হাইলাইট
।।ভারতরত্ন চাই না, বাংলার মমতারত্ন পেলেই গর্বিত।।হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ কারও চাকরি যাচ্ছে না।।১০ লক্ষ চাকরি রেডি, বিজেপি-সিপিএম কোর্টে গিয়ে আটকে দিচ্ছে।।পুতিন, ইউক্রেন ওর দিকে তাকিয়েমোদীজি তৃতীয় বিশ্বয়ুদ্ধ থামালেন।।প্রশ্ন, মিথ্যা অভিযোগ হলে তদন্তে বাধা কেন?।।সন্দেশখালিতে ঘৃণ্য বিজেপি ২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বেচে দিয়েছে।।পিসি ভাইপো নয়, হিম্মত থাকলে আমার, অভিষেকের নামে বিজ্ঞাপন করুক বিজেপি।।গঙ্গাধরের ভিডিও বক্তব্য, ২০০০ টাকা পেয়ে রেখা নিজেকে ‘ধর্ষিতা’ বলে।।টাকা নিয়ে নারী পুরুষসহ যারা মিথ্যা ধর্ষণ সাজিয়েছে গ্রেফতার করা হোক।।বাংলার বিরুদ্ধে কুৎসার ন্যারেটিভ।।পূর্ণাঙ্গ কথোপকথন যা ভিডিওতে আছে।।বিজেপির সন্দেশখালি নাটক ফাঁস হয়ে গেছে, আজ কলসি ফুটো।।দেবের হেলিকপটারে ধোঁয়া, অল্পে রক্ষা, জরুরি অবতরণ।।সন্দেশখালি নিয়ে বলার আগে রাজভবনের কর্মীর খোঁজ নিন।।নিউ ইন্ডিয়া হল ভাজপার লুঠভোট দেওয়ার আগে সঠিক সিদ্ধান্ত নিন, হয়তো এবারই দেশের শেষ ভোট

ভারতরত্ন চাই না, বাংলার মমতারত্ন পেলেই গর্বিত

শত্রুঘ্নর বক্তব্য, বাংলার রয়েল বেঙ্গল টাইগার আমার নাম ভারতরত্নের জন্য ভেবেছেন, এতেই কৃতজ্ঞ ইন্দ্রনীল সাহা। আসানসোল। ৩৬৫দিন। তার কোন পরিচয়ের প্রয়োজন পড়ে না। গোটা দেশের

Read More »

হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ কারও চাকরি যাচ্ছে না

দেশের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ৮০০০ অযোগ্যের জন্য ২৬০০০ চাকরি বাতিল হতে পারে না     ৩৬৫ দিন। নয়াদিল্লি। এসএসসি নিয়োেগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি

Read More »

১০ লক্ষ চাকরি রেডি, বিজেপি-সিপিএম কোর্টে গিয়ে আটকে দিচ্ছে

৩৬৫ দিন। প্রথমে শান্তিরাম মাহাতোর সমর্থনে পুরুলিয়ায় জনসভা, দ্বিতীয়ত বিষ্ণুপুরে সুজাতা মন্ডল খাঁয়ের সমর্থনে জনসভা এবং পরিশেষে বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদের হয়ে মঙ্গলবার বেলা চিনি

Read More »

পুতিন, ইউক্রেন ওর দিকে তাকিয়েমোদীজি তৃতীয় বিশ্বয়ুদ্ধ থামালেন

ভাজপার টকিং ডল কঙ্গনার বোমা   ৩৬৫ দিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামালো কে? মোদি ভাই আবার কে! ফের ফাউল প্লে ভাজপার ‘টকিং ডল’ কঙ্গনার। এবার

Read More »

প্রশ্ন, মিথ্যা অভিযোগ হলে তদন্তে বাধা কেন?

রাজভবনে শ্লীলতাহানি, তদন্তে নিষেধাজ্ঞা পদ্মপালের   ৩৬৫ দিন। সিবিআই বা অন্য কোনো তদন্তকারীসংখ্যা ডাকলে না গেলে তাকে অপরাধী বলে দাগাতে চেষ্টা চেষ্টা করে ভাজপা। কিন্তু

Read More »

সন্দেশখালিতে ঘৃণ্য বিজেপি ২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বেচে দিয়েছে

কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর হয়ে অভিষেকের জনসভা। কৃষ্ণনগরে মহুয়ার সমর্থনে জনসভায় অভিষেকের গর্জন   ৩৬৫ দিন। মহিলাদের ২০০০ টাকা করে দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে।

