হাইলাইট
।।সংগঠনে বিশ্বাসী নারায়ণের দাবি,মোদির ফাঁকা ভাষণ নয়, দিদির রেশনকে বাছবে মানুষ।।বাংলায় এসেও মোদির 400 পার পগারপার।।মানুষখেকো বাঘ দেখেছেন, শুনেছেন চাকরিখেকো বিজেপি, সিপিএম দেখেছেন?।।ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ দেবতনু।।হাইকোর্টের রায়ে রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প।।২৬০০০ শিক্ষককে পথে বসিয়েছেন এবার দেবাংশু আপনাকে পথে বসাবে।।বামরাম মানিকজোড় ২ কলঙ্কিত ভিলেন।।ভাজপা প্রার্থী রাজুর ভুয়ো টেন্ডারে ১২ কোটি টাকার দুর্নীতি ফাঁস।।১৯-এর ভুল শুধরাবে বনগাঁ ২ লক্ষ ভোটে শান্তনু হারবে।।বিজেপিকে ভোট না দিলে গুলি চালানোর কথা বলছে বিএসএফ।।আদালত বিজেপির মহাতীর্থ ক্ষেত্রে পরিণত।।২৬০০০ শিক্ষক ছাঁটাই রাজ্য সুপ্রিম কোর্টে।।।।সিনেমা, ক্রিকেটের 2 সুপারস্টারের মনোনয়ন মহরত।।বাংলা শক্তিভূমি, মাছ ছাড়া তারাপীঠে দেবীর ভোগ হয় না | প্রধানমন্ত্রী জানেন কি স্যার?।।কয়েকজন অযোগ্যের জন্য 26000 চাকরি গেল কেন?

সংগঠনে বিশ্বাসী নারায়ণের দাবি,মোদির ফাঁকা ভাষণ নয়, দিদির রেশনকে বাছবে মানুষ

বনগাঁয় ভাজপার কফিনে শেষ পেরেক পুঁতবে ক্যা   সায়ন্তী অধিকারী। অশোকনগর, বনগাঁ। ৩৬৫ দিন। মোদির ভাষণ আর বাংলায় দিদি রেশন। তৃণমূল-কংগ্রেসের এটাই এখন চাবিকাঠি লোকসভা

Read More »

বাংলায় এসেও মোদির 400 পার পগারপার

প্রথম দফার পর থেকেই আস্তে আস্তে ৪০০ পারের স্লোগান ভ্যানিশ   ৩৬৫ দিন। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে লোকসভার শেষ অধিবেশনে শেষ দিনে বক্তব্য রাখতে

Read More »

ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ দেবতনু

বীরভূম লোকসভার পরিবর্তিত বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ ৩৬৫দিন। আশঙ্কাই সত্যি হলো। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ দলের প্রার্থী

Read More »

হাইকোর্টের রায়ে রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প

বিস্ফোরক অভিষেক, এতদিন ম্যাচ ফিক্সিং শুনেছি এখন কোর্ট ফিক্সিং হচ্ছে   ৩৬৫ দিন। এতদিন আমরা ম্যাচ ফিক্সিং, বেটিংয়ের কথা শুনেছি। এখন অর্ডার ফিক্সিং, কোর্ট ফিক্সিং

Read More »

২৬০০০ শিক্ষককে পথে বসিয়েছেন এবার দেবাংশু আপনাকে পথে বসাবে

মমতার তীব্র আক্রমণ আপনি বিচারব্যবস্থার কলঙ্ক   মেদিনীপুরে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার করে মমতা তমলুকে এলেন প্রচার করতে। যেভাবে ২৬০০০ শিক্ষক-শিক্ষিকাদের চাকরি কেড়ে নেওয়া হল এই

