হাইলাইট
।।ক. হাইকোর্টের রায় খারিজ, সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।।দিল্লিতে কী চলছে ফাঁস করেছিলমহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা।।মাধ‍্যমিকে ফের জেলার জয়জয়কার। প্রথম কোচবিহারের চন্দ্রচূড়।।নির্বাচন কমিশন যেন হিজ মাস্টারস ভয়েসযেখানে ভোট কম পড়েছে হঠাৎ 5.75 শতাংশ বাড়িয়ে দিয়েছে।।হুব্বা গদ্দার মিঠুনের এখন ভগবান বুদ্ধ।।রামনবমীতে বাধা দিলে আমি ঝুলিয়ে পেটাতাম।।জপমালা মাথায় ঠেকিয়ে আশীর্বাদ, হাত স্পর্শ করে আম্মাদের দোয়া দিদি তুমি ভালো থেকো।।মোদি শাহের নয়নের মণি রামদেব মহা সংকটে।।আলুওয়ালিয়ার অর্থশক্তি ধুয়েমুছে সাফ হবে।।দুর্গাপুরে কীর্তি আজাদ বলবেনহাম আজাদ হ্যায়।।মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ।।বিজেপি মানেই ফর দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, অফ দ্য এজেন্সি।।400 পারের গল্প দিচ্ছে! 200 তে গাড়ি আটকে যাবে।।সিপিএম উকিল দিয়ে চাকরি খাচ্ছে বিজেপি, দালালি করছে কংগ্রেস।।400 পার স্লোগানে দেশে গেরুয়া আতঙ্ক

ক. হাইকোর্টের রায় খারিজ, সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

৩৬৫ দিন। নয়াদিল্লি। পাহাড়ে নিয়োেগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তার উপরে স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ

Read More »

দিল্লিতে কী চলছে ফাঁস করেছিলমহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা

৩৬৫ দিন। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী হয় কংগ্রেস নয়তো দুর্বলতম জায়গায় ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার কথা বলছেন। নাম না করে, অধীর চৌধুরীর এই

Read More »

মাধ‍্যমিকে ফের জেলার জয়জয়কার। প্রথম কোচবিহারের চন্দ্রচূড়

পাশের হার ৮৬.৩১ শতাংশ, প্রথম দশে ৫৭ জন   ৩৬৫ দিন। ট্রাডিশন বজায় রেখে মাধ‍্যমিকে ফের জেলার জয়জয়কার। প্রথম দশে কলকাতার মাত্র ২ জন পড়ুয়া।

Read More »

নির্বাচন কমিশন যেন হিজ মাস্টারস ভয়েসযেখানে ভোট কম পড়েছে হঠাৎ 5.75 শতাংশ বাড়িয়ে দিয়েছে

বহরমপুরে মমতা ৩৬৫ দিন। বহরমপুরে তৃণমূল প্রার্থী বড়ঞাতে ইউসুফ পাঠানের প্রচার সভা থেকে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর তীব্র সমালোচনা করলেন তৃণমূল সভানেত্রী মমতা। পাশাপাশি ভারতীয়

Read More »

হুব্বা গদ্দার মিঠুনের এখন ভগবান বুদ্ধ

নিজের ধান্দায় সিপিএম, কংগ্রেস, শিবসেনা তৃণমূল, ভাজপা সব ঘাটের জল খাওয়া   কথাকলি দত্ত । ৩৬৫ দিন।  ১. মাননীয় চলচ্চিত্র অভিনেতা হুব্বা মিঠুনের বিভিন্ন সময়ে বলার

Read More »

রামনবমীতে বাধা দিলে আমি ঝুলিয়ে পেটাতাম

বর্বর অশিক্ষিতের ভাজপা ভাষণ, বাংলায় এসে যোগীর নিদান   ৩৬৫ দিন। দুর্গাপুর, ৩০ এপ্রিল বাংলায় রামায়ণ প্রথম অনুবাদ হয়েছিল আর এখ ানে রাম নাম করা

