হাইলাইট
।।১ মের বদলে ১ এপ্রিল থেকে ডিএ দেওয়ার সিদ্ধান্ত।।পিএমএলএ আইনে ইডির যাকে খুশি গ্রেফতার নয়, কোর্টে তথ্যপ্রমাণ পেশ করে অনুমতি নিতে হবে।।সংবাদ মাধ্যম ভুল বোঝাচ্ছে, জোটে ছিলাম, আছি, ইন্ডিয়া জোট দিয়েই সরকার গড়ব।।ওরা রবীন্দ্রনাথের ছবি উল্টো ধরে, ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওরা বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি জানে ।।মোদি নয়, এবার দিদি ‘ইন্ডিয়া’ জোটকে দিল্লিতে ক্ষমতায় নিয়ে আসবে, গতকাল পর্যন্ত আমাদের হিসেব ওরা ১৯৫, ইন্ডিয়া জোট ৩১৫।।মরিয়া রেখার মিশন তৃণমূল পেটাও।।লড়াই চলছে, ওরা পারলে আমাকে মেরে ফেলতেও পারে।।শুভেন্দুদা না থাকলে সন্দেশখালিতে এতবড় অপারেশন করা যেত না, তৃণমূলকে ফাঁসাতে ৭২ মহিলাকে ২০০০ টাকা করে দিয়ে।।রাজ্যপালের আরও কেলেঙ্কারি আছে পাশে বসাও পাপ, অনেক প্রমাণ আছে, রাজ্যপাল পদত্যাগ করুন আমি আর রাজভবনে যাব না।।স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিচ্ছেন বিরোধীদের উল্টো করে ঝুলিয়ে রাখব, শাহ’র সঙ্গে একমঞ্চে কয়লা মাফিয়া জয়দেব।।কেজরির জামিন মঞ্জুর ।।সন্দেশখালি বোঝাল, পাপ তার বাপকেও ছাড়ে না মিথ্যা ধর্ষণ ফাঁস করল বিজেপির লোকেরাই, বুথ পিছু ৫ মহিলার বঙ্গজননী বাহিনী এবার প্রতি ঘরে যাবে।।চমকাইতলা, আরামবাগে সিপিএম খুন করে সুড়ঙ্গ খুঁড়ে ডেডবডি পাচার করত।।ভারতরত্ন চাই না, বাংলার মমতারত্ন পেলেই গর্বিত।।হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ কারও চাকরি যাচ্ছে না

১ মের বদলে ১ এপ্রিল থেকে ডিএ দেওয়ার সিদ্ধান্ত

এগরায় মমতা ৩৬৫ দিন। মে মাসের ১ তারিখ থেকে সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এবার মে মাসের পরিবর্তে

Read More »

পিএমএলএ আইনে ইডির যাকে খুশি গ্রেফতার নয়, কোর্টে তথ্যপ্রমাণ পেশ করে অনুমতি নিতে হবে

ইডির যথেচ্ছাচারে রাশ, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ৩৬৫ দিন। নয়াদিল্লি। পিএমএলএ আইনে অভিযুক্ত দেখি য়ে যেকোনো রাজনৈতিক নেতাকে অথবা রাজনৈতিক নেতাদের গণিত ব্যবসায়ীদের নিজের ইচ্ছে

Read More »

সংবাদ মাধ্যম ভুল বোঝাচ্ছে, জোটে ছিলাম, আছি, ইন্ডিয়া জোট দিয়েই সরকার গড়ব

ইন্ডিয়া জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা ৩৬৫ দিন। ‘বাংলায় নয়, সর্বভারতীয় স্তরে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছি, জোটে ছিলাম, আছি এবং ওই জোট

Read More »

ওরা রবীন্দ্রনাথের ছবি উল্টো ধরে, ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওরা বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি জানে 

বাঙালির অপমানে গর্জে উঠলেন মমতা ৩৬৫ দিন। সন্দেশখালিতে বিজেপি যেভাবে চক্রান্ত করে বাংলার বিরুদ্ধে কুৎসা করেছে তা ‘নরেন্দ্র মোদির জঘন্য অপরাধ’ বলে বার্তা দিলেন বাংলার

Read More »

মোদি নয়, এবার দিদি ‘ইন্ডিয়া’ জোটকে দিল্লিতে ক্ষমতায় নিয়ে আসবে, গতকাল পর্যন্ত আমাদের হিসেব ওরা ১৯৫, ইন্ডিয়া জোট ৩১৫

