হাইলাইট
।।বিজেপির একটা বুথে মদ খাওয়ার খরচ ৫০০০ টাকা।।৬ মাসের মধ্যে শুরু হবে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ।।পুরুলিয়ায় মোদির মঞ্চে ভারত সেবাশ্রমের সাধু।।১ মের বদলে ১ এপ্রিল থেকে ডিএ দেওয়ার সিদ্ধান্ত।।পিএমএলএ আইনে ইডির যাকে খুশি গ্রেফতার নয়, কোর্টে তথ্যপ্রমাণ পেশ করে অনুমতি নিতে হবে।।সংবাদ মাধ্যম ভুল বোঝাচ্ছে, জোটে ছিলাম, আছি, ইন্ডিয়া জোট দিয়েই সরকার গড়ব।।ওরা রবীন্দ্রনাথের ছবি উল্টো ধরে, ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওরা বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি জানে ।।মোদি নয়, এবার দিদি ‘ইন্ডিয়া’ জোটকে দিল্লিতে ক্ষমতায় নিয়ে আসবে, গতকাল পর্যন্ত আমাদের হিসেব ওরা ১৯৫, ইন্ডিয়া জোট ৩১৫।।মরিয়া রেখার মিশন তৃণমূল পেটাও।।লড়াই চলছে, ওরা পারলে আমাকে মেরে ফেলতেও পারে।।শুভেন্দুদা না থাকলে সন্দেশখালিতে এতবড় অপারেশন করা যেত না, তৃণমূলকে ফাঁসাতে ৭২ মহিলাকে ২০০০ টাকা করে দিয়ে।।রাজ্যপালের আরও কেলেঙ্কারি আছে পাশে বসাও পাপ, অনেক প্রমাণ আছে, রাজ্যপাল পদত্যাগ করুন আমি আর রাজভবনে যাব না।।স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিচ্ছেন বিরোধীদের উল্টো করে ঝুলিয়ে রাখব, শাহ’র সঙ্গে একমঞ্চে কয়লা মাফিয়া জয়দেব।।কেজরির জামিন মঞ্জুর ।।সন্দেশখালি বোঝাল, পাপ তার বাপকেও ছাড়ে না মিথ্যা ধর্ষণ ফাঁস করল বিজেপির লোকেরাই, বুথ পিছু ৫ মহিলার বঙ্গজননী বাহিনী এবার প্রতি ঘরে যাবে

বিজেপির একটা বুথে মদ খাওয়ার খরচ ৫০০০ টাকা

কুলতলিতে অভিষেকের বোমা ৩৬৫ দিন। আমি শুধু চার লক্ষ ব্যবধান চাই। দেশের মধ্যে যেন এক নম্বর হয়। মোদীজীকে বলব এখানে বিজেপির পতাকা ধরার কেউ নেই।

Read More »

৬ মাসের মধ্যে শুরু হবে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ

দেবকে পাশে নিয়ে অভিষেকের ঘোষণা ৩৬৫ দিন। ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে তখন মাত্র কয়েক কিলোমিটার দূরে পুরুলিয়ায় জনসভা করছেন নরেন্দ্র মোদি। আর ঝাড়গ্রামের জনসভায়

Read More »

পুরুলিয়ায় মোদির মঞ্চে ভারত সেবাশ্রমের সাধু

মমতার বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ প্রমাণিত ৩৬৫ দিন। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। ঝাড়গ্রামের জনসভা থেকে মমতা রীতিমতো আক্ষেপের সঙ্গে

Read More »

১ মের বদলে ১ এপ্রিল থেকে ডিএ দেওয়ার সিদ্ধান্ত

এগরায় মমতা ৩৬৫ দিন। মে মাসের ১ তারিখ থেকে সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এবার মে মাসের পরিবর্তে

Read More »

পিএমএলএ আইনে ইডির যাকে খুশি গ্রেফতার নয়, কোর্টে তথ্যপ্রমাণ পেশ করে অনুমতি নিতে হবে

ইডির যথেচ্ছাচারে রাশ, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ৩৬৫ দিন। নয়াদিল্লি। পিএমএলএ আইনে অভিযুক্ত দেখি য়ে যেকোনো রাজনৈতিক নেতাকে অথবা রাজনৈতিক নেতাদের গণিত ব্যবসায়ীদের নিজের ইচ্ছে

Read More »

সংবাদ মাধ্যম ভুল বোঝাচ্ছে, জোটে ছিলাম, আছি, ইন্ডিয়া জোট দিয়েই সরকার গড়ব

ইন্ডিয়া জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা ৩৬৫ দিন। ‘বাংলায় নয়, সর্বভারতীয় স্তরে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছি, জোটে ছিলাম, আছি এবং ওই জোট

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ

26000 শিক্ষকের চাকরি ছাটাই মামলা উঠল সুপ্রিম কোর্টে

৩৬৫ দিন। নয়াদিল্লি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যেভাবে একতরফা রায় দিয়ে ২৬০০০ চাকরি ছাঁটাই করেছে, তার বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। প্রথম দিনের শুনানিতে চাকরি ছাটাই অথবা বেতন ফেরত এর যে রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দিয়েছিল তার উপরে কোন রায় না দিলেও অতিরিক্ত পদ তৈরীর অভিযোগে বিচারপতি দেবাংশু বসাক যেভাবে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন আজ মামলার শুনানি শুরু হওয়ার পরেই সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। পাশাপাশি কেন মাত্র কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি করে চাকরিতে নিযুক্ত হওয়ার অভিযোগ ওঠা সত্ত্বেও ২৬০০০ ছেলে মেয়ের চাকরি বাতিল করলেন বিচারপতি দেবাংশু বসাক সেই মামলায় অভিযোগকারী সমস্ত পক্ষের কাছ থেকে নোটিশ তলব করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ বিচারপতি দেবাংশু বসাক নতুন করে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে সেই তদন্ত শুরুর অনুমতি দিল না সুপ্রিমকোর্ট। 