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

বাংলায় এসেও মোদির 400 পার পগারপার

প্রথম দফার পর থেকেই আস্তে আস্তে ৪০০ পারের স্লোগান ভ্যানিশ

৩৬৫ দিন। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে লোকসভার শেষ অধিবেশনে শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নজিরবিহীন ভাবে লোকসভার অধিবেশন কক্ষেই স্লোগান তুলেছিলেন আব কি বার ৪০০ পার। রীতিমতো পাটিগণিতের অংকের মত হিসেব কষে বলে দিয়েছিলেন এবারের নির্বাচনে ভাজপা নাকি একাই পাবে ৩৭০ আসনের বেশি আর এনডিএ জোট পাবে সামগ্রিকভাবে ৪০০ আসনের বেশি। স্বাধীন ভারতের ইতিহাসে ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে কংগ্রেস ছাড়া এমন নজির আর কোন দলের নেই।

কিন্তু মোদি কোথা থেকে ৪০০ আসনে জিতবেন এই প্রশ্ন উঠতে শুরু করেছিল তারপর থেকেই। উত্তর পূর্ব ভারতের অধিকাংশ রাজ্য যেখানে ভাজপা প্রার্থী দিতে পারেনি অথবা দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্য যেখানে ভাজপা খাতা খুলতে পারবে কিনা সন্দেহ রয়ে গিয়েছে তারপরেও ৪০০ আসনের স্বপ্ন দেখিয়ে মোদী দলের নেতাদের চাঙ্গা করার চেষ্টা চালালেও স্বপ্নভঙ্গ হয়ে যায় উনিশে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণের দিনেই। বাংলায় এসে মুখে কুলুপ মোদির প্রথম দফার ভোট গ্রহণের পরে আজ বাংলায় তৃতীয় দফার ভোটগ্রহণের শুরুর কিছুক্ষণের মধ্যেই মালদহে নির্বাচনী জনসভা করলেও মোদির মুখে একবারের জন্যও শোনা গেল না আব কি বার ৪০০ পার স্লোগান। আগডুম বাগডুম বিভিন্ন বক্তব্য রাখলেও যে ঔদ্ধত্যের সঙ্গে সংসদে দাঁড়িয়ে ৪০০ আসনের বেশি লোকসভা কেন্দ্রে জয়ের হুংকার দিয়েছিলেন মোদি সেই হুংকার স্তিমিত হয়ে মোদির গলায় উঠে এলো পুনর্জন্মের থিওরি।

কেন পিছু হটলেন মোদি

প্রথম”ফোর ভোট গ্রহণ করবে বাংলার যে তিন আসনে ভোট গ্রহণ হয়েছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তার প্রত্যেকটিতেই জিতেছিল ভাজপা। কিন্তু এবারে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির মতো নিশ্চিত আসন গুলিতেও জয় আসছে না বলে মোদির কাছে রিপোর্ট দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলি। অন্যদিকে উত্তরপ্রদেশের যে আসন গুলিতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি তার প্রত্যেকটিতেই শোচনীয় পরিস্থিতির শিকার হয়ে অধিকাংশ ক্ষেত্রে বুথে দলের এজেন্ট বসাতে পারেনি ভারতীয় জনতা পার্টি। অশনি সংকেত উত্তর-পূর্ব ভারত ভারতের লোকসভায় ৫৪৩ লোকসভা কেন্দ্রের মধ্যে ৪০০ আসনের বেশি জয় পেতে গেলে শুধুমাত্র গরুকে মা বলে পূজো করা গোবলয়ের গোটাচার এক রাজ্যে অধিকাংশ আসনে জয় পাওয়া যে যথেষ্ট নয় তা নরেন্দ্র মোদী নিজেও খুব ভালোভাবে জানেন। তার জন্য প্রয়োজন দাক্ষিণাত্য বিজয় এবং উত্তর-পূর্ব ভারতে একচেটিয়া জয়। কিন্তু উত্তর-পূর্ব ভারতে মনিপুর নাগাল্যান্ড সহ অধিকাংশ জায়গাতেই কোন প্রার্থী দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি।

সুপার ফ্লপ রাম মন্দির ইস্যু

লোকসভা নির্বাচনের ঠিক আগে রাম মন্দির উদ্বোধন এবং রামলালার মূর্তি প্রতিষ্ঠা করে গোটা দেশ জুড়ে উগ্র হিন্দুত্বের উন্মাদনা জাগিয়ে তুলবেন বলে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু সেই পরিকল্পনা মাঠে মারা গিয়েছে গোটা দেশের মানুষ এমনকি কর্তার ভাঁজ বা সমর্থকেরও উগ্র হিন্দুত্বের ইসুকে ছুড়ে ফেলে দেওয়ায়। তাই প্রথম দফার ভোট গ্রহণের পর থেকে কোন নির্বাচনী প্রচারে মোদির মুখে শোনা যায়নি রাম মন্দির প্রতিষ্ঠার কৃতিত্বের কথা।

Scroll to Top