৩৬৫ দিন। বলিউড বাদশা শাহরুখ খান বৃহস্পতিবার ইদ উপলক্ষে মুম্বইয়ের বাড়ি মন্নতের বাইরে জড়ো হওয়া তার ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।ভক্তদের শুভেচ্ছা মেনে ইদের দিন মন্নতের বারান্দায় এলেন শাহরুখ খান। পরে আছেন সাদা কুর্তা-পাজামা। সঙ্গে ছিল আব্রাম। ঐতিহ্য বজায় রেখে মন্নতের প্রবেশদ্বারের লোহার বারান্দায় এসে হাজির হন অভিনেতা।ভক্তদের হর্ষধ্বনির মধ্যে শাহরুখ তাঁর বারান্দায় দাঁড়িয়ে হাসলেন এবং অনুরাগীদের দিকে হাত নাড়লেন। তিনি জনতাকে হাতজোড় করে অভিবাদন জানান, এবং চুম্বনও করেন। ভক্তরা যাতে তাঁকে স্পষ্টভাবে দেখতে পায়, তাই তিনি রেলিংয়ের উপরেও উঠেছিলেন। এই অনুষ্ঠানে শাহরুখকে দেখা গেল পারম্পরিক পোশাকে – একটি সাদা কুর্তা এবং ম্যাচিং পাজামা।
Eid Mubarak everyone… and thank you for making my day so special. May Allah bless us all with love, happiness and prosperity. pic.twitter.com/qy649HJqNw
— Shah Rukh Khan (@iamsrk) April 11, 2024
চুলে বেঁধে রেখেছিলেন ঝুঁটি।শাহরুখের ছোট ছেলে আব্রাম খানও ছিলেন। বাবার সঙ্গে আব্রামও বাইরে জড়ো হওয়া মানুষদের উদ্দেশে হাত নাড়ে। সেই সময় ছেলের কপালে চুমু এঁকে দেন বাদশা। ইদের জন্য বাবার সঙ্গে ম্যাচিং করে আব্রামের পরনেও ছিল সাদা কুর্তা ও সালোয়ার। উৎসবের দিন প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য সকাল থেকেই মন্নতের বাইরে অপেক্ষা করছিলেন বিশাল জনতা।শাহরুখ এক্স-এ একটি ভিডিয়ো পোস্টও করেছেন । যাতে দেখা যাচ্ছে, শত শত লোক মন্নতের কাছে দাঁড়িয়ে অভিনেতার জন্য উল্লাস করেছে। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ইদ মোবারক… এবং আমার দিনটিকে এত বিশেষ করে তোলার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।