২৬০০০ চাকরিহারার বিরুদ্ধে একজোট বাম রাম

একদিকে যখন ভোট প্রক্রিয়া চলছে এবং সেই ভোট প্রক্রিয়ায় সক্রিয়ভাবে ভোট কর্মী হিসেবে কাজ করছেন প্রায় সাড়ে সতের হাজার চাকরিহারা তাদের চাকরি যাতে এই মুহূর্তে ছাঁটাই না করা হয়। সেই আবেদন জানান রাজ্য সরকারের আইনজীবীরা। অবিলম্বে জরুরী ভিত্তিতে বিচারপতি দেবাংশ বসাকের দেওয়া রায়ের উপরে স্থগিতাদেশের জন্য আবেদন করে রাজ্য সরকার এবং এসএসসি কর্তৃপক্ষ। কিন্তু রাজ্য সরকারের এই আবেদনের বিরুদ্ধে এক সুরে সুপ্রিম কোর্টে জোরদার সওয়াল করেন সিপিএমের রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ভাজপাশাসিত কেন্দ্রীয় সরকারের আইনজীবীরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জোরদার বিরোধিতা করে বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক যে রায় দিয়েছেন তার উপরে যেন কোন স্থগিতাদেশ না দেওয়া হয়।

সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

গত ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট ২০১৬ সালে এসএসসির সম্পূর্ণ নিয়োগে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ প্যানেল বাতিলের নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের এই রায়ে প্রায় ২৬০০০ জন চাকরিহারা হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর এজলাসে শুনানি শুরু হয়।

ভ্যাকেন্সি ছাড়া বাড়তি পোস্ট তৈরি করার অভিযোগে রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে যে সমস্ত মন্ত্রীরা উপস্থিত ছিলেন প্রয়োজনের সিবিআই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে এবং তাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারে বলে নজিরবিহীন একতরফা রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। সেই সুপার নিউমেরারিতে সিবিআই তদন্ত নিয়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের বিশেষ বেঞ্চ বলেছিল, এই পোস্ট তৈরির ক্ষেত্রে যে সমস্ত ক্যাবিনেট সদস্য রয়েছেন চাইলে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই মুহূর্তে সিবিআইয়ের এমন কোন তদন্ত প্রয়োজন নেই বলে স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতি।

যোগ্য অযোগ্য বাছাই করবে এসএসসি

কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ যেভাবে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে কোনরকম পার্থক্য খোঁজার চেষ্টা না করেই শর্টকাট রায় দিয়ে প্রায় ২৬ হাজার চাকরি ছাটাই এর নির্দেশ দিয়েছে তার বিরুদ্ধে এসএসসি এবং রাজ্য সরকারের দায়ের করা মামলায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। চন্দ্রচূড় বলেন কতজন যোগ্য এবং কতজন অযোগ্য তা খুঁজে বের করার কি কোন পথ রয়েছে? প্রধান বিচারপতির প্রশ্নের উত্তরে এসএসসির আইনজীবী মুকুল রোহাতগি জানান, খুব সহজেই তথ্য সহ পার্থক্য করা যাবে কারা যোগ্য এবং কারা অযোগ্য। আমরা বলতে পারি কারা আযোগ্য, কারা যোগ্য। সিবিআই সেটা করতে পারে না।

এসএসসি সূত্রে জানা গিয়েছে, কমিশন প্রত্যেক যোগ্য ব্যক্তির ওএমআর ও অন্যান্য মাপকাঠি খতিয়ে দেখতে প্রস্তুত। তাই তারা যোগ্য ও অযোগ্য আলাদা করার কথা বলেছে। অর্থাৎ, সিবিআইয়ের বাজেয়াপ্ত করা ওএমআর শিটের উপর ভরসা করে, সেগুলি পুনর্মূল্যায়ন করা হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এর সঙ্গে মাধ্যমিকের নম্বর, উচ্চ মাধ্যমিকের নম্বর, ইন্টারভিউয়ের নম্বর মিলিয়ে কমিশন একটি তালিকা দিতে প্রস্তুত। যে তালিকায় কমিশন জানাতে চাইছে, তাদের আপাত দৃষ্টিতে ওই তালিকাভুক্তরা যোগ্য।

দ্বিচারিতা করছে সিপিএম

সুপ্রিম কোর্টে আজ প্রথম দফার শুনানির পরে সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূলের দলীয় মুখপাত্র কুনাল ঘোষ বলেন, – এসএসসি মামলা। সুপ্রিম কোর্টে সিবিআই তদন্ত আপাতত স্থগিত। পরবর্তী শুনানি সোমবার। এখানে দ্বিচারিতা করছেন বিরোধী দল, – বাম আইনজীবীরা। মুখে বলছেন যোগ্যদের চাকরি হোক। আদালতে গিয়ে গোটা প্যানেল বাতিল চাইছেন। তৃণমূল ভুল সংশোধন করে যোগ্যদের চাকরির পক্ষে। বিরোধীরা সব আটকে

রাজনীতি করতে চায়। প্রসঙ্গত, এর আগেও এসএসসির মামলা শুনানির জন্য সুপ্রিম – কোর্টে এসেছিল। সেসময় একসঙ্গে ২১টি মামলা শুনেছিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ। গত বছর নভেম্বর মাসে তাঁরা নির্দেশ দিয়েছিলেন, দু’মাসের – মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে। এবং ছ’ মাসের মধ্যে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ মামলার নিষ্পত্তি করবে। এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে শুরু হয় এসএসি মামলার শুনানি।

Scroll to Top