হাইলাইট
।।সংগঠনে বিশ্বাসী নারায়ণের দাবি,মোদির ফাঁকা ভাষণ নয়, দিদির রেশনকে বাছবে মানুষ।।বাংলায় এসেও মোদির 400 পার পগারপার।।মানুষখেকো বাঘ দেখেছেন, শুনেছেন চাকরিখেকো বিজেপি, সিপিএম দেখেছেন?।।ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ দেবতনু।।হাইকোর্টের রায়ে রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প।।২৬০০০ শিক্ষককে পথে বসিয়েছেন এবার দেবাংশু আপনাকে পথে বসাবে।।বামরাম মানিকজোড় ২ কলঙ্কিত ভিলেন।।ভাজপা প্রার্থী রাজুর ভুয়ো টেন্ডারে ১২ কোটি টাকার দুর্নীতি ফাঁস।।১৯-এর ভুল শুধরাবে বনগাঁ ২ লক্ষ ভোটে শান্তনু হারবে।।বিজেপিকে ভোট না দিলে গুলি চালানোর কথা বলছে বিএসএফ।।আদালত বিজেপির মহাতীর্থ ক্ষেত্রে পরিণত।।২৬০০০ শিক্ষক ছাঁটাই রাজ্য সুপ্রিম কোর্টে।।।।সিনেমা, ক্রিকেটের 2 সুপারস্টারের মনোনয়ন মহরত।।বাংলা শক্তিভূমি, মাছ ছাড়া তারাপীঠে দেবীর ভোগ হয় না | প্রধানমন্ত্রী জানেন কি স্যার?।।কয়েকজন অযোগ্যের জন্য 26000 চাকরি গেল কেন?

সংগঠনে বিশ্বাসী নারায়ণের দাবি,মোদির ফাঁকা ভাষণ নয়, দিদির রেশনকে বাছবে মানুষ

বনগাঁয় ভাজপার কফিনে শেষ পেরেক পুঁতবে ক্যা   সায়ন্তী অধিকারী। অশোকনগর, বনগাঁ। ৩৬৫ দিন। মোদির ভাষণ আর বাংলায় দিদি রেশন। তৃণমূল-কংগ্রেসের এটাই এখন চাবিকাঠি লোকসভা

Read More »

বাংলায় এসেও মোদির 400 পার পগারপার

প্রথম দফার পর থেকেই আস্তে আস্তে ৪০০ পারের স্লোগান ভ্যানিশ   ৩৬৫ দিন। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে লোকসভার শেষ অধিবেশনে শেষ দিনে বক্তব্য রাখতে

Read More »

ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ দেবতনু

বীরভূম লোকসভার পরিবর্তিত বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ ৩৬৫দিন। আশঙ্কাই সত্যি হলো। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ দলের প্রার্থী

Read More »

হাইকোর্টের রায়ে রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প

বিস্ফোরক অভিষেক, এতদিন ম্যাচ ফিক্সিং শুনেছি এখন কোর্ট ফিক্সিং হচ্ছে   ৩৬৫ দিন। এতদিন আমরা ম্যাচ ফিক্সিং, বেটিংয়ের কথা শুনেছি। এখন অর্ডার ফিক্সিং, কোর্ট ফিক্সিং

Read More »

২৬০০০ শিক্ষককে পথে বসিয়েছেন এবার দেবাংশু আপনাকে পথে বসাবে

মমতার তীব্র আক্রমণ আপনি বিচারব্যবস্থার কলঙ্ক   মেদিনীপুরে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার করে মমতা তমলুকে এলেন প্রচার করতে। যেভাবে ২৬০০০ শিক্ষক-শিক্ষিকাদের চাকরি কেড়ে নেওয়া হল এই

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

Sarovar Hotel in Rajarhat : পুজোর আগেই রাজারহাটে নতুন পাঁচতারা হোটেল জৈন গ্রুপের

৩৬৫ দিন। এয়ারপোর্ট থেকে নেমে বেশিক্ষন নয়।একেবারেই কাছেই পড়বে এই হোটেল।ছুটিতে কিংবা কাজের জন্যই আসুন।থাকার জায়গার জন্য কম্প্রোমাইজ করতে চান না।তাঁদের জন্যই একেবারে ব্র্যান্ড নিউ প্রজেক্ট জৈন গ্রুপ।

সারোভার হোটেল এবং রিসোর্ট এর সঙ্গেই রাজারহাটে তৈরি হচ্ছে এই হোটেল।বৃহস্পতিবার শহরের পার্ক হোটেলে জৈন গ্রুপ এবং সারোভারের মধ্যে মৌউ স্বাক্ষর হয়। সেখানেই তাঁদের আগামী পরিকল্পনা সম্পর্কেও জানানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন গ্রুপের ভাইস চেয়ারম্যান শ্রেয়ানস জৈন,সারোভার হোটেলের এমডি অজয় কে বাকায়া।

পুজোর আগেই এই হোটেল তৈরি হয়ে যাবে বলেই জানান জৈন গ্রুপের ভাইস চেয়ারম্যান শ্রেয়ানস জৈন। তিনি জানান, সব প্রায় তৈরি।শেষ মুহূর্তের কাজ চলছে।জুলাইয়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্ঠা চলছে। আশা করি,হয়ে যাবে।তিনি আরও জানান, হোটেল ব্যবসায় আমরা নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।হলিডে ইন এর পর এটা আমাদের দ্বিতীয় প্রজেক্ট হোটেল সেক্টরে।

এদিকে, মৌউ স্বাক্ষরের পর সারোভার হোটেলের এমডি অজয় কে বাকায়া জানান,জৈন গ্রুপের সঙ্গে এই পার্টনারশিপ খুব ভালো হবে।এই প্রজেক্টের ফলে কলকাতাতে আমাদের ব্র্যান্ডও ছড়িয়ে পড়বে।জানা গিয়েছে,আপাতত ১৩৫ রুম নিয়ে রয়েছে এই হোটেলে।চারটি ক্যাটাগরি রয়েছে। সুইটস,প্রিমিয়াম,ডিলাক্স এবং স্ট্যান্ডার্ড।স্বাভাবিকভাবেই এই ৪টির ভাড়াও আলাদা আলাদা।

তবে ২০৩০ সালের মধ্যে এই হোটেলে ১০০০টি রুম তৈরি করা হবে বলেই জানিয়েছে জৈন কতৃপক্ষ।তাছাড়া এই প্রজেক্টে খরচ হয়েছে ৫০০ কোটি টাকা।প্রসঙ্গত,করোনায় ধাক্কা খেয়েছিল আবাসন, লপর্যটনের মতো বিভিন্ন ক্ষেত্র। তবে পরে চাকা ঘুরেছে এই দুই ক্ষেত্রেই।সেই বাজারকে পাখির চোখ করেই আগামী দিনে রাজ্যে লগ্নি বাড়ানোর পরিকল্পনা করেছে কলকাতার জৈন গোষ্ঠী।সেই লক্ষেই একের পর এক ড্রিম প্রজেক্ট নিয়ে আসছে তাঁরা।

জৈন কতৃপক্ষর তরফে জানা গিয়েছে,কলকাতার পাশাপাশি দ্বিতীয় সারির শহর এবং শহরতলিতেও আবাসনে গতি এসেছে।করোনার পর থেকে শুধুমাত্র বাসস্থানের প্রয়োজনীয়তাকেই আর ক্রেতারা ফ্ল্যাট কেনার মাপকাঠি হিসেবে দেখছেন না। সেখানে আরও কিছু সুবিধা, প্রাকৃতিক ভারসাম্য কতটা বজায় থাকছে— এ সবও কেনাকাটার আগে খতিয়ে দেখছেন তাঁরা। ফলে এমন প্রকল্প গড়ার দিকেই বাড়তি নজর দিচ্ছে জৈন গোষ্ঠী।আবাসনের পাশাপাশি হোটেল ব্যবসাতেও পুঁজি ঢালছে।তার ফল স্বরূপ শহরে তৈরি হচ্ছে নতুন হোটেল।

কোচবিহারের বিতর্কিত প্রাক্তন SP দেবাশীষ ধরের প্রথম বিধ্বংসী সাক্ষাৎকার, জাস্টিস গাঙ্গুলীর মতোই পুলিশের পদে থেকে ভাজপার সঙ্গে ডিল “আমার কাছে পুলিশের উর্দি আর গেরুয়া উত্তরীয় একই”

বিস্তারিত পড়ুন...
Scroll to Top