হাইলাইট
।।১ মের বদলে ১ এপ্রিল থেকে ডিএ দেওয়ার সিদ্ধান্ত।।পিএমএলএ আইনে ইডির যাকে খুশি গ্রেফতার নয়, কোর্টে তথ্যপ্রমাণ পেশ করে অনুমতি নিতে হবে।।সংবাদ মাধ্যম ভুল বোঝাচ্ছে, জোটে ছিলাম, আছি, ইন্ডিয়া জোট দিয়েই সরকার গড়ব।।ওরা রবীন্দ্রনাথের ছবি উল্টো ধরে, ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওরা বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি জানে ।।মোদি নয়, এবার দিদি ‘ইন্ডিয়া’ জোটকে দিল্লিতে ক্ষমতায় নিয়ে আসবে, গতকাল পর্যন্ত আমাদের হিসেব ওরা ১৯৫, ইন্ডিয়া জোট ৩১৫।।মরিয়া রেখার মিশন তৃণমূল পেটাও।।লড়াই চলছে, ওরা পারলে আমাকে মেরে ফেলতেও পারে।।শুভেন্দুদা না থাকলে সন্দেশখালিতে এতবড় অপারেশন করা যেত না, তৃণমূলকে ফাঁসাতে ৭২ মহিলাকে ২০০০ টাকা করে দিয়ে।।রাজ্যপালের আরও কেলেঙ্কারি আছে পাশে বসাও পাপ, অনেক প্রমাণ আছে, রাজ্যপাল পদত্যাগ করুন আমি আর রাজভবনে যাব না।।স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিচ্ছেন বিরোধীদের উল্টো করে ঝুলিয়ে রাখব, শাহ’র সঙ্গে একমঞ্চে কয়লা মাফিয়া জয়দেব।।কেজরির জামিন মঞ্জুর ।।সন্দেশখালি বোঝাল, পাপ তার বাপকেও ছাড়ে না মিথ্যা ধর্ষণ ফাঁস করল বিজেপির লোকেরাই, বুথ পিছু ৫ মহিলার বঙ্গজননী বাহিনী এবার প্রতি ঘরে যাবে।।চমকাইতলা, আরামবাগে সিপিএম খুন করে সুড়ঙ্গ খুঁড়ে ডেডবডি পাচার করত।।ভারতরত্ন চাই না, বাংলার মমতারত্ন পেলেই গর্বিত।।হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ কারও চাকরি যাচ্ছে না

১ মের বদলে ১ এপ্রিল থেকে ডিএ দেওয়ার সিদ্ধান্ত

এগরায় মমতা ৩৬৫ দিন। মে মাসের ১ তারিখ থেকে সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এবার মে মাসের পরিবর্তে

Read More »

পিএমএলএ আইনে ইডির যাকে খুশি গ্রেফতার নয়, কোর্টে তথ্যপ্রমাণ পেশ করে অনুমতি নিতে হবে

ইডির যথেচ্ছাচারে রাশ, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ৩৬৫ দিন। নয়াদিল্লি। পিএমএলএ আইনে অভিযুক্ত দেখি য়ে যেকোনো রাজনৈতিক নেতাকে অথবা রাজনৈতিক নেতাদের গণিত ব্যবসায়ীদের নিজের ইচ্ছে

Read More »

সংবাদ মাধ্যম ভুল বোঝাচ্ছে, জোটে ছিলাম, আছি, ইন্ডিয়া জোট দিয়েই সরকার গড়ব

ইন্ডিয়া জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা ৩৬৫ দিন। ‘বাংলায় নয়, সর্বভারতীয় স্তরে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছি, জোটে ছিলাম, আছি এবং ওই জোট

Read More »

ওরা রবীন্দ্রনাথের ছবি উল্টো ধরে, ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওরা বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি জানে 

বাঙালির অপমানে গর্জে উঠলেন মমতা ৩৬৫ দিন। সন্দেশখালিতে বিজেপি যেভাবে চক্রান্ত করে বাংলার বিরুদ্ধে কুৎসা করেছে তা ‘নরেন্দ্র মোদির জঘন্য অপরাধ’ বলে বার্তা দিলেন বাংলার

Read More »

মোদি নয়, এবার দিদি ‘ইন্ডিয়া’ জোটকে দিল্লিতে ক্ষমতায় নিয়ে আসবে, গতকাল পর্যন্ত আমাদের হিসেব ওরা ১৯৫, ইন্ডিয়া জোট ৩১৫

বনগাঁয় মমতার গর্জন ৩৬৫ দিন। এবার আর মোদির সরকার দিল্লিতে ক্ষমতায় আসছে না। গতকালের হিসেব অনুযায়ী ১৯০ থেকে ১৯৫টি আসন তারা পাবে। ৩১৫ টির বেশি

Read More »

মরিয়া রেখার মিশন তৃণমূল পেটাও

সন্দেশখালিতে ৫০০০ টাকার ভুয়ো ‘ধর্ষিতা’ বাহিনীর কেচ্ছা ফাঁস হতেই ৩৬৫ দিন। সন্দেশখালি। প্রথমে ২০০০ টাকা মাথাপিছু দিয়ে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে সর্বভারতীয় স্তরের

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

মানুষখেকো বাঘ দেখেছেন, শুনেছেন চাকরিখেকো বিজেপি, সিপিএম দেখেছেন?

