তপন বকসি • মুম্বাই
বলিউডে এই মুহূর্তে জোর গুঞ্জন ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল এবং অভিনেত্রী লারিসা বনেসির প্রেমে হাবুডুবু খাচ্ছেন তার থেকে আট বছরের ছোট শাহরুখ পুত্র আরিয়ান খান। বলিউডে লারিসা প্রথম একটি আইটেম সংয়ে অংশ নেন ‘দেশি বয়েজ’ ছবিতে। নিজের স্টাইলের জন্য লারিসা সবসময় কবরে শিরোনামে থেকেছেন। দেশি বয়েজ ছবিতে ‘সুভা হোনে নাডা’ গানটিতে ডান্সার হিসেবে প্রথম কাজ করেন লারিসা। তার আগে ২০১৬ সালে অ্যাকশন কমেডি তেলুগু ছবি ‘থিক্কা’ -তে সাই ধরম তেজের বিপরীতে প্রধান নারী চরিত্রের কাজের মধ্যে দিয়ে প্রথম ভারতীয় ছবিতে তার পর্দা উপস্থিতি তৈরি করেন অল্প কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে লারিসা এবং আরিয়ানকে এক সঙ্গে দেখা যায়। এরপর থেকেই বলিউডে আরিয়ান ও লারিসার নতুন সম্পর্কের রসায়নের কথা ছড়িয়ে পড়ে। লারিসার এবারের জন্মদিনে লারিসাকে বিশেষ গিফট পাঠান আরিয়ান। ব্রাজিলের একটি অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে লারিসা। লারিসা মা রেনাটা বনেসি কখনো কখনো মুম্বাইয়ে মেয়ে লারিসার সঙ্গে এসে থেকেও যান।এখনো পর্যন্ত লারিসা এবং আরিয়ান খান তাদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও, সম্প্রতি লারিসার ইনস্টাগ্রাম পোস্টে একটি রহস্য জনক পুরুষের হাত এবং কফির পেপার কাপ হাতে লারিসার নিজের হাত পাশাপাশি প্লেনের সিটে বসা অবস্থায় পোস্ট করেন লারিসা। এই ছবিটি পোস্ট করার সঙ্গে লারিসা তাদের দুজনের গন্তব্য কোথায় তা নিয়েও অনুরাগীদের অনুমান করতে বলেন। অনুরাগীদের অনেকেই অনুমান করেছেন ছবিটি আসলে ফ্লাইটে মুম্বাই থেকে হায়দারাবাদ যাওয়ার ছবি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে লারিসা এই ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরা অনেকেই অনুমান করছেন যে এই ছবিটি আর কেউ নন ওই রহস্যজনক পুরুষের হাতটি আসলে আরিয়ান খানের। কেউ কেউ বলছেন আরিয়ানের সঙ্গে লারিসার সম্পর্কের গুঞ্জনের এই বাতাবরণকে আরও একটু উস্কে দিতেই লারিসা এমন পোস্ট করেছেন। কেউ কেউ বলছেন, খুব শিগগিরই যে আরিয়ানের সঙ্গে নিজের সম্পর্ককে জনসমক্ষে সিলমোহর দিতে চলেছেন লারিসা, এটি তারই ইঙ্গিত। সম্প্রতি নতুন করে জনপ্রিয় হওয়ার নিউজ ওয়েবসাইট রেডিট ব্যবহারকারীদের একজন আরিয়ান খানের সোশ্যাল মিডিয়ায় লারিসা ও তার মা রেনাটার সঙ্গে আরিয়ানের কথোপকথনের কিছু অংশ সবার সামনে এনেছেন।
বলিউডে আরিয়ান -লারিসার এই নয়া সম্পর্কের গুঞ্জনের আবহে অনেকেই প্রশ্ন করেছেন শাহরুখ খান কি আরিয়ান-লারিসার এমন সম্পর্ককে মেনে নেবেন? কেননা এই ধরনের পারিবারিক ক্ষেত্রে শাহরুখকে কিছুটা কড়া ধাতের বলেই মনে করেন অনেকে। কয়েক বছর আগে মুম্বাইয়ে নারকোটিক সেলের কাছে আরিয়ানের গ্রেপ্তারের পরিস্থিতি শাহরুখকে রীতিমতো অস্বস্তি ফেলেছিল। তারপর থেকে সোশ্যাল মিডিয়া থেকে নিজের সন্তানদের দূরেই দেখতে চেয়েছেন শাহরুখ।