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

মোদি-শাহ’র একমাত্র ব্রহ্মাস্ত্র ইডি, সিবিআই আরও হিংস্র, মহুয়ার বিরুদ্ধে ইডির দ্বিতীয় এফআইআর

৩৬৫ দিন।  ১। টার্গেট মহুয়া
একা রামে হচ্ছে না সুগ্রীব দোসর। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে বিনা বিচারে লোকসভার সংসদ পদ থেকে অপসারণ করার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইকে তাঁর বিরুদ্ধে মাঠে নামিয়েও কোন কাজ হয়নি। এমনকি মহুয়া মৈত্রের নির্বাচনী কার্যালয় এবং তার বাবার ফ্ল্যাটেও তল্লাশি চালিয়ে তার বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ হাতে পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। নির্বাচনী প্রক্রিয়া চলার মধ্যেই যাবতীয় নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আর্থিক তছরূপের অভিযোগ তুলে অভিযোগ দায়ের করল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্বাভাবিকভাবেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভোট প্রক্রিয়া চলাকালীন এইভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল সহ দেশের অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল। জাতীয় নির্বাচন কমিশন গোটা দেশে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই অতি সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় অর্থ দপ্তরের নিয়ন্ত্রণাধীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একের পর এক নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করার পাশাপাশি দেশের যেখানেই ভাজপাবিরোধী রাজনৈতিক দলগুলি শক্তিশালী সেই সমস্ত দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে জোর কদমে মাঠে নামানো হয়েছে ইডিকে। ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দিল্লির রামলীলা ময়দান থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দাবি পত্র পেশ করে জানানো হয়েছিল নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত যেন বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রের মোদি সরকার ইডি, সিবিআই এবং আয়কর দপ্তরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে তার জন্য ব্যবস্থা নিতে।
আজ কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করল ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, বৈদেশিক মুদ্রা আদান প্রদান, বিদেশে থাকা ব্যক্তির সঙ্গে আর্থিক আদানপ্রদান ও তার সূত্র সংক্রান্ত প্রশ্ন থেকে নতুন মামলা শুরু করে দেওয়া হল নির্বাচনের আগেই।
আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ
মহুয়া মৈত্রের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করার পরে স্বাভাবিকভাবেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে নতুন করে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। গত পরশুদিন কৃষ্ণনগরের নির্বাচনী জনসভায় মহুয়াকে পাশে নিয়ে কেন্দ্রের মোদি সরকারের এজেন্সি রাজনীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে মমতা বলেন, মহুয়ার উপরে দেখেছেন কী অত্যাচার হয়েছে, তাঁকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে। কারণ, সে জোরে জোরে কথা বলত। ভোটে দাঁড়ানোর পরেও তাঁর বাবা-মা বেচারা কিছু জানেন না, তাঁদের বাড়িতে রেড করে এসেছে। ওদের কাজ মহুয়াকে যেভাবে হোক হারানো। মহুয়াকে আপনারা জেটাবেন। আপনারা জেতানোর পরেও মহুয়াকে সংসদ থেকে তাড়িয়ে দিয়েছে। মহুয়া এর যোগ্য জবাব দেবে। জেতার পর মহুয়া আবার রুখে দাঁড়াবে।
২ । টার্গেট অতিশী
