হাইলাইট
।।সংগঠনে বিশ্বাসী নারায়ণের দাবি,মোদির ফাঁকা ভাষণ নয়, দিদির রেশনকে বাছবে মানুষ।।বাংলায় এসেও মোদির 400 পার পগারপার।।মানুষখেকো বাঘ দেখেছেন, শুনেছেন চাকরিখেকো বিজেপি, সিপিএম দেখেছেন?।।ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ দেবতনু।।হাইকোর্টের রায়ে রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প।।২৬০০০ শিক্ষককে পথে বসিয়েছেন এবার দেবাংশু আপনাকে পথে বসাবে।।বামরাম মানিকজোড় ২ কলঙ্কিত ভিলেন।।ভাজপা প্রার্থী রাজুর ভুয়ো টেন্ডারে ১২ কোটি টাকার দুর্নীতি ফাঁস।।১৯-এর ভুল শুধরাবে বনগাঁ ২ লক্ষ ভোটে শান্তনু হারবে।।বিজেপিকে ভোট না দিলে গুলি চালানোর কথা বলছে বিএসএফ।।আদালত বিজেপির মহাতীর্থ ক্ষেত্রে পরিণত।।২৬০০০ শিক্ষক ছাঁটাই রাজ্য সুপ্রিম কোর্টে।।।।সিনেমা, ক্রিকেটের 2 সুপারস্টারের মনোনয়ন মহরত।।বাংলা শক্তিভূমি, মাছ ছাড়া তারাপীঠে দেবীর ভোগ হয় না | প্রধানমন্ত্রী জানেন কি স্যার?।।কয়েকজন অযোগ্যের জন্য 26000 চাকরি গেল কেন?

সংগঠনে বিশ্বাসী নারায়ণের দাবি,মোদির ফাঁকা ভাষণ নয়, দিদির রেশনকে বাছবে মানুষ

বনগাঁয় ভাজপার কফিনে শেষ পেরেক পুঁতবে ক্যা   সায়ন্তী অধিকারী। অশোকনগর, বনগাঁ। ৩৬৫ দিন। মোদির ভাষণ আর বাংলায় দিদি রেশন। তৃণমূল-কংগ্রেসের এটাই এখন চাবিকাঠি লোকসভা

Read More »

বাংলায় এসেও মোদির 400 পার পগারপার

প্রথম দফার পর থেকেই আস্তে আস্তে ৪০০ পারের স্লোগান ভ্যানিশ   ৩৬৫ দিন। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে লোকসভার শেষ অধিবেশনে শেষ দিনে বক্তব্য রাখতে

Read More »

ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ দেবতনু

বীরভূম লোকসভার পরিবর্তিত বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ ৩৬৫দিন। আশঙ্কাই সত্যি হলো। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ দলের প্রার্থী

Read More »

হাইকোর্টের রায়ে রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প

বিস্ফোরক অভিষেক, এতদিন ম্যাচ ফিক্সিং শুনেছি এখন কোর্ট ফিক্সিং হচ্ছে   ৩৬৫ দিন। এতদিন আমরা ম্যাচ ফিক্সিং, বেটিংয়ের কথা শুনেছি। এখন অর্ডার ফিক্সিং, কোর্ট ফিক্সিং

Read More »

২৬০০০ শিক্ষককে পথে বসিয়েছেন এবার দেবাংশু আপনাকে পথে বসাবে

মমতার তীব্র আক্রমণ আপনি বিচারব্যবস্থার কলঙ্ক   মেদিনীপুরে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার করে মমতা তমলুকে এলেন প্রচার করতে। যেভাবে ২৬০০০ শিক্ষক-শিক্ষিকাদের চাকরি কেড়ে নেওয়া হল এই

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

বলিউডের অন্যতম শিশুশিল্পী সুহানা মারা গেলো ভুল চিকিৎসায়, তীব্র ক্ষোভ বলি পাড়ায়

এমন এক মর্মান্তিক খবরে ভেঙে পড়েছে সমস্ত বলিপাড়া। খুবই প্রতিভাধার শিল্পী ছিল সুহানা। বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। পরিবার সূত্রে খবর, কিছু দিন আগেই এক দুর্ঘটনার সম্মুখীন হন সুহানি। সেই দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। পরিবারের দাবি, যে ওষুধ তাঁকে দেওয়া হচ্ছিল তা থেকে শরীরের তরলের মাত্রা (ফ্লুইড) ক্রমশ বাড়তে শুরু করে তাঁর। শুরু হয় পার্শ্বপ্রতিক্রিয়া।

 

দিল্লির এইমস হাসপাতালে ভর্তিও করা হয় সুহানিকে। আইসিইউতে চলছিল চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মারা যান তিনি। বলিউডে বেশ পরিচিত শিশুশিল্পী ছিলেন সুহানি। দঙ্গল ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। শুধু তাই নয়, বেশ কিছু বিজ্ঞাপন ও ধারাবাহিকেও কাজ করতেও দেখা গিয়েছে তাঁকে। ইচ্ছে ছিল অভিনেত্রীই হবেন। তবে পাশাপাশি চলছিল পড়াশোনা। কিন্তু মাত্র ১৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলো আমাদের প্ৰিয় সুহানি। ঘটনায় শোকে পাথর আমির খানও।

 

তাঁর প্রযোজনা সংস্থা থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। তাতে লেখা, সুহানির এভাবে চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। ওঁর মা পূজা ও গোটা পরিবারকে আমাদের সমবেদনা। ও ভীষণ গুণী একজন মানুষ ছিল। ওকে ছাড়া দঙ্গল তৈরিই হত না। সব সময় আমাদের হৃদয়ে তারা হয়ে থাকবে তুমি। ভাল থেকো।

 

সুহানিকে দঙ্গল ছবির জন্য খুঁজে পেয়েছিলেন বলিউডের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টের মুকেশ ছাবড়া। শোকপ্রকাশ করেছেন তিনিও। আজ তাঁর মনে পড়ছে, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ১০ হাজার জন মেয়ের মধ্যে থেকে কীভাবে সুহানিকে খুঁজে পেয়েছিলেন তিনি। তাঁর কথায়, গীতা ও ববিতার চরিত্রের জন্য ১০ হাজার জন মেয়ের মধ্যে থেকে ওকে খুঁজে পাই।

কোচবিহারের বিতর্কিত প্রাক্তন SP দেবাশীষ ধরের প্রথম বিধ্বংসী সাক্ষাৎকার, জাস্টিস গাঙ্গুলীর মতোই পুলিশের পদে থেকে ভাজপার সঙ্গে ডিল “আমার কাছে পুলিশের উর্দি আর গেরুয়া উত্তরীয় একই”

বিস্তারিত পড়ুন...
Scroll to Top