিন্তু আমি ভোটের দিন বুথে আসি না। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মহম্মদ সেলিম, অধীর চৌধুরী সারা বছর আমার বাপ বাপান্ত করেন। আমার বিরুদ্ধে এসে ভোটে দাঁড়ান না কেন? এখানে টাকা দিয়ে ঘর ভাঙতে এসেছিল। প্রাক্তন বিধায়ক দীপক হালদারকে নিয়ে গেলেন। সে এখন প্রাক্তন হয়ে গেছে। আর যারা বাপ বাপান্ত করেন, তারা এসে লড়ুক না। আমি তো বারণ করিনি। মেঘের আড়াল থেকে কথা বলছ কেন? আমি ১০ বছর ধরে এখ ানের সাংসদ। মোদী ১০ বছর ধরে প্রধানমন্ত্রী। এখানে কী কাজ করেছেন, তার হিসাব নিয়ে আসুন। আমি ৭০ হাজার থেকে ব্যবধান বাড়িয়ে ৩ লাখ করেছি। আমি শুধু চাই চার লাখ ব্যবধানে জয়। প্রধানমন্ত্রী এখানে এসে ১০০ সভা করুন। আমার চার লক্ষ ব্যবধান

আপনি, সিবিআই আটকাতে পারবে না। আমার কাছে ব্রহ্মাস্ত্র আছে। ব্রহ্মাস্ত্র আমার মানুষ। ডায়মন্ড হারবারে আমি আছি বলে কিছু করতে। পারেনি। আর আমি খালি মুখ্যমন্ত্রীকে ধরি এটা চাই, ওটা চাই বলে। আর উনি মানা করেন না। লোক নেই। বুথে এজেন্ট বসানোর লোক নেই। আমি শুনলাম এজেন্ট বসাতে ১০ হাজার টাকা দেবে বলছে। একটা প্রার্থী করতে এক মাস লেগেছে। তাহলে ভাবুন ২০০০ বুথে এজেন্ট বসাতে কতদিন লাগবে।

Scroll to Top