হাইলাইট
।।চমকাইতলা, আরামবাগে সিপিএম খুন করে সুড়ঙ্গ খুঁড়ে ডেডবডি পাচার করত।।ভারতরত্ন চাই না, বাংলার মমতারত্ন পেলেই গর্বিত।।হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ কারও চাকরি যাচ্ছে না।।১০ লক্ষ চাকরি রেডি, বিজেপি-সিপিএম কোর্টে গিয়ে আটকে দিচ্ছে।।পুতিন, ইউক্রেন ওর দিকে তাকিয়েমোদীজি তৃতীয় বিশ্বয়ুদ্ধ থামালেন।।প্রশ্ন, মিথ্যা অভিযোগ হলে তদন্তে বাধা কেন?।।সন্দেশখালিতে ঘৃণ্য বিজেপি ২০০০ টাকায় মহিলাদের ইজ্জত বেচে দিয়েছে।।পিসি ভাইপো নয়, হিম্মত থাকলে আমার, অভিষেকের নামে বিজ্ঞাপন করুক বিজেপি।।গঙ্গাধরের ভিডিও বক্তব্য, ২০০০ টাকা পেয়ে রেখা নিজেকে ‘ধর্ষিতা’ বলে।।টাকা নিয়ে নারী পুরুষসহ যারা মিথ্যা ধর্ষণ সাজিয়েছে গ্রেফতার করা হোক।।বাংলার বিরুদ্ধে কুৎসার ন্যারেটিভ।।পূর্ণাঙ্গ কথোপকথন যা ভিডিওতে আছে।।বিজেপির সন্দেশখালি নাটক ফাঁস হয়ে গেছে, আজ কলসি ফুটো।।দেবের হেলিকপটারে ধোঁয়া, অল্পে রক্ষা, জরুরি অবতরণ।।সন্দেশখালি নিয়ে বলার আগে রাজভবনের কর্মীর খোঁজ নিন

চমকাইতলা, আরামবাগে সিপিএম খুন করে সুড়ঙ্গ খুঁড়ে ডেডবডি পাচার করত

আরামবাগে আমার প্রার্থী মিতালী উচ্চশিক্ষিত একটানা দলের কাজ করে, ওকে গ্রহণ করুন ৩৬৫ দিন। পঁচিশে বৈশাখের শুভ লগ্নে বুধবার হুগলি জেলার আরামবাগ ও বলাগরে দুটি

Read More »

ভারতরত্ন চাই না, বাংলার মমতারত্ন পেলেই গর্বিত

শত্রুঘ্নর বক্তব্য, বাংলার রয়েল বেঙ্গল টাইগার আমার নাম ভারতরত্নের জন্য ভেবেছেন, এতেই কৃতজ্ঞ ইন্দ্রনীল সাহা। আসানসোল। ৩৬৫দিন। তার কোন পরিচয়ের প্রয়োজন পড়ে না। গোটা দেশের

Read More »

হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ কারও চাকরি যাচ্ছে না

দেশের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ৮০০০ অযোগ্যের জন্য ২৬০০০ চাকরি বাতিল হতে পারে না     ৩৬৫ দিন। নয়াদিল্লি। এসএসসি নিয়োেগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি

Read More »

১০ লক্ষ চাকরি রেডি, বিজেপি-সিপিএম কোর্টে গিয়ে আটকে দিচ্ছে

৩৬৫ দিন। প্রথমে শান্তিরাম মাহাতোর সমর্থনে পুরুলিয়ায় জনসভা, দ্বিতীয়ত বিষ্ণুপুরে সুজাতা মন্ডল খাঁয়ের সমর্থনে জনসভা এবং পরিশেষে বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদের হয়ে মঙ্গলবার বেলা চিনি

Read More »

পুতিন, ইউক্রেন ওর দিকে তাকিয়েমোদীজি তৃতীয় বিশ্বয়ুদ্ধ থামালেন

ভাজপার টকিং ডল কঙ্গনার বোমা   ৩৬৫ দিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামালো কে? মোদি ভাই আবার কে! ফের ফাউল প্লে ভাজপার ‘টকিং ডল’ কঙ্গনার। এবার

Read More »

প্রশ্ন, মিথ্যা অভিযোগ হলে তদন্তে বাধা কেন?

রাজভবনে শ্লীলতাহানি, তদন্তে নিষেধাজ্ঞা পদ্মপালের   ৩৬৫ দিন। সিবিআই বা অন্য কোনো তদন্তকারীসংখ্যা ডাকলে না গেলে তাকে অপরাধী বলে দাগাতে চেষ্টা চেষ্টা করে ভাজপা। কিন্তু

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

বলিউডের অন্যতম শিশুশিল্পী সুহানা মারা গেলো ভুল চিকিৎসায়, তীব্র ক্ষোভ বলি পাড়ায়

এমন এক মর্মান্তিক খবরে ভেঙে পড়েছে সমস্ত বলিপাড়া। খুবই প্রতিভাধার শিল্পী ছিল সুহানা। বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। পরিবার সূত্রে খবর, কিছু দিন আগেই এক দুর্ঘটনার সম্মুখীন হন সুহানি। সেই দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। পরিবারের দাবি, যে ওষুধ তাঁকে দেওয়া হচ্ছিল তা থেকে শরীরের তরলের মাত্রা (ফ্লুইড) ক্রমশ বাড়তে শুরু করে তাঁর। শুরু হয় পার্শ্বপ্রতিক্রিয়া।

 

দিল্লির এইমস হাসপাতালে ভর্তিও করা হয় সুহানিকে। আইসিইউতে চলছিল চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মারা যান তিনি। বলিউডে বেশ পরিচিত শিশুশিল্পী ছিলেন সুহানি। দঙ্গল ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। শুধু তাই নয়, বেশ কিছু বিজ্ঞাপন ও ধারাবাহিকেও কাজ করতেও দেখা গিয়েছে তাঁকে। ইচ্ছে ছিল অভিনেত্রীই হবেন। তবে পাশাপাশি চলছিল পড়াশোনা। কিন্তু মাত্র ১৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলো আমাদের প্ৰিয় সুহানি। ঘটনায় শোকে পাথর আমির খানও।

 

তাঁর প্রযোজনা সংস্থা থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। তাতে লেখা, সুহানির এভাবে চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। ওঁর মা পূজা ও গোটা পরিবারকে আমাদের সমবেদনা। ও ভীষণ গুণী একজন মানুষ ছিল। ওকে ছাড়া দঙ্গল তৈরিই হত না। সব সময় আমাদের হৃদয়ে তারা হয়ে থাকবে তুমি। ভাল থেকো।

 

সুহানিকে দঙ্গল ছবির জন্য খুঁজে পেয়েছিলেন বলিউডের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টের মুকেশ ছাবড়া। শোকপ্রকাশ করেছেন তিনিও। আজ তাঁর মনে পড়ছে, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ১০ হাজার জন মেয়ের মধ্যে থেকে কীভাবে সুহানিকে খুঁজে পেয়েছিলেন তিনি। তাঁর কথায়, গীতা ও ববিতার চরিত্রের জন্য ১০ হাজার জন মেয়ের মধ্যে থেকে ওকে খুঁজে পাই।

Scroll to Top