হাইলাইট
।।ওরা রবীন্দ্রনাথের ছবি উল্টো ধরে, ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওরা বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি জানে ।।মোদি নয়, এবার দিদি ‘ইন্ডিয়া’ জোটকে দিল্লিতে ক্ষমতায় নিয়ে আসবে, গতকাল পর্যন্ত আমাদের হিসেব ওরা ১৯৫, ইন্ডিয়া জোট ৩১৫।।মরিয়া রেখার মিশন তৃণমূল পেটাও।।লড়াই চলছে, ওরা পারলে আমাকে মেরে ফেলতেও পারে।।শুভেন্দুদা না থাকলে সন্দেশখালিতে এতবড় অপারেশন করা যেত না, তৃণমূলকে ফাঁসাতে ৭২ মহিলাকে ২০০০ টাকা করে দিয়ে।।রাজ্যপালের আরও কেলেঙ্কারি আছে পাশে বসাও পাপ, অনেক প্রমাণ আছে, রাজ্যপাল পদত্যাগ করুন আমি আর রাজভবনে যাব না।।স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিচ্ছেন বিরোধীদের উল্টো করে ঝুলিয়ে রাখব, শাহ’র সঙ্গে একমঞ্চে কয়লা মাফিয়া জয়দেব।।কেজরির জামিন মঞ্জুর ।।সন্দেশখালি বোঝাল, পাপ তার বাপকেও ছাড়ে না মিথ্যা ধর্ষণ ফাঁস করল বিজেপির লোকেরাই, বুথ পিছু ৫ মহিলার বঙ্গজননী বাহিনী এবার প্রতি ঘরে যাবে।।চমকাইতলা, আরামবাগে সিপিএম খুন করে সুড়ঙ্গ খুঁড়ে ডেডবডি পাচার করত।।ভারতরত্ন চাই না, বাংলার মমতারত্ন পেলেই গর্বিত।।হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ কারও চাকরি যাচ্ছে না।।১০ লক্ষ চাকরি রেডি, বিজেপি-সিপিএম কোর্টে গিয়ে আটকে দিচ্ছে।।পুতিন, ইউক্রেন ওর দিকে তাকিয়েমোদীজি তৃতীয় বিশ্বয়ুদ্ধ থামালেন।।প্রশ্ন, মিথ্যা অভিযোগ হলে তদন্তে বাধা কেন?

ওরা রবীন্দ্রনাথের ছবি উল্টো ধরে, ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওরা বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি জানে 

বাঙালির অপমানে গর্জে উঠলেন মমতা ৩৬৫ দিন। সন্দেশখালিতে বিজেপি যেভাবে চক্রান্ত করে বাংলার বিরুদ্ধে কুৎসা করেছে তা ‘নরেন্দ্র মোদির জঘন্য অপরাধ’ বলে বার্তা দিলেন বাংলার

Read More »

মোদি নয়, এবার দিদি ‘ইন্ডিয়া’ জোটকে দিল্লিতে ক্ষমতায় নিয়ে আসবে, গতকাল পর্যন্ত আমাদের হিসেব ওরা ১৯৫, ইন্ডিয়া জোট ৩১৫

বনগাঁয় মমতার গর্জন ৩৬৫ দিন। এবার আর মোদির সরকার দিল্লিতে ক্ষমতায় আসছে না। গতকালের হিসেব অনুযায়ী ১৯০ থেকে ১৯৫টি আসন তারা পাবে। ৩১৫ টির বেশি

Read More »

মরিয়া রেখার মিশন তৃণমূল পেটাও

সন্দেশখালিতে ৫০০০ টাকার ভুয়ো ‘ধর্ষিতা’ বাহিনীর কেচ্ছা ফাঁস হতেই ৩৬৫ দিন। সন্দেশখালি। প্রথমে ২০০০ টাকা মাথাপিছু দিয়ে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে সর্বভারতীয় স্তরের

Read More »

লড়াই চলছে, ওরা পারলে আমাকে মেরে ফেলতেও পারে

পার্থ ভৌমিকের প্রচার সভায় ভাজপার চক্রান্ত নিয়ে মমতার আশঙ্কা ৩৬৫ দিন। লোকসভা ভোটের প্রচারে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ভাজপা কিংবা মোদি-শাহ বিরোধী অবস্থান নিয়েছেন সে

Read More »

শুভেন্দুদা না থাকলে সন্দেশখালিতে এতবড় অপারেশন করা যেত না, তৃণমূলকে ফাঁসাতে ৭২ মহিলাকে ২০০০ টাকা করে দিয়ে

সন্দেশখালি স্টিং অপারেশন ২, ভাজপা মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল আরও বিস্ফোরক ৩৬৫ দিন। শুভেন্দুদা না থাকলে সন্দেশখালীর এই এত বড় অপারেশন করা সম্ভব ছিল না।

Read More »

রাজ্যপালের আরও কেলেঙ্কারি আছে পাশে বসাও পাপ, অনেক প্রমাণ আছে, রাজ্যপাল পদত্যাগ করুন আমি আর রাজভবনে যাব না

পদ্মপালকে তীব্র আক্রমণ মমতার   ৩৬৫ দিন। রাজভবনে কর্মরত মহিলার শ্লীলতাহানির ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। একই সঙ্গে সন্দেশখালিতে

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

শিলিগুড়িতে ২ আহত শিশুর চিকিৎসার তদারকি করে অভিষেকের অভিযোগ, আবাসের টাকা পেলে বাচ্চা দুটো আহত হত না

৩৬৫দিন। দুই শিশু সহ আহতদের দেখতে হাসপাতালে অভিষেক
ঝড়ে দুজন শিশু গুরুতর ভাবে চোট পেয়েছে মাথায়। রোহিত রায় এবং পিউ রায়, এই দুই শিশুকে প্রথমে জলপাইগুড়ি মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাদের শিলিগুড়ির নিউরো সাইন্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মুখ্যমন্ত্রী এই শিশু দুটির খবর নেন এবং অভিষেককে নির্দেশ দেন যাবতীয় চিকিৎসা যেন ঠিকঠাক হয় সে দিকটা দেখার। সেই অনুযায়ী সোমবার সকালে অভিষেক নিউরো সাইন্স হাসপাতালে যান। সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন। দুই শিশুর পরিবারের সঙ্গেও কথাবার্তা হয় অভিষেকের। এছাড়াও অন্যান্য আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন অভিষেক। অভিষেক বলেন, ‘এখানে এসে ডাক্তারদের সঙ্গে কথা বললাম। যারা এখানে ভর্তি রয়েছেন তাদের ভাইটাল স্ট্যাটাস স্ট্যাবল রয়েছে। রোহিত এবং পিউ’র বাবা-মা সবাই দিন-আনি দিন খায়। তাদের নিউরো সাইন্সে শিফট করা হয়েছে। আমি বললাম ঈশ্বরের কৃপায় ওরা দ্রুত বাড়ি ফিরে যাবে। ওদের পরিবারের লোকেরা জানাল, প্রাকৃতিক দুর্যোগে বাড়ি ও ভেঙে পড়েছে। কিন্তু ওরা যে সুস্থ আছে এটাই সবথেকে বড় কথা। বাকিটা সরকার দেখছে।’
কেন্দ্র আবাসের টাকা দিলে এরকম ঘটত না
এদিন আহত ব্যক্তিদের দেখার পর ভাজপার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগ্রে দিয়েছেন। ‘প্রধানমন্ত্রী ভুটান যেতে পারেন, বিজেপির প্রাক্তণ সাংসদ নিশীথ,জন বারলা, রাজু বিস্ট, দেবশ্রী কোথায়! বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটে ছিলেন জলপাইগুড়ি দুর্ঘটনার এলাকায় যাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাতেই এসেছেন। আমরা রাজনীতি করতে আসিনি। আপনি যে দলকে ইচ্ছে ভোট দিতে পারেন কিন্তু আমার জনগণের পরিষেবা দিতে বদ্ধপরিকর। আবাসের টাকা পেলে এরকম ঘটনা ঘটত না’ জলপাইগুড়িতে গুরুতর জখম দুই শিশু ও নাবালককে হাসপাতালে দেখে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। প্রসঙ্গত, রবিবারের ভয়ংকর দুর্যোগে সর্বহারা হয়ে পড়েছে জলপাইগুড়ি জেলা ময়নাগুড়ির অন্তর্গত বার্নিশ এলাকার বহু পরিবার। সোমবার শিলিগুড়িতে বার্নিশে গুরুতর যখন দুই শিশুকে হাসপাতালে দেখতে ছুটে আসেন অভিষেক। তিনি বলেন,’ আমি রাজনীতি করতে আসিনি। আপনি যে দলকে ইচ্ছে ভোট দিতে পারেন কিন্তু আমার জনগণের পরিষেবা দিতে বদ্ধপরিকর।