প. মেদিনীপুরে মমতার বক্তব্য, দেব জিতলে আমার উপহার ঘাটাল মাস্টার প্ল্যান

 

অশোককুমার মণ্ডল। পশ্চিম মেদিনীপুর। ৩৬৫ দিন। ২৪-এর লোকসভা নির্বাচনের লড়াইয়ে ৪২ ডিগ্রি তাপপ্রবাহে একের পর এক জনসভা। আর ভিড়ে ঠাসা সেই জনসভা থেকে ভাজপাকে হারানোর ডাক দিলেন মমতা। আজ পশ্চিম মেদিনীপুরের পিংলায় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলপ্রার্থী দেব ওরফে দীপক অধিকারীর সমর্থনে সভা করলেন মমতা। সভামঞ্চ থেকে দেবের ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মমতাকে। মমতা বলেন, দেব আমাকে বলেছিল দিদি আমাকে ছেড়ে দাও। আমি বলেছিলাম ছাড়ব না। আজ মত ঘাটাল ও পশ্চিম মেদিনীপুর এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য রাজ্যের খরচেই ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরির উপহার দেওয়ার ঘোষণা করার পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের রায় ২৬০০০ চাকরি বাতিল নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন মমতা।

কী বললেন মমতা

মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো মানুষ দেখে ছেন? চাকরি খেকো বিজেপি দেখেছেন? চাকরি থেকো সিপিএম দেখেছেন? চাকরি খেকো রাম বাম শ্যাম দেখেছেন? চাকরি খেকো বিজেপি সিপিএমকে চিনে নিন।

চক্রান্ত করে চাকরি খেয়েছে। ২৬ হাজার চাকরি বাতিলের পিছনে রয়েছে বড় চক্রান্ত।

১২ শতাংশ সুদ সহ গোটা জীবনের বেতনের টাকা ফেরত দিতে বলেছে। এটা কি মগের মুলুক নাকি! পারবেন যদি আপনার সারা জীবনের টাকা ফেরত দিতে বলা হয় দিতে?

২৬ হাজার চাকরি খেয়ে নিল? এইভাবে চাকরি খাওয়া যায়। তারা তো শ্রমটা দিয়েছে। আপনারা কী চান আরএসএস-কে স্কুলের দায়িত্ব দিতে?

বিচারব্যবস্থার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কিন্তু গণতন্ত্র আজ কাঁদছে। সংশ্লিষ্টদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অনেক চাকরি বাতিল করা হয়েছে। এখন স্কুলগুলো কীভাবে চলবে? মনে হচ্ছে কিছু লোক তাদের নির্বাচনী দায়িত্বের অংশ হিসাবে চান না যাতে কেবল কেন্দ্রীয় সংস্থাগুলির সাথে যুক্ত ব্যক্তিরাই এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে। তিনি বলেন, একজন আইনজীবী হিসেবে আমি কিছু আইনি বিষয় সম্পর্কে অবগত। আমি পুনরাবৃত্তি করছি যে কিছু ভুল ছিল যা এর আমরা সংশোধন করব। কিন্তু কাজ হারানো প্রায় ২৬ এক হাজার মানুষের পরিবারের সদস্যরা এখন অনাহারে – থাকবেন।

আমরা চাকরি দিচ্ছি ওরা চাকরি কাড়ছে। মেদিনীপুরের গদ্দার বোমা ফাটাবে বলে ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিল। যেন মগের মুলক। আমাদের দপ্তর সুপ্রিম কোর্টে গিয়েছে। কোন কাজে ভুল হলে সংশোধন করতে বললে করে নেওয়া যায়। সবাই সঠিক কাজ করতে পারে না। মানুষের অধিকার আছে ভুল করার। তাই বলে বোমা ফাটাবে বলে ২৬০০০ চাকরি কেড়ে – নিতে পারি না। এত বড় সাহস!

উনি বিজেপিতে গেলেন কেন? টাকার রক্ষা করতে হবে, না হলে ইডি, সিবিআই লেগে যাবে। তাই নিজেকে বাঁচানোর জন্য গিয়েছেন। সব থেকে বেশি গদ্দারী যে করেছে সে ওই মেদিনীপুরের মীরজাফর। লোডশেডিং করে ভোট দখল করা, গুন্ডামি করে টাকা দিয়ে ভোট দখ ল করা বুঝে নেব। আসলে ওরা বুঝতে পেরেছে সবাই চাকরি পেলে বিজেপি উঠে যাবে। তাই চাকরি বন্ধ করছে।

১০ লক্ষ চাকরি রেডি করে রেখেছি। বিজেপি, সিপিআইএম-এর জন্য করতে পারছি না। ভুলে যাচ্ছে আমরা বিচার পাওয়ার জন্য বিচারালয়ের জন্য আসায় থাকি। কত কেস বছরের পর বছর পড়ে আছে। বিজেপির জন্য আমার প্রশ্ন কেউ পেয়েছে ১৫ লাখ টাকা?

বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে। মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছে। এনআরসি নিয়ে এসেছে। সিএএ নিয়ে এসেছে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসেছে। কিন্তু আমরা লড়াই করে যাব। লক্ষীর ভান্ডার নিয়ে ট্যাঁ ফোঁ করবে না। বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে, কাঁচকলা খাও। পেট ঠান্ডা থাকবে। ওটা তোমাদের টাকা নয়, মা-বোনেদের টাকা। আত্মসম্মানের টাকা। হাত দিয়ে দেখুক, মায়েদের হাতা-ঝান্ডার খেলা দেখেছেন? বটি দিয়ে তরকারি কাটার খেলা দেখেছেন?

ভয় দেখাচ্ছে ভোটের পরে এনআইএ করব আরে তুই থাকবি না তো ভোটের পরে এন আই এ কোথা থেকে দিবি? আবার বলছে ভোটের পরে এনআইএ দিয়ে দেবে। আরে তুই থাকবি না, এনআইএ কী দিবি?

বিজেপি এবারে ক্ষমতায় আসছে না এটা জেনে রাখুন। তাই ঘাবড়ে গেছে। ঘাবড়ে গেছে বলে পাগলের মত যা খুশি করে বেড়াচ্ছে।

চারদিকে মাংসের দোকান বন্ধ ডিমের দোকান বন্ধ মাছের দোকান বন্ধ। আরে ভাই মানুষ কি খাবে না খাবে সে কি বিজেপি ঠিক করে দেবে!

কঙ্কাল কান্ড মনে আছে তো? লালগড়ে নেতাইয়ে। কেটে হলদি নদীর জলে ফেলে দিত। সারেঙ্গা তে কত খুন করেছে?

আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই। তার জন্য রবীন্দ্র সংগীত চালানো শুরু করেছিলাম। বাংলায় বিজেপির দুটো চোখ একটা কংগ্রেস একটা সিপিএম।

আমি ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম তার জন্য আমি গর্বিত। নামও আমি ঠিক করেছিলাম তার জন্য আমি গর্বিত।

শুধু ভোটের সময় নয়, আমি ওকে দেখেছি ঘাটালের এ বন্যার সময় ও মানুষকে রান্নাবান্না করে খাওয়ায়। ও কোভিডের সময়ও ভাল সার্ভিস দিয়েছে। আমরা ডেবরায় ইংলিশ মিডিয়াম স্কুল করে দিয়েছি। দেব জিতলে, জুন জিতলে, ঝাড়গ্রাম জিতলে আমি উপহার দেব ঘাটাল মাস্টার প্ল্যান।

উন্নয়নে অনেক এগিয়ে বাংলা। উন্নয়নে বাংলার সঙ্গে পৃথিবীর কেউ পারবে না। পৃথিবীর সেরা বাংলা। ৬৭টা প্রকল্প আমরা চালাই। ছোট থেকে বড়, জন্ম থেকে মৃত্যু। ওরা সবাইকে চোর বলে নিজেরা জগৎ বিখ্যাত চোর। যে ভাবে ভারতবর্ষে ইলেকশন চলছে তাতে সারা পৃথিবী বলছে লজ্জা লজ্জা লজ্জা।

আমরা ৪৩ লক্ষ বাড়ি এই ১২ বছরে করে দিয়েছি। ১১ লক্ষ লোকের বাড়ির লিস্ট এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পরে আছে। কিন্তু করে দেয়নি। ৩৫০ টা কেন্দ্রীয় টিম এসেছে। তদন্ত করেছে। রিপোর্ট চেয়েছে। কিন্তু, বলছে পরে ঘর দেব। কিন্তু, বাংলার মানুষ মাথা নত করে। না। এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে ১১ লক্ষ মানুষের বাড়ি প্রথম কিস্তির টাকা দিয়ে দেব। আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট ১ লক্ষ ২০ টাকা করে দিয়ে দেব। ঘর নিজেরা তৈরি করে নেবেন। বাংলার বাড়ি। কারও দয়া পেতে হবে না। দয়া চাইতে হবে না। তামিলনাড়ুতে ৪০ লোকসভা কেন্দ্র, আমাদের এখানে ৪২। সেখানে একদিনে ভোট হলে আমাদের এখানে দুমাস ধরে কেন? নির্বাচন কমিশন হিসাব দিতে পারবে অন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী কত আর আমাদের রাজ্যে এত কেন্দ্রীয় বাহিনী কেন? আসল লক্ষ্য বাংলাকেদখল করা। কি এমন করেছেন যে ভোট চাইছেন বিজেপি নেতারা? শুনেছি কেশিয়াড়িতে আরএসএস এর বড় স্কুল রয়েছে।. অনেক সম্পত্তি করেছে ওরা। আগে ভাবতাম আরএসএস মানে ত্যাগী। ভালো লোক ছিল। আজ ভোগ করতে করতে এমন ভোগী হয়েছে ত্যাগ ছেড়ে ভোগকে আশ্রয় করছে ওরা। যার জন্য বিজেপি এত নোংরামি করছে, নোংরা খেলা খেলছে।

Scroll to Top