ভাজপায় যোগ দেওয়ার জন্য রোজ চাপ দেওয়া হচ্ছে। এবার আমাকেও ওরা গ্রেফতার করবে – চাঞ্চল্যকর অভিযোগ করলেন আপ নেত্রী অতিশী মারলেনা। অতিশীর অভিযোই শুধু তিনি একা নন ভাজপার টার্গেটে রয়েছে রাঘব চড্ডা, দুর্গেশ পাঠক এবং সৌরভ ভরদ্বাজকেও। ওদের-ও লোকসভা ভোট শুরুর আগে বা ভোটের মধ্যেই গ্রেফতার করা হবে। কিসের ভিত্তিতে এমন মারাত্মক অভিযোগ আনছেন দিল্লিতে আপ সরকারের মন্ত্রী অতিশী ? তিনি বলেন, বিশেষ সূত্র থেকে খবর পেয়েছি কয়েক দিনের মধ্যেই ইডি বা অন্য কোনও কেন্দ্রীয় এজেন্সি আমার বাসভবনে অভিযান চালাবে। বলাই বাহুল্য আমাকে গ্রেফতার করাই ওদের প্রধান লক্ষ্য। তাঁর অভিযোগ, প্রায় রোজ কোনও না কোনও ভাজপা নেতা তাঁকে হুমকি দিয়ে বলছেন বাঁচতে চাইলে ভাজপায় যোগ দিতে না হলে কেজরিওয়ালের মত জেলে ঢুকতে হবে। যদিও অতিশী স্পষ্ট জানিয়েছেন যত চাপ দেয়া হোক অথবা যতই প্রতিহিংসামূলক আচরণ করে জেলে ঢোকানো হোক কোন অবস্থাতেই পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নেই আম আদমি পার্টিতেই আছি সেখানেই থাকবো বিজেপির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই হবে। কোন অবস্থাতেই ১ ইঞ্চি জমিও ছাড়া হবে না।
অতিশীর কথায়, “বিজেপি ভেবেছিল কেজরীওয়ালকে গ্রেফতারের পর আপ ভেঙে পড়বে। কিন্তু রবিবার রামলীলা ময়দানে বিরোধী দলগুলিকে একত্রিত হতে দেখে ওরা ভয় পেয়েছে। তাই আরও আপ নেতাকে গ্রেফতার করার পরিকল্পনা করছে।” কী ভাবে তাঁকে গ্রেফতার করা হতে পারে তার একটা আভাসও দিয়েছেন অতিশী। তিনি বলেন, “প্রথমেই আমার আত্মীয়দের বাড়িতে অভিযান চালানো হবে। তার পর আমাকে সমন পাঠানো হবে। তার পর আমাকে গ্রেফতার করা হবে।” শেষে অতিশী জানান, যাই হয়ে যাক না কেন আপ ছেড়ে তিনি অন্য কোনও দলে যাবেন না। স্বাভাবিকভাবেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে, দিল্লির বিজেপি নেতৃত্ব তাদের দাবি কোনরকম ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে না অসত্য কথা বলছেন আম আদমি পার্টি নেত্রী প্রসঙ্গত বিজেপির বিরুদ্ধে দিল্লিতে সরকার ভাঙতে অপারেশন কমল চালানোর অভিযোগ নতুন নয় দিল্লির মুখ ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন দিল্লি এবং পাঞ্জাবে আপ সরকার ভাঙতে বিধায়কদের কোটি কোটি টাকার প্রলোভন দেয়া হচ্ছে পরিষ্কার বলে দেয়া হচ্ছে টাকা নিয়ে বিজেপিতে যোগ দাও না হলে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে জেলে পাঠানো হবে এবার সেই একই অভিযোগ করলেন অতিশী।
৩। সঞ্জয়ের জামিন
৪ অক্টোবর, ২০২৩ থেকে ২ এপ্রিল ২০২৪। মাঝখানে পাক্কা ৬ মাস । দিল্লি আবগারি মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং কে জেলবন্দী করে রেখেও তার বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ পেশ করতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাই তাঁকে জামিনে মুক্তি দিল দেশের সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, এই একই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রফেতার করেছে ইডি। এর আগে আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন আপ নেতা সত্যেন্দ্ৰ সিং, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া । আপ নেতাকে জামিন দিয়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, তাঁকে কিছু শর্ত মানতে হবে যা ঠিক করে দেবে আদালত। সেইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আপত্তি উড়িয়ে সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, আসন্ন লোকসভা ভোটে দলের হয়ে কাজ করতে পারবেন সঞ্জয় সিং। রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত হতে কোনও বাধা নেই তাঁর ।

Scroll to Top