হাইলাইট
।।কলকাতায় রমরমিয়ে গণেশ পুজো, বাঙালির লাড্ডু টেক্কা দিচ্ছে মোদককে।।শাবক, সঙ্গী খুনিদের প্রতিশোধ নিতেই আক্রমণ নেকড়েদের।।নন্দনকানন থেকে আনা মাউস ডিয়ার দত্তক বনমন্ত্রীর।।কেন্দ্র ব্যর্থ, রাজ্য চালাবে আরএসএস।।আর জি কর-এ বিনা চিকিৎসায় প্রাণ হারালেন তরুণ।।অপরাজিতা বিলে সই করলেন না রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে পাঠালেন।।দেড় কোটি টাকার মূর্তির জন্য ১৩৫ কোটি টাকার বরাত।।কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজে পাক জঙ্গিদের হিন্দু ছদ্মনাম ব্যবহারে আপত্তি, নেটফ্লিক্সকে সেন্সর করার সঠিক সিদ্ধান্ত ভারত সরকারের।।অপরাজিতা বিলে ধর্ষণের শাস্তি ফাঁসি, বিরোধীরা বিলে একমত, সর্বসম্মতিক্রমে পাশ।।কামদুনি নিয়ে শুভেন্দুর প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী, আমরা সর্বোচ্চ করেছি, কোর্ট তো আপনাদের হাতে, দেখে নেবেন।।মোদি সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের, দেশে প্রতি ১৫ মিনিটে ধর্ষণ, ৫০ দিনে হোক বিচার।।৫০০০ গণেশ মূর্তি, ৪৫০০ দুর্গা প্রতিমা, গতবারের তুলনায় দুর্গার চাহিদা ১০% বেশি।।আবারও গো মাংসের গুজবে হরিয়ানায় স্কুল পড়ুয়াকে খুন।।মা ফ্লাইভারে ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত, গুরুতর ৬।।গীতাপাঠের নাম করে মৌলবাদের ব্লুপ্রিন্ট
৩৬৫ দিন Exclusive
Avinash

কলকাতায় রমরমিয়ে গণেশ পুজো, বাঙালির লাড্ডু টেক্কা দিচ্ছে মোদককে

৩৬৫ দিন।গণেশ পুজো নিয়ে মুম্বাইকে টেক্কা দিচ্ছে কলকাতা।যতদিন যাচ্ছে কলকাতায় গণেশ পূজার সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। আগে আমরা জানতাম মুম্বাইতে গনেশ পুজো সবচেয়ে বড় উৎসব।শুধু

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

শাবক, সঙ্গী খুনিদের প্রতিশোধ নিতেই আক্রমণ নেকড়েদের

ব্রিটিশ নেকড়ে বিশেষজ্ঞ ডক্টর এলিসের তত্ত্ব সঠিক ৩৬৫ দিন। সন্ধ্যে নামলেই নেকড়ের আতঙ্কে কাঁপছে নেপাল সীমান্তবর্তী উত্তরপ্রদেশের বাহারাইচ জেলা। পাহাড়, জঙ্গল, নদী ঘেরা এই জেলায়

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

নন্দনকানন থেকে আনা মাউস ডিয়ার দত্তক বনমন্ত্রীর

৩৬৫দিন। বনমন্ত্রী বীরবাহা হাঁসদার আলিপুর চিড়িয়াখানায় আসা নতুন সদস্য মাউস ডিয়ার দত্তক নিলেন।আলিপুর চিড়িয়াখানায় গত কয়েকদিন আগেই উড়িষ্যার নন্দনকানন থেকে আনা হয়েছে মোট নয়টি প্রাণী।

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

কেন্দ্র ব্যর্থ, রাজ্য চালাবে আরএসএস

দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে সংঘ প্রধান ভাগবত ৩৬৫ দিন। লোকসভা নির্বাচন চলে গেলেও উত্তর-পূর্ব ভারতের মনিপুরে পরিস্থিতি এখনো সম্পূর্ণভাবে হাতের বাইরে। মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসন

