তৃণমূলের বিস্ফোরক অভিযোগ
৩৬৫ দিন। কী অদ্ভুত সমাপতন! বিজেপি বাংলায় এলেই যত দুর্নীতিগ্রস্ত রয়েছে সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করে দেবো। বাংলায় লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এসে এমন হুঙ্কার ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখ । করে হাতে পদ্ম ফুল তুলে দিলেন দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খাঁ।
গতকাল বাংলায় লোকসভা নির্বাচনের প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তৃণমূলের আমলে বাংলায় বালি-কয়লা-গরু পাচার। তৃণমূল মানেই দুর্নীতি-মাফিয়ারাজ। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে উল্টো ঝুলিয়ে সোজা করে দেব। আর এই বক্তব্য রাখার কয়েক মিনিটের মধ্যেই অমিত শাহের হাতে হাত রেখে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দাঁড়িয়ে গেলেন। এলাকার কুখ্যাত কয়লা মাফিয়া! এটাই বিজেপির আসল চরিত্র বলে এই ছবি প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ করেছে তৃণমূল।
কী ঘটেছে
গতকাল বীরভূমে প্রচার দেরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়ার সমর্থনে এসেছিলেন রানীগঞ্জে রোড শো তে অংশ নিতে। রোড শো শেষ করার পর অন্ডাল বিমানবন্দর থেকে ফের অমিত শাহ উড়ে যান দিল্লির উদ্দেশ্যে। অন্ডাল – বিমানবন্দরে অমিত শাহর সাথে দেখা করার যে তালিকা এবং যারা যারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেখা করেছেন তাদের ছবি প্রকাশ্যে আসে। সেখানেই অমিত শাহর সঙ্গে দেখা করেন দক্ষিণবঙ্গের কয়লা মাফিয়া জয়দেব খাঁ।
গতকাল অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া ভাজপার একটি চিঠি তৃণমূলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এ পোস্ট করা হয়েছে।
সেই চিঠিতে একটি তালিকা ছিল, যাতে নাম ছিল জয়দেব খাঁ-র। অমিত শাহ বিমান ধরার আগে বিমানবন্দরে কারা হাজির থাকবেন সেই তালিকা ভাজপার তরফে দেওয়া হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষকে। ১৬ জনের সেই তালিকায় একটি তালিকা নিয়েই তুঙ্গে বিতর্ক।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, আপনারা বক্তারনগরে যান। জয়দেব = খাঁ একজন কুখ্যাত কয়লা মাফিয়া। জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে কয়লার কারবারকে কন্ট্রোল করে এই জয়দেব খাঁ। অমিত সাহস – সঙ্গে তার ছবি প্রমাণ করে কয়লা মাফিয়া দের সাথে বিজেপির গভীর আঁতাতের কথাকে। বক্তারনগরে যত ভেস্টেড ল্যান্ড আছে সেখান থেকে কয়লা তুলে পাচার করা ছিল জয়দেব খ াঁর কাজ। ইডি, সিবিআই কেন তার বিরুদ্ধে চুপ? মানুষ এবার উত্তর খুঁজবে।
সকালে তৃণমূল রাজ্য কমিটির সদস্য তথা আসানসোল পুরনিগমের কাউন্সিলর অশোক রুদ্র অভিযোগ করেন, – তৃণমূলের বিরুদ্ধে বার বার কয়লা-বালি-লোহা মাফিয়াদের – সঙ্গে কারবার করার অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজও সেই অভিযোগ প্রমাণ করতে পারেনি। অন্য দিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অন্ডাল এয়ারপোর্টে বিদায় জানানোর জন্য বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা কমিটির যে লিস্ট তৈরি করা হয়েছে, তাতে নাম রয়েছে জয়দেব খাঁর। কয়লা মাফিয়া হিসাবে জয়দেবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সিবিআই-র কাছেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। সেই জয়দেব বিজেপিতে কী করছেন আর বিজেপির সঙ্গে তাঁর যোগই বা কীসের জন্য? যদিও জয়দেব জানিয়েছেন, স্থানীয় ভাজপা নেতা হিসাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানাতে অন্ডাল এয়ারপোর্টে গিয়েছিলেন তিনি।