হাইলাইট
।।১ মের বদলে ১ এপ্রিল থেকে ডিএ দেওয়ার সিদ্ধান্ত।।পিএমএলএ আইনে ইডির যাকে খুশি গ্রেফতার নয়, কোর্টে তথ্যপ্রমাণ পেশ করে অনুমতি নিতে হবে।।সংবাদ মাধ্যম ভুল বোঝাচ্ছে, জোটে ছিলাম, আছি, ইন্ডিয়া জোট দিয়েই সরকার গড়ব।।ওরা রবীন্দ্রনাথের ছবি উল্টো ধরে, ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওরা বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি জানে ।।মোদি নয়, এবার দিদি ‘ইন্ডিয়া’ জোটকে দিল্লিতে ক্ষমতায় নিয়ে আসবে, গতকাল পর্যন্ত আমাদের হিসেব ওরা ১৯৫, ইন্ডিয়া জোট ৩১৫।।মরিয়া রেখার মিশন তৃণমূল পেটাও।।লড়াই চলছে, ওরা পারলে আমাকে মেরে ফেলতেও পারে।।শুভেন্দুদা না থাকলে সন্দেশখালিতে এতবড় অপারেশন করা যেত না, তৃণমূলকে ফাঁসাতে ৭২ মহিলাকে ২০০০ টাকা করে দিয়ে।।রাজ্যপালের আরও কেলেঙ্কারি আছে পাশে বসাও পাপ, অনেক প্রমাণ আছে, রাজ্যপাল পদত্যাগ করুন আমি আর রাজভবনে যাব না।।স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিচ্ছেন বিরোধীদের উল্টো করে ঝুলিয়ে রাখব, শাহ’র সঙ্গে একমঞ্চে কয়লা মাফিয়া জয়দেব।।কেজরির জামিন মঞ্জুর ।।সন্দেশখালি বোঝাল, পাপ তার বাপকেও ছাড়ে না মিথ্যা ধর্ষণ ফাঁস করল বিজেপির লোকেরাই, বুথ পিছু ৫ মহিলার বঙ্গজননী বাহিনী এবার প্রতি ঘরে যাবে।।চমকাইতলা, আরামবাগে সিপিএম খুন করে সুড়ঙ্গ খুঁড়ে ডেডবডি পাচার করত।।ভারতরত্ন চাই না, বাংলার মমতারত্ন পেলেই গর্বিত।।হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ কারও চাকরি যাচ্ছে না

১ মের বদলে ১ এপ্রিল থেকে ডিএ দেওয়ার সিদ্ধান্ত

এগরায় মমতা ৩৬৫ দিন। মে মাসের ১ তারিখ থেকে সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এবার মে মাসের পরিবর্তে

Read More »

পিএমএলএ আইনে ইডির যাকে খুশি গ্রেফতার নয়, কোর্টে তথ্যপ্রমাণ পেশ করে অনুমতি নিতে হবে

ইডির যথেচ্ছাচারে রাশ, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ৩৬৫ দিন। নয়াদিল্লি। পিএমএলএ আইনে অভিযুক্ত দেখি য়ে যেকোনো রাজনৈতিক নেতাকে অথবা রাজনৈতিক নেতাদের গণিত ব্যবসায়ীদের নিজের ইচ্ছে

Read More »

সংবাদ মাধ্যম ভুল বোঝাচ্ছে, জোটে ছিলাম, আছি, ইন্ডিয়া জোট দিয়েই সরকার গড়ব

ইন্ডিয়া জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা ৩৬৫ দিন। ‘বাংলায় নয়, সর্বভারতীয় স্তরে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছি, জোটে ছিলাম, আছি এবং ওই জোট

Read More »

ওরা রবীন্দ্রনাথের ছবি উল্টো ধরে, ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওরা বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি জানে 

বাঙালির অপমানে গর্জে উঠলেন মমতা ৩৬৫ দিন। সন্দেশখালিতে বিজেপি যেভাবে চক্রান্ত করে বাংলার বিরুদ্ধে কুৎসা করেছে তা ‘নরেন্দ্র মোদির জঘন্য অপরাধ’ বলে বার্তা দিলেন বাংলার

Read More »

মোদি নয়, এবার দিদি ‘ইন্ডিয়া’ জোটকে দিল্লিতে ক্ষমতায় নিয়ে আসবে, গতকাল পর্যন্ত আমাদের হিসেব ওরা ১৯৫, ইন্ডিয়া জোট ৩১৫

বনগাঁয় মমতার গর্জন ৩৬৫ দিন। এবার আর মোদির সরকার দিল্লিতে ক্ষমতায় আসছে না। গতকালের হিসেব অনুযায়ী ১৯০ থেকে ১৯৫টি আসন তারা পাবে। ৩১৫ টির বেশি

Read More »

মরিয়া রেখার মিশন তৃণমূল পেটাও

সন্দেশখালিতে ৫০০০ টাকার ভুয়ো ‘ধর্ষিতা’ বাহিনীর কেচ্ছা ফাঁস হতেই ৩৬৫ দিন। সন্দেশখালি। প্রথমে ২০০০ টাকা মাথাপিছু দিয়ে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে সর্বভারতীয় স্তরের

