হাইলাইট
।।সংগঠনে বিশ্বাসী নারায়ণের দাবি,মোদির ফাঁকা ভাষণ নয়, দিদির রেশনকে বাছবে মানুষ।।বাংলায় এসেও মোদির 400 পার পগারপার।।মানুষখেকো বাঘ দেখেছেন, শুনেছেন চাকরিখেকো বিজেপি, সিপিএম দেখেছেন?।।ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ দেবতনু।।হাইকোর্টের রায়ে রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প।।২৬০০০ শিক্ষককে পথে বসিয়েছেন এবার দেবাংশু আপনাকে পথে বসাবে।।বামরাম মানিকজোড় ২ কলঙ্কিত ভিলেন।।ভাজপা প্রার্থী রাজুর ভুয়ো টেন্ডারে ১২ কোটি টাকার দুর্নীতি ফাঁস।।১৯-এর ভুল শুধরাবে বনগাঁ ২ লক্ষ ভোটে শান্তনু হারবে।।বিজেপিকে ভোট না দিলে গুলি চালানোর কথা বলছে বিএসএফ।।আদালত বিজেপির মহাতীর্থ ক্ষেত্রে পরিণত।।২৬০০০ শিক্ষক ছাঁটাই রাজ্য সুপ্রিম কোর্টে।।।।সিনেমা, ক্রিকেটের 2 সুপারস্টারের মনোনয়ন মহরত।।বাংলা শক্তিভূমি, মাছ ছাড়া তারাপীঠে দেবীর ভোগ হয় না | প্রধানমন্ত্রী জানেন কি স্যার?।।কয়েকজন অযোগ্যের জন্য 26000 চাকরি গেল কেন?

সংগঠনে বিশ্বাসী নারায়ণের দাবি,মোদির ফাঁকা ভাষণ নয়, দিদির রেশনকে বাছবে মানুষ

বনগাঁয় ভাজপার কফিনে শেষ পেরেক পুঁতবে ক্যা   সায়ন্তী অধিকারী। অশোকনগর, বনগাঁ। ৩৬৫ দিন। মোদির ভাষণ আর বাংলায় দিদি রেশন। তৃণমূল-কংগ্রেসের এটাই এখন চাবিকাঠি লোকসভা

Read More »

বাংলায় এসেও মোদির 400 পার পগারপার

প্রথম দফার পর থেকেই আস্তে আস্তে ৪০০ পারের স্লোগান ভ্যানিশ   ৩৬৫ দিন। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে লোকসভার শেষ অধিবেশনে শেষ দিনে বক্তব্য রাখতে

Read More »

ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ দেবতনু

বীরভূম লোকসভার পরিবর্তিত বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ ৩৬৫দিন। আশঙ্কাই সত্যি হলো। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ দলের প্রার্থী

Read More »

হাইকোর্টের রায়ে রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প

বিস্ফোরক অভিষেক, এতদিন ম্যাচ ফিক্সিং শুনেছি এখন কোর্ট ফিক্সিং হচ্ছে   ৩৬৫ দিন। এতদিন আমরা ম্যাচ ফিক্সিং, বেটিংয়ের কথা শুনেছি। এখন অর্ডার ফিক্সিং, কোর্ট ফিক্সিং

Read More »

২৬০০০ শিক্ষককে পথে বসিয়েছেন এবার দেবাংশু আপনাকে পথে বসাবে

মমতার তীব্র আক্রমণ আপনি বিচারব্যবস্থার কলঙ্ক   মেদিনীপুরে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার করে মমতা তমলুকে এলেন প্রচার করতে। যেভাবে ২৬০০০ শিক্ষক-শিক্ষিকাদের চাকরি কেড়ে নেওয়া হল এই

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

বিএনপি সবচেয়ে বড় উগ্রবাদী দল : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিএনপি সবচেয়ে বড় উগ্রবাদী দল। আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশে উগ্রবাদের জন্ম বিএনপির হাত ধরে। সরকার আত্মশক্তিতে বলিয়ান। তিনি বলেন, আওয়ামী লীগ বেফাস কথা বলে না, বিএনপিই বলে।

 

বেপরোয়া গাড়ির চালকের মতো বেপরোয়া রাজনীতির চালক মির্জা ফখরুল। রাজনীতিতে বিএনপি দুর্ঘটনা ঘটাতে চায়। অতীতে তাদের এই ইতিহাস আছে। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি তারা বারে বারে ঘটাতে চায়। এছাড়া রাজনীতিতে টিকে থাকার তাদের আর কোন রসদ নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের রাজনীতিতে যাদের হাতে রক্তের দাগ, যারা এদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত হত্যাকান্ড ৭৫-এর ১৫ই আগস্ট, যার মাস্টারমাইন্ড ছিল খন্দকার মোস্তাকের সঙ্গে জেনারেল জিয়াউর রহমান।

 

অবাক লাগে নিজেরাই যেসব অভিযোগে অভিযুক্ত, তাদের উপর আরোপিত অভিযোগ নতুন করে আরোপ করতে চায় আওয়ামী লীগের উপর। তিনি বলেন, ৩ নভেম্বর জেলহত্যা, একুশে আগস্ট ২০০৪ সন্ত্রাসবিরোধী সমাবেশের উপর সন্ত্রাসী হামলায় ২৩ জনের প্রাণ ঝরে গেছে। এসব হত্যাকান্ড বিএনপির আমলে সংঘটিত করেছিল। এরপর মির্জা ফখরুল হঠাৎ এক বিবৃতিতে কোথা থেকে পেলেন যে, আওয়ামী লীগ নাকি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে? উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাচ্ছেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি নিজেরাই নিজেদের নেতাকে হত্যা করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়েছিল একুশে আগস্ট জজ।

 

মিয়া নাটক সাজিয়েছিল তারা। এমন নাটক তারা বারে বারে সাজিয়েছে প্রকৃত ঘটনা আড়াল করার জন্য। নিজেদের কৃতকর্মের দায় অপরের উপর চাপাতে তাদের অপকর্ম এখনো অব্যাহত আছে। জেল থেকে বের হয়ে মির্জা ফখরুল যা বলছেন, তাই এসব নাটকেরই প্রতিধ্বনি। বিএনপির ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোথায় ঘুরে দাঁড়াবে, সেটা আমাদের জানা নেই। একথা আগেও শুনেছি। কোন বছর ঘুরে দাঁড়াবে? আন্দোলনের যে চৌকস কথার ফুলঝুরি অনেক শুনেছি। সে কথা বারে বারে বলতে গিয়ে বিএনপি নেতারা জনগণের কাছে নিজেদেরকেই খাটো করছেন।

 

দেশে আন্দোলনের কোন বস্তুগত ইস্যু নেই। তারা গায়ে পড়ে ইস্যু খুঁজে বেড়ায়। জনগণ জেনে শুনে শেখ হাসিনাকে ভোট দিয়েছে। বাস্তবে হতাশা-নিরাশা থেকে নিজেদের আত্মতুষ্টির জন্য ও নেতাকর্মীদের চাঙ্গা করতে দলটির নেতারা এসব বক্তব্য দিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

কোচবিহারের বিতর্কিত প্রাক্তন SP দেবাশীষ ধরের প্রথম বিধ্বংসী সাক্ষাৎকার, জাস্টিস গাঙ্গুলীর মতোই পুলিশের পদে থেকে ভাজপার সঙ্গে ডিল “আমার কাছে পুলিশের উর্দি আর গেরুয়া উত্তরীয় একই”

বিস্তারিত পড়ুন...
Scroll to Top