৩৬৫ দিন। গোটা দেশে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লাভ হয়ে যাওয়ার পরে গত 26 মার্চ এন আই এর পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক ধনরাম সিং এর ফ্ল্যাটে গিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি দেখা করেছিলেন কিনা তা স্পষ্ট করুন। এভাবেই সরাসরি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে উদ্দেশ্য করে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো প্রেস কনফারেন্স করে তথ্য প্রমাণ প্রকাশ্যে এনে অভিযোগ করা হয় গত ২৬ মার্চ নিউ টাউনে জাতীয় তদন্তকারী সংস্থা এন আই এর এসপি ধনরাম সিং এর ফ্ল্যাটে গিয়ে একটি সাধারণের প্যাকেট দিয়ে এসেছেন ভাজপা নেতা জিতেন্দ্র তিওয়ারি। তার পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে বিস্ফোরক অভিযোগ করে বলা হয় ভাজপা নেতার সঙ্গে এন আই এর এসপির এই গোপন বৈঠকের পরেই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে দু বছরের পুরনো মামলার তদন্তে তড়িঘড়ি ছুটে গিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অথবা এন আই এর পক্ষ থেকে স্পষ্ট কোনো জবাব না দেওয়া হলেও আজ এনআইএ লিখিত বিবৃতি জারি করে দাবি করে ভূপতিনগরে তৃণমূলের নেতাদের গ্রেপ্তারের পেছনে কোন রাজনৈতিক বিষয় জড়িত নেই।
তবে এন আই এ লিখিত বিবৃতিতে তাদের পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের সঙ্গে ভাজপা নেতা বাড়ির গোপন বৈঠকের বিষয়ে উল্লেখ না করায় তাদেরকে উদ্দেশ্য করেই অভিষেক সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পাশাপাশি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে লিখেছেন, আমাদের কাছে সুস্পষ্ট তথ্য রয়েছে ঠিক কখন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি আপনাদের এসপি পদমর্যাদার আধিকারিক ধনরাম সিং এর ফ্ল্যাটে একটি পারসেল নিয়ে গিয়েছিলেন এবং খালি হাতে বেরিয়ে এসেছিলেন ৫২ মিনিট বৈঠকের পরে।
অভিযোগ অস্বীকার করে মামলার হুমকি জিতেনের
তৃণমূলের পক্ষ থেকে ভাগ বা নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ আধিকারিকের গোপন বৈঠকের যে সমস্ত তথ্য প্রমাণ পাস করা হয়েছে তার প্রেক্ষিতে এবারে জিতেন্দ্র তিওয়ারি সেই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করলেন। তৃণমূলের প্রেস কনফারেন্সের পরেই জিতেন্দ্র তিওয়ারি দাবি করেন, অভিযোগ ওঁরা করতেই পারেন। কিন্তু আমি শুনেছি, আমার বিরুদ্ধে বেশ কিছু মানহানিকর মন্তব্য করেছেন ওঁরা। অভিযোগটা কী? ফ্ল্যাটে ঢুকেছি, সেটা অভিযোগ নাকি এনআইএ-এর সঙ্গে বৈঠক করছি, সেটা অভিযোগ। সাদা খাম দেখাক। প্রমাণ করার দায়িত্ব ওঁর ওপর বর্তায়। আমি ওঁদের সাত দিন সময় দিচ্ছি। সাত দিনের মধ্যে আমাকে নিয়ে আপত্তিজনক যে সমস্ত কথা বলেছেন, তা ওঁরা প্রত্যাহার করুন। তা না হলে আইনি নোটিস পাঠিয়ে তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করব। আদালতে প্রমাণ হবে, কোনটা সত্য।
পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
জিতেন্দ্র তিওয়ারির আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারির কথা শোনার পরেই অভিষেক পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন আমি শুনেছি জিতেন্দ্র তিওয়ারি নাকি বলেছে আমাদের আইনি নোটিশ পাঠাবে। আমিও অপেক্ষায় আছি জিতেন্দ্র তিবাড়ির আইনি নোটিশ পাওয়ার। নোটিশ পেলেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনব
পাশাপাশি এনআইয়ের সঙ্গে ভাজপা নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠক প্রসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের নীরবতা নিয়েও অভিষেক বলেন, নির্বাচনী আদর্শ আচরণবিধি বহাল থাকার মধ্যেও এনআইএ-র সঙ্গে যোগসাজশ করে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছে বঙ্গ বিজেপি। এসব সত্ত্বেও চুপ করে রয়েছে নির্বাচন কমিশন।