তপন বকসি • মুম্বাই
রবিবার ভোর পাঁচটায় মুম্বাইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে সলমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি মোটর বাইক চড়ে এসে অতর্কিতে শূণ্যে চার রাউন্ড গুলি চালিয়ে চলে যান। বান্দ্রা থানার স্থানীয় পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের অফিসারেরা আজ সকালে সলমান খানের বাড়ির সামনে এই গুলি চালানোর ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছেন। ক্রাইম ব্রাঞ্চ ও স্থানীয় পুলিশদের সঙ্গে ফরেনসিক সায়েন্স বিশেষজ্ঞরাও সকাল সাড়ে সাতটার পর সলমান খানের বাড়ির সামনে এসে পৌঁছেছেন। ভোর পাঁচটায় বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির শূণ্যে গুলি চালানোর ঘটনা যখন ঘটেছে সেই সময় সলমান খানের পরিবারের সবাই ঘুমোচ্ছিলেন। স্থানীয় পুলিশদের কাছ থেকে ফোন পেয়ে তারা এই ঘটনাটি পরে জানতে পারেন।
গত বছরের মার্চ এবং নভেম্বর মাসে সলমান খান তার অফিসিয়াল ইমেইলে দু দুবার পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার শাকরেদ গোল্ডি ব্রার পক্ষ থেকে দু দুটি হুমকি দেওয়া মেইল পেয়েছিলেন। ১৯৯৮ সালে যোধপুরে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনার পর থেকে যোধপুরের বিষ্ণোই সম্প্রদায়ের পক্ষ থেকে গত দু তিন বছরে সলমান খান এবং তার পরিবারের সদস্যেরা বিভিন্ন সময়ে ওই গ্যাংস্টার গোষ্ঠীর পক্ষ থেকে হুমকি মেইল পেয়েছেন। ২০২২ সালের জুন মাসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একজন শার্প শুটার হকিস্টিক ডিজাইনের একটি স্টিকের ভেতর ছোট বোরিং আগ্নেয়াস্ত্র নিয়ে বান্দ্রায় সলমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আর কয়েকদিন আগেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কয়েকজন এসে সলমান খানের ডেইলি রুটিন সম্পর্কে রেইকি করে গিয়েছিল। সেই খোঁজখবর নেওয়ার সময় তারা জানতে পারে সলমান খান সাধারণত যখন সাইক্লিং করতে বেরন, সেই সময় সঙ্গে কোনও ব্যক্তিগত সিকিউরিটি রাখেন না। ২০২২ সালের জুন মাসের প্রথম সপ্তাহে লরেন্স বিষ্ণোই জ্ঞানের শার্প শুটাররা তাদের অপারেশন সফল করতে যাওয়ার আগেই টহল দিতে আসা পুলিশ অফিসারদের গাড়ি দেখে তখনকার মতো তাদের পরিকল্পনা বাতিল করে। এ তথ্যগুলি মুম্বাই পুলিশ আবিষ্কার করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য সিদ্ধেশ হীরামন কাম্বলে ওরফে মহাকালকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে।