হাইলাইট
।।চমকাইতলা, আরামবাগে সিপিএম খুন করে সুড়ঙ্গ খুঁড়ে ডেডবডি পাচার করত।।ভারতরত্ন চাই না, বাংলার মমতারত্ন পেলেই গর্বিত।।হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ কারও চাকরি যাচ্ছে না।।১০ লক্ষ চাকরি রেডি, বিজেপি-সিপিএম কোর্টে গিয়ে আটকে দিচ্ছে।।পুতিন, ইউক্রেন ওর দিকে তাকিয়েমোদীজি তৃতীয় বিশ্বয়ুদ্ধ থামালেন।।প্রশ্ন, মিথ্যা অভিযোগ হলে তদন্তে বাধা কেন?।।সন্দেশখালিতে ঘৃণ্য বিজেপি ২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বেচে দিয়েছে।।পিসি ভাইপো নয়, হিম্মত থাকলে আমার, অভিষেকের নামে বিজ্ঞাপন করুক বিজেপি।।গঙ্গাধরের ভিডিও বক্তব্য, ২০০০ টাকা পেয়ে রেখা নিজেকে ‘ধর্ষিতা’ বলে।।টাকা নিয়ে নারী পুরুষসহ যারা মিথ্যা ধর্ষণ সাজিয়েছে গ্রেফতার করা হোক।।বাংলার বিরুদ্ধে কুৎসার ন্যারেটিভ।।পূর্ণাঙ্গ কথোপকথন যা ভিডিওতে আছে।।বিজেপির সন্দেশখালি নাটক ফাঁস হয়ে গেছে, আজ কলসি ফুটো।।দেবের হেলিকপটারে ধোঁয়া, অল্পে রক্ষা, জরুরি অবতরণ।।সন্দেশখালি নিয়ে বলার আগে রাজভবনের কর্মীর খোঁজ নিন

চমকাইতলা, আরামবাগে সিপিএম খুন করে সুড়ঙ্গ খুঁড়ে ডেডবডি পাচার করত

আরামবাগে আমার প্রার্থী মিতালী উচ্চশিক্ষিত একটানা দলের কাজ করে, ওকে গ্রহণ করুন ৩৬৫ দিন। পঁচিশে বৈশাখের শুভ লগ্নে বুধবার হুগলি জেলার আরামবাগ ও বলাগরে দুটি

Read More »

ভারতরত্ন চাই না, বাংলার মমতারত্ন পেলেই গর্বিত

শত্রুঘ্নর বক্তব্য, বাংলার রয়েল বেঙ্গল টাইগার আমার নাম ভারতরত্নের জন্য ভেবেছেন, এতেই কৃতজ্ঞ ইন্দ্রনীল সাহা। আসানসোল। ৩৬৫দিন। তার কোন পরিচয়ের প্রয়োজন পড়ে না। গোটা দেশের

Read More »

হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ কারও চাকরি যাচ্ছে না

দেশের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ৮০০০ অযোগ্যের জন্য ২৬০০০ চাকরি বাতিল হতে পারে না     ৩৬৫ দিন। নয়াদিল্লি। এসএসসি নিয়োেগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি

Read More »

১০ লক্ষ চাকরি রেডি, বিজেপি-সিপিএম কোর্টে গিয়ে আটকে দিচ্ছে

৩৬৫ দিন। প্রথমে শান্তিরাম মাহাতোর সমর্থনে পুরুলিয়ায় জনসভা, দ্বিতীয়ত বিষ্ণুপুরে সুজাতা মন্ডল খাঁয়ের সমর্থনে জনসভা এবং পরিশেষে বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদের হয়ে মঙ্গলবার বেলা চিনি

Read More »

পুতিন, ইউক্রেন ওর দিকে তাকিয়েমোদীজি তৃতীয় বিশ্বয়ুদ্ধ থামালেন

ভাজপার টকিং ডল কঙ্গনার বোমা   ৩৬৫ দিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামালো কে? মোদি ভাই আবার কে! ফের ফাউল প্লে ভাজপার ‘টকিং ডল’ কঙ্গনার। এবার

Read More »

প্রশ্ন, মিথ্যা অভিযোগ হলে তদন্তে বাধা কেন?

রাজভবনে শ্লীলতাহানি, তদন্তে নিষেধাজ্ঞা পদ্মপালের   ৩৬৫ দিন। সিবিআই বা অন্য কোনো তদন্তকারীসংখ্যা ডাকলে না গেলে তাকে অপরাধী বলে দাগাতে চেষ্টা চেষ্টা করে ভাজপা। কিন্তু

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

Sarovar Hotel in Rajarhat : পুজোর আগেই রাজারহাটে নতুন পাঁচতারা হোটেল জৈন গ্রুপের

৩৬৫ দিন। এয়ারপোর্ট থেকে নেমে বেশিক্ষন নয়।একেবারেই কাছেই পড়বে এই হোটেল।ছুটিতে কিংবা কাজের জন্যই আসুন।থাকার জায়গার জন্য কম্প্রোমাইজ করতে চান না।তাঁদের জন্যই একেবারে ব্র্যান্ড নিউ প্রজেক্ট জৈন গ্রুপ।

সারোভার হোটেল এবং রিসোর্ট এর সঙ্গেই রাজারহাটে তৈরি হচ্ছে এই হোটেল।বৃহস্পতিবার শহরের পার্ক হোটেলে জৈন গ্রুপ এবং সারোভারের মধ্যে মৌউ স্বাক্ষর হয়। সেখানেই তাঁদের আগামী পরিকল্পনা সম্পর্কেও জানানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন গ্রুপের ভাইস চেয়ারম্যান শ্রেয়ানস জৈন,সারোভার হোটেলের এমডি অজয় কে বাকায়া।

পুজোর আগেই এই হোটেল তৈরি হয়ে যাবে বলেই জানান জৈন গ্রুপের ভাইস চেয়ারম্যান শ্রেয়ানস জৈন। তিনি জানান, সব প্রায় তৈরি।শেষ মুহূর্তের কাজ চলছে।জুলাইয়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্ঠা চলছে। আশা করি,হয়ে যাবে।তিনি আরও জানান, হোটেল ব্যবসায় আমরা নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।হলিডে ইন এর পর এটা আমাদের দ্বিতীয় প্রজেক্ট হোটেল সেক্টরে।

এদিকে, মৌউ স্বাক্ষরের পর সারোভার হোটেলের এমডি অজয় কে বাকায়া জানান,জৈন গ্রুপের সঙ্গে এই পার্টনারশিপ খুব ভালো হবে।এই প্রজেক্টের ফলে কলকাতাতে আমাদের ব্র্যান্ডও ছড়িয়ে পড়বে।জানা গিয়েছে,আপাতত ১৩৫ রুম নিয়ে রয়েছে এই হোটেলে।চারটি ক্যাটাগরি রয়েছে। সুইটস,প্রিমিয়াম,ডিলাক্স এবং স্ট্যান্ডার্ড।স্বাভাবিকভাবেই এই ৪টির ভাড়াও আলাদা আলাদা।

তবে ২০৩০ সালের মধ্যে এই হোটেলে ১০০০টি রুম তৈরি করা হবে বলেই জানিয়েছে জৈন কতৃপক্ষ।তাছাড়া এই প্রজেক্টে খরচ হয়েছে ৫০০ কোটি টাকা।প্রসঙ্গত,করোনায় ধাক্কা খেয়েছিল আবাসন, লপর্যটনের মতো বিভিন্ন ক্ষেত্র। তবে পরে চাকা ঘুরেছে এই দুই ক্ষেত্রেই।সেই বাজারকে পাখির চোখ করেই আগামী দিনে রাজ্যে লগ্নি বাড়ানোর পরিকল্পনা করেছে কলকাতার জৈন গোষ্ঠী।সেই লক্ষেই একের পর এক ড্রিম প্রজেক্ট নিয়ে আসছে তাঁরা।

জৈন কতৃপক্ষর তরফে জানা গিয়েছে,কলকাতার পাশাপাশি দ্বিতীয় সারির শহর এবং শহরতলিতেও আবাসনে গতি এসেছে।করোনার পর থেকে শুধুমাত্র বাসস্থানের প্রয়োজনীয়তাকেই আর ক্রেতারা ফ্ল্যাট কেনার মাপকাঠি হিসেবে দেখছেন না। সেখানে আরও কিছু সুবিধা, প্রাকৃতিক ভারসাম্য কতটা বজায় থাকছে— এ সবও কেনাকাটার আগে খতিয়ে দেখছেন তাঁরা। ফলে এমন প্রকল্প গড়ার দিকেই বাড়তি নজর দিচ্ছে জৈন গোষ্ঠী।আবাসনের পাশাপাশি হোটেল ব্যবসাতেও পুঁজি ঢালছে।তার ফল স্বরূপ শহরে তৈরি হচ্ছে নতুন হোটেল।

Scroll to Top