বনগাঁয় মমতার গর্জন ৩৬৫ দিন। এবার আর মোদির সরকার দিল্লিতে ক্ষমতায় আসছে না। গতকালের হিসেব অনুযায়ী ১৯০ থেকে ১৯৫টি আসন তারা পাবে। ৩১৫ টির বেশি

Read More »

মরিয়া রেখার মিশন তৃণমূল পেটাও

সন্দেশখালিতে ৫০০০ টাকার ভুয়ো ‘ধর্ষিতা’ বাহিনীর কেচ্ছা ফাঁস হতেই ৩৬৫ দিন। সন্দেশখালি। প্রথমে ২০০০ টাকা মাথাপিছু দিয়ে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে সর্বভারতীয় স্তরের

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

বাংলার বিরুদ্ধে কুৎসার ন্যারেটিভ

ভাজপারভোটের বিজ্ঞাপন কমিশনের নিয়ম চুলোয় যাক

 

৩৬৫ দিন। সনাতন বিরোধী তৃণমূল। এমন বক্তব্য সহকারে বাংলার বেশ কয়েকটি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা জুড়ে আজ বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় জনতা পার্টি। যেখানে রীতিমতো ৯ দফা অভিযোগ করে ভাজপা প্রমাণ করার চেষ্টা করেছে তারা কতখানি বাংলা এবং বাঙালি প্রেমী এবং সর্বোপরি তারা নাকি সনাতন হিন্দুত্ব ধর্মের ধারক এবং বাহক। একনজরে যদি দেখে নেওয়া যাক ১। গত ১৩ বছরে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের এই বাংলায় বারবার

সম্মানহানি হয়েছে সনাতন ধর্মের।

আমাদের উত্তর

ভাজপা কাগজে বিজ্ঞাপন দিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দের অপমানের যে প্রসঙ্গ তুলে ধরেছে বা দাবি করেছে তা সর্বৈব মিথ্যে। ২০১১ সালের মে মাসে বাংলার ক্ষমতায় আসার পর সেই ভাবে বিবেকানন্দকে নিয়ে সাংস্কৃতিক গবেষণা এবং চর্চা কেন্দ্র না থাকায় ২০১৩ সালের সেপ্টেম্বরে রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে আলোচনার ভিত্তিতে রাজারহাট নিউটাউনের ৫ একর জমি তুলে দেন রামকৃষ্ণ মিশনের হাতে। যেখানে গড়ে উঠেছে বিশ্বের বৃহত্তম স্বামী বিবেকানন্দের জীবন দর্শন এবং ইতিহাস গবেষণা কেন্দ্র বিবেক তীর্থ।

২। ভোট রাজনীতির কারণে এই বাংলায় পিছিয়ে যায় মা দুর্গার বিসর্জন। আমাদের উত্তর মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রথমে কলকাতার দুর্গাপুজো গুলোকে নিয়ে এবং গত কয়েক বছর ধরে বাংলার সেরা দুর্গাপূজা গুলোকে নিয়ে প্রতিমা গুলিকে নিয়ে শুরু করেছেন এক অভূতপূর্ব দুর্গাপূজা কার্নিভাল। বিশ্বের প্রথম ১০ সেরা উৎসবের মধ্যে নাম লিখিয়ে ফেলেছে কলকাতার দুর্গাপূজা কার্নিভাল। ইউনেস্কো পর্যন্ত এগিয়ে এসেছে আন্তর্জাতিক সাংস্কৃতিক হেরিটেজ স্বীকৃতি দিতে কলকাতার দুর্গা পূজাকে।

৩। বাগদেবীর আরাধনাতেও দেওয়া হয় বাধা।
আমাদের উত্তর সাম্প্রতিকতম অর্থাৎ গত বছরের হিসেব পরিসংখ্যান অনুযায়ী সরস্বতী পুজোয় বাংলার স্কুল কলেজ বাড়ি ক্লাব মিলিয়ে পুজো

হয়েছিল প্রায় ১৯ লক্ষ সরস্বতী প্রতিমার।

৪। এ রাজ্যে রাম মন্দিরকে বলা হয় অপবিত্র এবং জয় শ্রীরাম ধ্বনিকে গালাগালি তকমা দেওয়া হয়।

৫। শ্রী রামের মূর্তিকে শো-পিসের সঙ্গে তুলনা করার মত ঘটনার সাক্ষী থাকে এই বঙ্গভূমি।

