হাইলাইট
।।১ মের বদলে ১ এপ্রিল থেকে ডিএ দেওয়ার সিদ্ধান্ত।।পিএমএলএ আইনে ইডির যাকে খুশি গ্রেফতার নয়, কোর্টে তথ্যপ্রমাণ পেশ করে অনুমতি নিতে হবে।।সংবাদ মাধ্যম ভুল বোঝাচ্ছে, জোটে ছিলাম, আছি, ইন্ডিয়া জোট দিয়েই সরকার গড়ব।।ওরা রবীন্দ্রনাথের ছবি উল্টো ধরে, ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওরা বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি জানে ।।মোদি নয়, এবার দিদি ‘ইন্ডিয়া’ জোটকে দিল্লিতে ক্ষমতায় নিয়ে আসবে, গতকাল পর্যন্ত আমাদের হিসেব ওরা ১৯৫, ইন্ডিয়া জোট ৩১৫।।মরিয়া রেখার মিশন তৃণমূল পেটাও।।লড়াই চলছে, ওরা পারলে আমাকে মেরে ফেলতেও পারে।।শুভেন্দুদা না থাকলে সন্দেশখালিতে এতবড় অপারেশন করা যেত না, তৃণমূলকে ফাঁসাতে ৭২ মহিলাকে ২০০০ টাকা করে দিয়ে।।রাজ্যপালের আরও কেলেঙ্কারি আছে পাশে বসাও পাপ, অনেক প্রমাণ আছে, রাজ্যপাল পদত্যাগ করুন আমি আর রাজভবনে যাব না।।স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিচ্ছেন বিরোধীদের উল্টো করে ঝুলিয়ে রাখব, শাহ’র সঙ্গে একমঞ্চে কয়লা মাফিয়া জয়দেব।।কেজরির জামিন মঞ্জুর ।।সন্দেশখালি বোঝাল, পাপ তার বাপকেও ছাড়ে না মিথ্যা ধর্ষণ ফাঁস করল বিজেপির লোকেরাই, বুথ পিছু ৫ মহিলার বঙ্গজননী বাহিনী এবার প্রতি ঘরে যাবে।।চমকাইতলা, আরামবাগে সিপিএম খুন করে সুড়ঙ্গ খুঁড়ে ডেডবডি পাচার করত।।ভারতরত্ন চাই না, বাংলার মমতারত্ন পেলেই গর্বিত।।হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ কারও চাকরি যাচ্ছে না

১ মের বদলে ১ এপ্রিল থেকে ডিএ দেওয়ার সিদ্ধান্ত

এগরায় মমতা ৩৬৫ দিন। মে মাসের ১ তারিখ থেকে সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এবার মে মাসের পরিবর্তে

Read More »

পিএমএলএ আইনে ইডির যাকে খুশি গ্রেফতার নয়, কোর্টে তথ্যপ্রমাণ পেশ করে অনুমতি নিতে হবে

ইডির যথেচ্ছাচারে রাশ, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ৩৬৫ দিন। নয়াদিল্লি। পিএমএলএ আইনে অভিযুক্ত দেখি য়ে যেকোনো রাজনৈতিক নেতাকে অথবা রাজনৈতিক নেতাদের গণিত ব্যবসায়ীদের নিজের ইচ্ছে

Read More »

সংবাদ মাধ্যম ভুল বোঝাচ্ছে, জোটে ছিলাম, আছি, ইন্ডিয়া জোট দিয়েই সরকার গড়ব

ইন্ডিয়া জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা ৩৬৫ দিন। ‘বাংলায় নয়, সর্বভারতীয় স্তরে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছি, জোটে ছিলাম, আছি এবং ওই জোট

Read More »

ওরা রবীন্দ্রনাথের ছবি উল্টো ধরে, ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওরা বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি জানে 

বাঙালির অপমানে গর্জে উঠলেন মমতা ৩৬৫ দিন। সন্দেশখালিতে বিজেপি যেভাবে চক্রান্ত করে বাংলার বিরুদ্ধে কুৎসা করেছে তা ‘নরেন্দ্র মোদির জঘন্য অপরাধ’ বলে বার্তা দিলেন বাংলার

Read More »

মোদি নয়, এবার দিদি ‘ইন্ডিয়া’ জোটকে দিল্লিতে ক্ষমতায় নিয়ে আসবে, গতকাল পর্যন্ত আমাদের হিসেব ওরা ১৯৫, ইন্ডিয়া জোট ৩১৫

বনগাঁয় মমতার গর্জন ৩৬৫ দিন। এবার আর মোদির সরকার দিল্লিতে ক্ষমতায় আসছে না। গতকালের হিসেব অনুযায়ী ১৯০ থেকে ১৯৫টি আসন তারা পাবে। ৩১৫ টির বেশি

