হাইলাইট
।।কলকাতায় মাছের বাজারে ভিড়।।।উফ কী গরম ! Part-195।।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চুরির অপবাদে ছাত্রকে শারীরিক ও মানসিক নিগ্রহ।।কয়েক মাসের মধ্যেই বাইপাস থেকে নিউটাউনের ফ্লাইওভারের কাজ শুরু হবে।।অশান্তি কমতেই বাংলাদেশের পেট্রাপোল দিয়ে মাছ রপ্তানি শুরু।।শান্তিনগর কাণ্ডে ঈগল ট্যাটু দেখেই রহস্যভেদের চেষ্টা পুলিশের।।উফ কী গরম ! Part-194।।উফ কী গরম ! Part-193।।সংসদে জাস্টিস গাঙ্গুলীর গালাগাল ‘স্টুপিড’, বিরোধীদের প্রবল প্রতিবাদ।।জীবিত অবস্থায় মহিলাকে বস্তাবন্দী করে ফেলা হল খালে।।বঙ্গভঙ্গের চক্রান্তে সুকান্ত, প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিলেন উত্তরবঙ্গ ভেঙে উত্তর পূর্বে।।প্যারিসের মিউজিয়মে স্বর্ণমুদ্রায় শাহরুখ।।পলিটিক্যালি বায়াসড, বৈষম্যের বাজেট।।বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন নৌকায় কলকাতা পাড়ি।।রানাঘাটে চমক ১২৫ ফুটের দুর্গা প্রতিমা
৩৬৫ দিন Exclusive
Avinash

কলকাতায় মাছের বাজারে ভিড়।

৩৬৫ দিন।বাংলাদেশে অশান্তির আবহাওয়া কমতেই বৃহস্পতিবার থেকে ফের অনেকটাই স্বাভাবিক হলো দুই দেশের মধ্যে মাছের ব্যবসা ।মাছ আমদানি রফতানি করি ব্যবসায়ী ও পেট্রাপোলের শুল্ক দফতর

Read More »
বিবি
Avinash

উফ কী গরম ! Part-195

উফ কী গরম ! HOT BIKINI মারতা জিউনতি ৩৬৫ দিন। অভিনেত্রী বা মডেল তাঁর পরিচিতি।কিন্তু মানুষ হিসেবে অনেকের থেকেই এগিয়ে মারতা জিউনতি।দীর্ঘ কয়েকবছর এই রুপোলি

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চুরির অপবাদে ছাত্রকে শারীরিক ও মানসিক নিগ্রহ

৩৬৫দিন। এক ছাত্রের মৃত্যুর পরও যাদবপুরের হোস্টেলে জারি রয়েছে গুন্ডারাজ! রাজ্যের বিভিন্ন জায়গায় যখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণপিটুনির মতো ঘটনা ঘটানো হচ্ছে তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নতুন করে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

কয়েক মাসের মধ্যেই বাইপাস থেকে নিউটাউনের ফ্লাইওভারের কাজ শুরু হবে

৩৬৫ দিন।প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার।ই এম বাইপাস থেকে নিউ টাউন পর্যন্ত ফ্লাইওভারের কাজ শুরু হতে মাত্র কয়েক মাস।জানা যাচ্ছে,চলতি বছরের শেষেই শুরু হবে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

অশান্তি কমতেই বাংলাদেশের পেট্রাপোল দিয়ে মাছ রপ্তানি শুরু

পেট্রাপোল-বেনাপোল সীমান্তে ঢুকছে মাছের ট্রাক। ৩৬৫ দিন।বাংলাদেশে অশান্তির আবহাওয়া কমতেই বৃহস্পতিবার থেকে ফের অনেকটাই স্বাভাবিক হলো দুই দেশের মধ্যে মাছের ব্যবসা ।মাছ আমদানি রফতানি করি

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

শান্তিনগর কাণ্ডে ঈগল ট্যাটু দেখেই রহস্যভেদের চেষ্টা পুলিশের

৩৬৫ দিন। মহিলার দুই হাতে থাকা ট্যাটুর সূত্র ধরে তদন্তে রিজেন্ট পার্ক থানার পুলিশ। রিজেন্ট পার্ক থানার শান্তিনগর খাল থেকে বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনা ঘিরে

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

দেবের হেলিকপটারে ধোঁয়া, অল্পে রক্ষা, জরুরি অবতরণ

মালদা থেকে মুর্শিদাবাদ যাওয়ার আকাশপথে

 

৩৬৫দিন। দেবের হেলিকপ্টার ধোঁয়া। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ঘাটালের তৃণমূলের প্রার্থী। শুক্রবার লোকসভা নির্বাচনের প্রচারে মালদার রতুয়ায় যান দেব। সেখানে রোড শো করেন। রতুয়া থেকে মুর্শিদাবাদের রানিনগরে যাওয়ার জন্য রতুয়া স্টেডিয়াম থেকে দেবের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা ছিল। সেইমতো হেলিকপ্টারে চড়েন দেব। কিন্তু উড়ানের পাঁচ মিনিটের মধ্যেই ঘটে বিপত্তি। হেলিকপ্টারের মধ্যে ধোঁয়া দেখা দেয়। কোনওরকম ঝুঁকি না নিয়ে মালদা বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। বিমানবন্দরে ওই হেলিকপ্টার সারাইয়ের কাজ করা হয়। তারইমধ্যে গাড়িতে চেপে রানিনগরের উদ্দেশে রওনা দেন দেব। পরে দেব বলেন, মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্পের জন্য বেঁচে গিয়েছে। এটা বলব যে মৃত্যুকে কাছ থেকে দেখলাম। ঠিক আছে। এখন ভালো আছি। ঠাকুর সঙ্গে আছেন। মানুষ সঙ্গে আছে। এই বিষয়টা আমার কোনও অভিযোগ নেই। একটা সময় মনে হয়েছিল যে থ্যাঙ্ক ইউ সো মাচ বলার সময় এসে গিয়েছে। পাইলটরা নিজেদের সেরাটা উজাড় করে দেন। সেরা পাইলটরা ছিলেন। সবাই এখ ন ভালো আছেন। সুস্থ আছেন। বাবা-মা’র আশীর্বাদ, বাংলার মানুষের আশীর্বাদে বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গিয়েছি। পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে গাড়িতে করে যাচ্ছি। যেটা ৩০ মিনিট লাগত, সেটা চার ঘণ্টা লাগবে। কিন্তু দল কথা দিয়েছে। আমায় রাখতেই হবে। এই ঘটনার খবর মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। ফোন করেন ঘাটালের তৃণমূল প্রার্থীকে। বর্ধমানের রায়নার জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, প্রথমে যখন উঠেছিল তখন হেলিকপ্টার থেকে ধোয়া ধোয়া গন্ধ বেরোচ্ছিল। কিন্তু আকাশে উড়ে গিয়ে দেখে প্রায় আগুন লেগে যেতে গিয়ে বেঁচে যায়। ইমারজেন্সি ল্যান্ডিং করে দেবের হেলিকপ্টার। আমি তাই নিয়ে খুব চিন্তায় ছিলাম। ওর সঙ্গে আমি কথাও বলেছি ফোনে। বিজেপির আমলে কাউকে ভালো থাকতে দেবেনা, নিজেদের ভালো থাকতে হবে।

Scroll to Top