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

আর জি কর-এ বিনা চিকিৎসায় প্রাণ হারালেন তরুণ

৩ ঘন্টা ধরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ৩৬৫ দিন। আর জি কর হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের থেকে চিকিৎসা না পেয়ে তিন ঘন্টা রক্তক্ষরণের ফলে মৃত্যু

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

অপরাজিতা বিলে সই করলেন না রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে পাঠালেন

৩৬৫ দিন। নিজে বিলে সই না করে অপরাজিতা বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ কাছে পাঠালেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রসঙ্গত, চলতি সপ্তাহে ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

শুভেন্দুদা না থাকলে সন্দেশখালিতে এতবড় অপারেশন করা যেত না, তৃণমূলকে ফাঁসাতে ৭২ মহিলাকে ২০০০ টাকা করে দিয়ে

সন্দেশখালি স্টিং অপারেশন ২, ভাজপা মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল আরও বিস্ফোরক

৩৬৫ দিন। শুভেন্দুদা না থাকলে সন্দেশখালীর এই এত বড় অপারেশন করা সম্ভব ছিল না। শুভেন্দু দার নির্দেশে সন্দেশখালীর ৭২ মহিলাকে এককালীন ২০০০ টাকা করে নগদ দিয়েছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য। এমন বিস্ফোরক স্বীকারোক্তি উঠে এলো তৃণমূলের প্রকাশ করা সন্দেশখালীর দ্বিতীয় টিম অপারেশনের ভিডিওতে সন্দেশখালি ১ নম্বর ভাজপা মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্যে। নতুন যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে খবর ৩৬৫ দিন তার সত্যতা যাচাই না করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চতুর্থ দফার ভোট গ্রহণের আগে বাংলায় আসার দিনেই এই ভিডিও প্রকাশ্যে আসতে তীব্র চাপে বাংলার ভাজপা নেতৃত্ব।

সন্দেশখালি প্রথম স্টিং অপারেশনের ভিডিওতে ভাজপা মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্যে যেভাবে বাজপা নেতা শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্রের পরিকল্পনা ফাঁস হয়েছিল নতুন ভিডিওতে আরও একভাবে এগিয়ে তিনি ফাঁস করেছেন সন্দেশখালীর কোন ৭২ মহিলাকে এককালীন ২০০০ টাকা করে ভাজপা দিয়েছিল তৃণমূল নেতাদের ফাঁসানোর জন্য। এই ভিডিওতে রয়েছে আন্দোলনকারীদের টাকা বিলি নিয়ে ভিডিওয় কথোপকথন। নাম ও মোবাইল নম্বরের তালিকা তৈরি নিয়েও ভিডিওয় কথোপকথন শোনা গেছে। ৭২ জন মহিলাকে এক দফায় ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে ভাইরাল ভিডিওয় দাবি করা হয়েছে। নতুন এই ভিডিওতে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। খবর ৩৬৫ দিন এই ভিডিওর সত্যতা যাচাই না করলেও ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা এই ভিডিওর কিছু বক্তব্য তুলে ধরা হলো।

প্রশ্ন আজকে শুভেন্দুদা টাকা পাঠানো মোবাইল পাঠানো, সব সাপোর্ট দিচ্ছে

গঙ্গাধর সত্যিই খালি হাতে হবে না এ সব। আমরা নয় দীর্ঘ দিন করে আসছি। আমরা মেনে নিতে পারব। কিন্তু সবাই তা করতে পারবে না।

প্রশ্ন আপনারা তো হাতে গুনে ১০ জন।

গঙ্গাধর হ্যাঁ ১০ জন, ১০ জন। ১০ জনের বেশি পাওয়া যাবে না সন্দেশখালিতে। এক টাকা ছাড়া তারা কথা বলবে না। আমি তো নিজে বুঝতে পারছি। যতই পুরনো কার্যকর্তা হোক। জেলার নেতাদের দেখতে পাচ্ছেন? তাদের দেখতে পাবেন না।