Read More »

মরিয়া রেখার মিশন তৃণমূল পেটাও

সন্দেশখালিতে ৫০০০ টাকার ভুয়ো ‘ধর্ষিতা’ বাহিনীর কেচ্ছা ফাঁস হতেই ৩৬৫ দিন। সন্দেশখালি। প্রথমে ২০০০ টাকা মাথাপিছু দিয়ে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে সর্বভারতীয় স্তরের

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ দেবতনু

বীরভূম লোকসভার পরিবর্তিত বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য

ভাজপা শেষমুহূর্তে বিকল্প প্রার্থী সঙ্ঘ ঘনিষ্ঠ

৩৬৫দিন। আশঙ্কাই সত্যি হলো। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ দলের প্রার্থী পদ খারিজ হয়ে গেল নির্বাচন কমিশনের নির্দেশে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী হলফনামায় যে যে তথ্য দিয়েছেন সেখানে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে, সেই ত্রুটির কারণেই তার প্রার্থী পথ বাতিল হয়ে গেল। এই দেবাশীষ ধরে বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। পদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে নির্বাচনের প্রচারে এসে বিজেপি প্রার্থী দেবাশীষ ধর কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। গত বিধানসভা নির্বাচনের কুচবিহার জেলার পুলিশ সুপারের দায়িত্বে থাকাকালীন শীতলকুচিতে চারজন সংখ্যালঘু মানুষ ও একজন রাজবংশী মানুষকে গুলি করে খুন করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ তোলার পর এই কার্যত বেশ খানিকটা ব্যাক ফুটে চলে যায় বিজেপি। বিজেপি জেলা নেতৃত্ব বুঝতে পারে তৃণমূল কংগ্রেসের একাধিক অভিযোগ বিপাকে ফেলতে পারে দেবাশীষ ধর কে, সেই কারণেই তড়িঘড়ি বৃহস্পতিবার বীরভূম জেলার বাইরে থেকে আরএসএস ঘনিষ্ঠ দেবতনু ভট্টাচার্য কে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়। সিউড়িতে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন দেবতনু।পরে বাইরে বেরিয়ে এসে তিনি জানান, দলই তাঁকে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেপি সূত্রে দাবি করা হয়েছিল, দেবাশিসের প্রার্থিপদ নিয়ে কিছু সমস্যা রয়েছে। মূলত নথিপত্র সংক্রান্ত সমস্যা। সেই কারণেই বিকল্প হিসাবে দেবতনুর নাম ভাবা হয়েছে।

বীরভূম লোকসভার প্রাক্তন বিজেপির প্রার্থী দেবাশিষ ধর

সূত্রের খবর, দেবাশিস ধরের বিরুদ্ধে রাজ্য সরকারের বিভাগীয় তদন্ত চলছে। পাশাপাশি তিনি ইস্তফা দিলেও নবান্ন থেকে এখনও তাকে রিলিজ দেয়নি। গত বিধানসভা ভোটে কোচবিহারে শীতলখুচি এলাকায় গুলি চলার সময়ে সেখানে পুলিশ সুপার ছিলেন দেবাশিস। তারপর তাঁকে সরিয়ে দেয় নবান্ন। কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছিল তাঁকে। এবারের লোকসভা ভোটের দিন ঘোষণার পরেই বিজেপি তাঁকে প্রার্থী করতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার মধ্যে তিনি পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন। তাঁর ইস্তফা গ্রহণ করেনি নবান্ন। যদিও এই পরিস্থিতিতেও বিজেপি তাঁকে প্রার্থী করে। বীরভূমের মাটিতে নিজেদের লড়াই শক্ত করতে কোনও ঝুঁকি নিতে চাইছে না পদ্মশিবির। বিকল্প হিসেবে তাই দেবতনু ভট্টাচার্যকেও প্রার্থী বলে ঘোষণা করল তারা। বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দি রায় এই প্রসঙ্গে বলেছেন, দেবাশীষ ধর বিজেপি টিকিটের প্রার্থী হওয়ার প্রথম দিন থেকেই জটিলতা তৈরি হয়েছিল। উনি আমার বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন কোন দলের প্রার্থী হয় নির্বাচনে লড়াই করার জন্য তখন সে মানসিকভাবে একটা প্রস্তুতি নেষ। তুমি প্রচারে বেরিয়ে শতাব্দীরাই কি করেছে শুধু এটুকু বলতেই ব্যস্ত ছিল, মানুষের জন্য কি করবেন সেটা একবারও বলেনি, তবে এটা সত্যি, উনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূল কংগ্রেস জিততো, উনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করলেও তৃণমূল কংগ্রেস জিতবে।

Scroll to Top