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

বাংলায় এসেও মোদির 400 পার পগারপার

প্রথম দফার পর থেকেই আস্তে আস্তে ৪০০ পারের স্লোগান ভ্যানিশ

৩৬৫ দিন। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে লোকসভার শেষ অধিবেশনে শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নজিরবিহীন ভাবে লোকসভার অধিবেশন কক্ষেই স্লোগান তুলেছিলেন আব কি বার ৪০০ পার। রীতিমতো পাটিগণিতের অংকের মত হিসেব কষে বলে দিয়েছিলেন এবারের নির্বাচনে ভাজপা নাকি একাই পাবে ৩৭০ আসনের বেশি আর এনডিএ জোট পাবে সামগ্রিকভাবে ৪০০ আসনের বেশি। স্বাধীন ভারতের ইতিহাসে ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে কংগ্রেস ছাড়া এমন নজির আর কোন দলের নেই।

কিন্তু মোদি কোথা থেকে ৪০০ আসনে জিতবেন এই প্রশ্ন উঠতে শুরু করেছিল তারপর থেকেই। উত্তর পূর্ব ভারতের অধিকাংশ রাজ্য যেখানে ভাজপা প্রার্থী দিতে পারেনি অথবা দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্য যেখানে ভাজপা খাতা খুলতে পারবে কিনা সন্দেহ রয়ে গিয়েছে তারপরেও ৪০০ আসনের স্বপ্ন দেখিয়ে মোদী দলের নেতাদের চাঙ্গা করার চেষ্টা চালালেও স্বপ্নভঙ্গ হয়ে যায় উনিশে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণের দিনেই। বাংলায় এসে মুখে কুলুপ মোদির প্রথম দফার ভোট গ্রহণের পরে আজ বাংলায় তৃতীয় দফার ভোটগ্রহণের শুরুর কিছুক্ষণের মধ্যেই মালদহে নির্বাচনী জনসভা করলেও মোদির মুখে একবারের জন্যও শোনা গেল না আব কি বার ৪০০ পার স্লোগান। আগডুম বাগডুম বিভিন্ন বক্তব্য রাখলেও যে ঔদ্ধত্যের সঙ্গে সংসদে দাঁড়িয়ে ৪০০ আসনের বেশি লোকসভা কেন্দ্রে জয়ের হুংকার দিয়েছিলেন মোদি সেই হুংকার স্তিমিত হয়ে মোদির গলায় উঠে এলো পুনর্জন্মের থিওরি।

কেন পিছু হটলেন মোদি

প্রথম”ফোর ভোট গ্রহণ করবে বাংলার যে তিন আসনে ভোট গ্রহণ হয়েছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তার প্রত্যেকটিতেই জিতেছিল ভাজপা। কিন্তু এবারে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির মতো নিশ্চিত আসন গুলিতেও জয় আসছে না বলে মোদির কাছে রিপোর্ট দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলি। অন্যদিকে উত্তরপ্রদেশের যে আসন গুলিতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি তার প্রত্যেকটিতেই শোচনীয় পরিস্থিতির শিকার হয়ে অধিকাংশ ক্ষেত্রে বুথে দলের এজেন্ট বসাতে পারেনি ভারতীয় জনতা পার্টি। অশনি সংকেত উত্তর-পূর্ব ভারত ভারতের লোকসভায় ৫৪৩ লোকসভা কেন্দ্রের মধ্যে ৪০০ আসনের বেশি জয় পেতে গেলে শুধুমাত্র গরুকে মা বলে পূজো করা গোবলয়ের গোটাচার এক রাজ্যে অধিকাংশ আসনে জয় পাওয়া যে যথেষ্ট নয় তা নরেন্দ্র মোদী নিজেও খুব ভালোভাবে জানেন। তার জন্য প্রয়োজন দাক্ষিণাত্য বিজয় এবং উত্তর-পূর্ব ভারতে একচেটিয়া জয়। কিন্তু উত্তর-পূর্ব ভারতে মনিপুর নাগাল্যান্ড সহ অধিকাংশ জায়গাতেই কোন প্রার্থী দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি।

সুপার ফ্লপ রাম মন্দির ইস্যু

লোকসভা নির্বাচনের ঠিক আগে রাম মন্দির উদ্বোধন এবং রামলালার মূর্তি প্রতিষ্ঠা করে গোটা দেশ জুড়ে উগ্র হিন্দুত্বের উন্মাদনা জাগিয়ে তুলবেন বলে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু সেই পরিকল্পনা মাঠে মারা গিয়েছে গোটা দেশের মানুষ এমনকি কর্তার ভাঁজ বা সমর্থকেরও উগ্র হিন্দুত্বের ইসুকে ছুড়ে ফেলে দেওয়ায়। তাই প্রথম দফার ভোট গ্রহণের পর থেকে কোন নির্বাচনী প্রচারে মোদির মুখে শোনা যায়নি রাম মন্দির প্রতিষ্ঠার কৃতিত্বের কথা।

Scroll to Top