প্রশ্ন ওরা দেখছে, কয়াল উঠে যাচ্ছে। তা হলে আমরা কেন পিছনে পড়ে থাকব? শুনুন চেয়ারে বসতে গেলে মাঠে খাটতে হবে।

গঙ্গাধর হ্যাঁ, চেয়ারে বসতে গেলে মাঠে খাটতে হবে। ওদের ঈর্ষা হচ্ছে কারণ আমি সংগঠনকে দাঁড় করাচ্ছি।

প্রশ্ন তবে আপনার কাজ নিয়ে কিন্তু দাদা খুব খুশিখগঙ্গাধর (হাসি)

প্রশ্ন এ বার আমাকে কতগুলি হিসাব দিন। যে সব মহিলা আন্দোলন করেছেন, তাঁদের আগে সাপোর্ট করা দরকার। কারণ তাঁরা জ্বলেছেখ এঁদেরকে সামলে রাখতে হবে। এঁদের মধ্যে কত জন এখনও পর্যন্ত টাকা পেয়েছেন? কত হবে সংখ্যাটা?

  • গঙ্গাধর ৭২ জন টাকা পেয়েছেন।
  • প্রশ্ন এক বার পেয়েছেন না দু'বার?
  • গঙ্গাধর এক বারই পেয়েছে।
  • প্রশ্ন মোবাইল পেয়েছে কেউ?
  • গঙ্গাধর না মোবাইল পায়নি।
  • প্রশ্ন ৭২ জনকে ২ হাজার করে দেওয়া হয়েছে?

গঙ্গাধর হ্যাঁ, ২ হাজার। শান্তনু বলেছিল, লিকুইড ক্যাশ ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু এনভেলপের ভিতরে কী ছিল বলেনি।

প্রশ্নকর্তা পাঁচ হাজার টাকা করে ও মহিলাদের দিয়েছিল। দু'জনেই জেলিয়াখানি, বেড়মজুর ১ ও ২-তে দিয়েছিল।

প্রশ্নকর্তা আপনার মিনিমাম কত হলে চলতে পারে? আপনার কত লাগবে?

গঙ্গাধর এক লাখ হলে চলে যাবে।

প্রশ্নকর্তা এই খরচাগুলো পার্টিই দেবে। ধরুন এখানে ১০টা বাইক লাগবে।

গঙ্গাধর তাদের তেল ভরে দিতে হবে। টিফিন থেকে শুরু করে অন্যান্য খরচ। অনেক কিছু দিতে লাগে তো। মদের খরচও আছে।

প্রশ্নকর্তা লুকিয়ে-চুরিয়ে বলার কোনও কারণ নেই। গঙ্গাধর এ বার ধরুন কোরাকাটিতে বৈঠক আছে। সেখানে আমাদের নিরাপত্তার ব্যাপার আছে। আমিই মূল লোক। আমার কিছু হয়ে গেলে নির্বাচন শেষ। ১০টা ছেলে আমাকে এসে নিয়ে যাবে। তাদের তেল না দিলে আসবে?

প্রশ্নকর্তা সব জোগান দিতে হবে।

গঙ্গাধর কারও হয়তো মোবাইলে পয়সা ভরে দিতে হবে। এগুলোও দিতেই হবে। দিয়েছি তো আমি।

প্রশ্নকর্তা আগের দিন আপনার সঙ্গে কথা হল যে বিষয়ে। মোটামুটি ৫০ জন মহিলাকে।

গঙ্গাধর মোটামুটি ৫০ জন মহিলাকে সাপোর্ট দিতে পারলে আমাদের আন্দোলন আরও দাঁড়িয়ে যাবে এবং সংগঠন আরও মজবুত হবে। আমি একটা তালিকা তৈরি করে আপনাদের হোয়াট্ সঅ্যাপ করে দেব।