৬। রামনবমীর মিছিলে হামলা এ রাজ্যে সামান্য ঘটনা।

৪, ৫ এবং ৬ নম্বর বক্তব্যের উত্তর প্রথমত বাংলায় রাম মন্দিরকে অপবিত্র অথবা জয় শ্রীরাম ধোনিকে গালাগালি তকমা দেওয়ার যে অভিযোগ ভারতীয় জনতা পার্টি করেছে তা সর্বৈব মিথ্যা। বাংলায় সঙ্গে সর্ব ধর্ম সমন্বয় পদযাত্রা করেছেন মমতা নিজে।

দ্বিতীয়তঃ রামচন্দ্রের মূর্তিকে শোপিস বলা অথবা জয় শ্রীরাম ধোনিকে গালাগালি বলার নজির আজ পর্যন্ত মমতা অথবা তৃণমূলের পক্ষ থেকে কোনদিনও করা হয়নি। তবে হ্যাঁ যারা নিজেদেরকে চরম নাস্তিক বলে দাবি করে সেই সমস্ত কমিউনিস্টরা অথবা প্রগতিশীল সমাজবাদী যারা তারা কোনদিন রামচন্দ্রকে ভগবানের আসনে বসাতে প্রস্তুত নন।

৭। চৈতন্য মহাপ্রভুর ভূমিতে শ্রী রামচন্দ্র বহিরাগত বা বিপিএল এর তকমা পান।

আমাদের উত্তর নবদ্বীপ এবং মায়াপুরকে কেন্দ্র করে মমতা বিশাল জমি সরকারি উদ্যোগে ইসকনের হাতে তুলে দিয়েছেন বিশ্বের বৃহত্তম বিষ্ণু মন্দির তৈরির জন্য। যেখানে চর্চা হবে হিন্দু ধর্মের। যেখানে চর্চা হবে বৈষ্ণব শাস্ত্রের।

৮। অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রায়িত প্রচলিত ভারত মাতার পুজোরও সমালোচনা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার যে ছবি এঁকেছিলেন তা প্রকাশিত হওয়ার পর থেকেই বরাবর থেকেছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিগত প্রায় এক শতাব্দীর বেশি সময় ধরে অবনীন্দ্রনাথের চিত্রায়িত ভারত মাতার মূর্তি ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছে বারে বারে। আজ পর্যন্ত মমতা এই প্রসঙ্গে কোন মন্তব্য করেন নি।

৯। সরস্বতীর মন্ত্র থেকে চণ্ডীপাঠ অবলীলায় মন্ত্রের ভুল উচ্চারণ করে চলেন মুখ্যমন্ত্রী।

উচ্চারণ নিয়ে তা ঠিক না ভুল, এই প্রশ্ন তোলা রীতিমতো বাতুলতা নরেন্দ্র মোদী অথবা অমিত শাহের মত ভাজপা নেতাদের পক্ষে। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন সামনেই। একুশের বিধানসভা নির্বাচনের সময় হঠাৎ করে রাতারাতি বাঙালি সাজতে গিয়ে আর কবিগুরু রবীন্দ্রনাথের আদর্শে নিজেকে অনুপ্রাণিত দেখাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন ক্ষ্মখোল গাঁড় খোলক্ষ্ম। যেখানে বলার কথা ছিল খোল দ্বার খোল… তারা নাকি এসেছেন মমতা চণ্ডীপাঠ বা সরস্বতী বন্দনার মন্ত্র ভুল উচ্চারণ করেন কিনা তার ভুল শুধরে দিতে!

যে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মতো ভোটারদের লোক দেখাতে গিয়ে হঠাৎ করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে দাবি করেছিলেন বিভূতিভূষণ বহুত বড়া কন্ট্রাক্টর থে!

যে দলের অন্যতম শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে খাস কলকাতা শহরের রাজপথে তার মিছিল থেকে উন্মত্ত ভাজপা নেতা ও সমর্থকরা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল বাঙালির সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। এই দলের নেতারা যত উচ্চারণ সাহিত্য ও সংস্কৃতি শিল্প এইসব বিষয় কম কথাবার্তা বলেন তত ভালো। তা তো ভালো সমাজের পক্ষে। ততটাই মঙ্গল নক্ষত্র মন্ডলীর অথবা হিন্দু ধর্মে উল্লেখিত ৩৩ কোটি দেবতার। তবে সব থেকে মঙ্গল ভারতীয় জনতা পার্টির নিজের।
না হলে কবে আবার মোদির মতো খোল দ্বার খোল বলতে গিয়ে আরো কি কি খুলে যাবে তার ঠিক নেই …

Scroll to Top