বাংলায় হারার পর ১০ পয়সার যদি শ্বেত পত্র প্রকাশ করতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেবো।আমি রাজনীতি করবো না। প্রশ্ন করুন বিরোধী দলনেতাকে প্রধানমন্ত্রীকে!বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিতে বলেছে টাকা বন্ধ করেছি।আমি ফোন করে দেব তাহলে টাকা আসবে। তিনি বলেন আজকে আবাস হলে এই বাচ্চাগুলোকে এভাবে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হতো না। তাদের মাথার ওপর এই আঘাত আসতো না।এই চোট লাগতো না।’ সোমবার দুপুরে বাগডোগড়া বিমান বন্দরে নেমে বলেন যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। দুবছর বয়স এক শিশু ও নাবালক ১৪বছর তারা মাথায় চোট পেয়েছে। রবিবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতের বেলা বিমান নিয়ে চলে এসেছেন। যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে বা যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তারা কিছু সময় রিলিফ ক্যাম্পে থাকবে। সাড়ে বারোটা একটার মধ্যে যখন সবাই ঘুমিয়ে ছিল তখন অতন্দ্র প্রহরীর মতো মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই দৃষ্টান্ত ভারত বর্ষে আর কেউ স্থাপন করতে পারেনি। আমফান, কোভিড কালে মানুষের জন্য কাজ করার যে প্রতিজ্ঞা তিনি করেছেন তা সম্পন্ন করেছেন। রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়িয়ে দুমুঠো খাবার তুলে দিতে পারাকে আমি কর্তব্য মনে করি। তার বক্তব্য রাজনীতি হবে পরে হবে। বিরোধী দলনেতার কটাক্ষের বিরুদ্ধে তীব্র আক্রমন শানিয়ে তিনি বলেন- ওনাদের কাছে কটাক্ষ ছাড়া আর কিছু করার নেই বোনেরা শুধু কটাক্ষই করেন। উনি রাতে আসতে পারলেন না কেন? প্রশ্ন তুলে অভিষেক বলেন,’বিরোধী দলনেতা রাজনীতি করছে। বিজেপির যে রাজ্য সভাপতি তিনি থাকেন বালুরঘাটে। বালুরঘাট থেকে জলপাইগুড়ি দূরত্ব ৩০০ কিলোমিটার। সাড়ে চার ঘন্টা থেকে ৫ ঘন্টা সময় লাগতো। ঘটনাটা ঘটেছে ৪.৩০-৫টা নাগাদ। চাইলে রাত আটটার মধ্যে পৌঁছে যাওয়া যেত। অথচ কালীঘাট থেকে জলপাইগুড়ি দূরত্ব ৬২০ কিলোমিটার মমতা ব্যানার্জী পৌঁছে যেতে পারলেন। দেশের প্রধানমন্ত্রী ভুটান যেতে পারেন। সেমিনারে গিয়ে ভাষণ দিতে পারেন। রাজ্যের প্রধানমন্ত্রী বাংলায় পাঁচ বার এসে রাজনৈতিক সবাই এসে উপস্থিত হয়ে ভাষণ দিতে পারেন বিজেপির কর্মক্ষেত্রে উপস্থিত হতে পারেন। বিভিন্ন মন্দির ঘুরতে পারেন বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় ভাষণ ইন্টারভিউ দিয়ে কেন বিজেপিকে ভোট দেবে তা বলতে পারেন আর মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন না। বিজেপির উত্তরের সাংসদের এক হাত করে বলেন আমি এটা নিয়ে রাজনীতি করতে চাইনা। শিলিগুড়িতে বিজেপি প্রাক্তন সাংসদ ছিল, কোচবিহারে বিজেপির প্রাক্তণ সাংসদ ছিল, রায়গঞ্জে ছিল।বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি ছিল। তারা মানুষের পাশে কোনোদিনও থাকেনি। মানুষ সেটা দেখছে। কোভিডের সময় আমফানের সময়, ইয়াসের সময় বিভিন্ন এলাকা জুড়ে কারা ছিল। অভিষেকের খোলা মন্তব্য মানুষকে আমি বলব যদি তৃণমূল কংগ্রেসকে আপনাদের পছন্দ না হয় তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকতে পরিসেবা দিতে বদ্ধপরিকর। তিনি বলেন যারা আমাদের ভোট দিয়েছে যারা রাত আমাদের ভোট দেননি রাজ্য সরকার তাদেরও পরিষেবা দিতে বদ্ধপরিকর। এটা বিজেপি সরকার নয় যে ভোট না পেলে টাকা বন্ধ করে দেব। আমাদের গ্যারান্টি মানুষের পাশে থেকে মানুষকে প্রাণের বাঁচিয়ে চিকিৎসা করিয়ে দ্রুত মুক্ত করে পরিবারের কাছে ফেরানো তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। মানুষকে বলবো ২০১৯-২০২১এ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে আশানুরূপ ফল আমাদের হয়নি। তবু ছুটে এসেছেন মুখ্যমন্ত্রী। তিনি তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে যে সমস্ত দুর্গত মানুষ রয়েছেন তাদের সঠিক চিকিৎসা হচ্ছে কিনা দুর্গত মানুষেরা খাবার মিলছে কিনা সেসব খতিয়ে দেখতে ছুটে এসেছেন। নির্বাচন আচরণবিধি রয়েছে জন্য বিস্তারিত বলা যায় না। রাজ্য প্রশাসনের তরফে যা যা করণীয় সব করা হয়। তিনি শারীরিক অবস্থার কথা তুলে ধরে বলেন এদের মাথায় লেগেছে।

Scroll to Top