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

প্রো লিগ হকিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেও হার ভারতের

এফআইএইচ আয়োজিত প্রো হকি লিগের ম্যাচে সম্প্রতি মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। পুরুষ হোক কিংবা মহিলা দুই বিভাগেই হকিতে অত্যন্ত শক্তিশালী অস্ট্রেলিয়া দল।সেই অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধেই ভুবনেশ্বরে তুল্যমূল্য লড়াই করেছেন হরমনপ্রীত সিংরা।তবে লড়াই করলেও ম্যাচে কাঙ্ক্ষিত জয় পায়নি ভারতীয় দল। প্রো লিগের এই ম্যাচে অস্ট্রেলিয়া দল ভারতকে হারিয়ে দিয়েছে ৬-৪ ফলে।ম্যাচের শেষ কোয়ার্টার পর্যন্ত ভারত একেবারে সমানে সমানে লড়াই করেছে। একটা সময়ে এগিয়ে ও ছিল ভারতীয় দল। তবে শেষ কোয়ার্টারে ভারতীয় দল তিন তিনটি গোল হজম করে ম‌্যাচ হেরে যেতে হল।

 

ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করে অস্ট্রেলিয়া। শেষটা ও একভাবেই করে তারা।তবে মাঝের পিরিয়ডে ম্যাচে প্রাধান্য ছিল ভারতীয় দলের।ভারতের হয়ে এদিন ম্যাচে দুটি গোল করেছেন হরমনপ্রীত সিং। ম্যাচের ১২ এবং ২০ মিনিটে গোল করেন হরমনপ্রীত সিং। দুটি গোল তিনি পেনাল্টি কর্ণার থেকে করেছেন। এছাড়াও ম্যাচের ১৮ মিনিটে ভারতের হয়ে গোল করেন সুখজিৎ সিং। ম্যাচে ভারতের হয়ে চতুর্থ গোলটি করেছেন মনদীপ সিং।তিনি ম্যাচের ২৯ তম মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোলটি করেছেন।অজিদের হয়ে ম্যাচে দু দুটি গোল করেছেন ব্লেক গোভার্স।ম্যাচের শুরুতেই দুই মিনিটের মধ্যে তিনি দুটি গোল করেন। এছাড়াও ম্যাচের ৪০ মিনিটে দলের হয়ে গোল করেন আরান জালেওস্কি। ৫২ তম মিনিটে লাহলান শার্প,৫৫ তম মিনিটে জ্যাকন অ্যান্ডারসন এবং ৫৮ মিনিটে জ্যাক ওয়েলচ গোল করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন তারা।

 

ম্যাচের শুরুতেই ভারতকে ধাক্কা দেয় অস্ট্রেলিয়া দল। দুই মিনিটের মধ্যে ব্লেক গোভার্সের করা দুটি গোলে এগিয়ে যায় তারা। প্রথমে তিনি পেনাল্টি কর্ণার থেকে এবং পরবর্তীতে ভারতীয় গোলরক্ষক কিষান বাহাদুর পাঠকের পাশ দিয়ে জোরালো শটে গোল করে যান। প্রথম ১০ মিনিটে আক্রমণের ঝড় ওঠায় অস্ট্রেলিয়া দল। ম্যাচের ১২ তম মিনিটে প্রথম পেনাল্টি কর্ণার পায় ভারত। সেখান থেকে গোল করে ভারতকে লড়াইতে ফেরান হরমনপ্রীত সিং।

 

১৮ তম মিনিটে ভারতের হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান সুখজিৎ। এর মিনিট দুই বাদে ফের পেনাল্টি কর্ণার থেকে গোল করে ভারতকে লিড এনে দেন হরমনপ্রীত সিং। এরপর বিরতির ঠিক এক মিনিট আগে ডি বক্সের মাথা থেকে গোল করে ভারতের লিডকে বাড়িয়ে দেন মনদীপ সিং।এরপর জালেস্কি একটি গোল শোধ করে ম্যাচের ফল ৪-৩ করেন। পরবর্তীতে ম্যাচের শেষ কোয়ার্টারে কয়েক মিনিটের ব্যবধানে তিন তিনটি গোল করে ম্যাচে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন গোভার্সরা। গোল করেন শার্প,অ্যান্ডারসন এবং ওয়েলচ।

কোচবিহারের বিতর্কিত প্রাক্তন SP দেবাশীষ ধরের প্রথম বিধ্বংসী সাক্ষাৎকার, জাস্টিস গাঙ্গুলীর মতোই পুলিশের পদে থেকে ভাজপার সঙ্গে ডিল “আমার কাছে পুলিশের উর্দি আর গেরুয়া উত্তরীয় একই”

বিস্তারিত পড়ুন...
Scroll to Top