প্রশ্নকর্তা না না, হোয়াট্ সঅ্যাপ নয়। কোথা থেকে কী ভাবে নজরদারি চালানো হচ্ছে, কেউ জানেন না। এর থেকে আমাদের হাতে লিখে নিলাম। আপনারও ঝামেলা থাকল না, আমাদেরও থাকল না। হোয়াট্ সঅ্যাপে পাঠালে প্রমাণ থেকে যাবে। ভোট পর্যন্ত আপনার মোট কতটা পরিমাণ মদ লাগবে? মহিলাদের এবং পুরুষদের জন্য আলাদা করে বলুন?

গঙ্গাধর আদিবাসী এলাকায় বেশি লাগে। তফসিলি এলাকায় একটু কম। তিনটে অঞ্চলে প্রায় ৫০টি বুথ রয়েছে। সন্দেশখালিতে ১০টি বুথ রয়েছে। সেখানে বেশি মদ লাগবে। এখানে তফসিলি উপজাতি বেশি। মুসলিমরা সংখ্যায় ৩০০ জনের মতো।

প্রশ্নকর্তা আপনাদের এখানে গিরি রয়েছে? গিরি?

গঙ্গাধর হ্যাঁ। গিরিটাই উল্টোপাল্টা করেছে কিছু।

প্রশ্নকর্তা জানেন কত টাকা পাঠিয়েছে ওর কাছে?

প্রশ্নকর্তা জানেন কত টাকা পাঠিয়েছে ওর কাছে শুভেন্দুদা? নয়ছয় করেছে।

গঙ্গাধর হ্যাঁ, নয়ছয় করে দিয়েছে (একটু হেসে)। আমি চাইছি আমাকে একটু সরাসরি কাজে লাগাক। আমার কাছে দিতে হবে না, কিন্তু

প্রশ্নকর্তা সব হবে। আপনি চিন্তা করবেন না। আপনার যেটা দরকার সেটাও হবে, বাকিগুলোও হবে।

গঙ্গাধর দেখে দেবেন।

প্রশ্নকর্তা দাদা গিরির কাছে অনেক কিছু পাঠিয়েছে।

গঙ্গাধর কিন্তু ওর কাছে একটা পরিষেবা রয়েছে।

প্রশ্নকর্তা অনেক কিছু। ফোন মনে হয় প্রায় ১৪টা।

গঙ্গাধর যেখানে আমি ফোন পেয়েছি। বুঝতে পারছেন। শান্তনু ফোন পেয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম।

প্রশ্নকর্তা শান্তনু দু'টো চেয়েছে।

গঙ্গাধর ও দু'টো পেয়েছে। শান্তনু বলেছে ও ভাল ছেলে এবং আমার সঙ্গে একদম সুন্দর কোঅপারেশন।

প্রশ্নকর্তা দু'টো নয় চারটে। চারটে ফোন, দু'টো পাওয়ার ব্যাঙ্ক।

গঙ্গাধর আর দশটার মধ্যে আমি একটা ব্যবহার করবো। আপনাকে বলেই দিচ্ছি।

গঙ্গাধর না, আমি বলে কয়ে নেব। আমি কী পরিষেবা পেয়েছি আপনি ভাবুন। যেখানে আমার আন্দোলন, যেটা ভারতবর্ষে প্রথমে মোদী সাহেব ইস্যু করে শুরু করছে সন্দেশখালি, ফিনিশিং সন্দেশখালি।

প্রশ্নকর্তা একদম।

গঙ্গাধর আর সেই জায়গা থেকে আমি করুণ অবস্থার মধ্যে রয়েছি।

প্রশ্নকর্তা আর এটা হচ্ছে দ্বিতীয় নন্দীগ্রাম।

গঙ্গাধর দ্বিতীয় নন্দীগ্রামের থেকে বড় আন্দোলন। যেটা ভারতবর্ষের বুকে সেরা আন্দোলন |

Scroll to Top