হাইলাইট
।।সন্দেশখালি নিয়ে বলার আগে রাজভবনের কর্মীর খোঁজ নিন।।তদন্তের ভয়ে পদ্মপাল বোস রাজভবনের গেটে তালা মারলেন।।ক. হাইকোর্টের রায় খারিজ, সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।।দিল্লিতে কী চলছে ফাঁস করেছিলমহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা।।মাধ‍্যমিকে ফের জেলার জয়জয়কার। প্রথম কোচবিহারের চন্দ্রচূড়।।নির্বাচন কমিশন যেন হিজ মাস্টারস ভয়েসযেখানে ভোট কম পড়েছে হঠাৎ 5.75 শতাংশ বাড়িয়ে দিয়েছে।।হুব্বা গদ্দার মিঠুনের এখন ভগবান বুদ্ধ।।রামনবমীতে বাধা দিলে আমি ঝুলিয়ে পেটাতাম।।জপমালা মাথায় ঠেকিয়ে আশীর্বাদ, হাত স্পর্শ করে আম্মাদের দোয়া দিদি তুমি ভালো থেকো।।মোদি শাহের নয়নের মণি রামদেব মহা সংকটে।।আলুওয়ালিয়ার অর্থশক্তি ধুয়েমুছে সাফ হবে।।দুর্গাপুরে কীর্তি আজাদ বলবেনহাম আজাদ হ্যায়।।মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ।।বিজেপি মানেই ফর দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, অফ দ্য এজেন্সি।।400 পারের গল্প দিচ্ছে! 200 তে গাড়ি আটকে যাবে

সন্দেশখালি নিয়ে বলার আগে রাজভবনের কর্মীর খোঁজ নিন

বিশিষ্ট অর্থনীতিবিদ পরকলা প্রভাকর ৩৬৫ দিন। দেশে ভাজপার নেতৃত্বে যে সরকার চলছে তাতে যে কোনো সময়ে যা কিছু হতে পারে। বস্তুত নতুন ভারত তৈরীর লক্ষ্যে মোদী

Read More »

তদন্তের ভয়ে পদ্মপাল বোস রাজভবনের গেটে তালা মারলেন

৩৬৫ দিন। রাজভবনের মত যে কোন রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় মহিলা কর্মীকে দিনের পর দিন করেছেন বলে অভিযোগ উঠেছে খোদ রাজ্যপালের

Read More »

ক. হাইকোর্টের রায় খারিজ, সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

৩৬৫ দিন। নয়াদিল্লি। পাহাড়ে নিয়োেগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তার উপরে স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ

Read More »

দিল্লিতে কী চলছে ফাঁস করেছিলমহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা

৩৬৫ দিন। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী হয় কংগ্রেস নয়তো দুর্বলতম জায়গায় ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার কথা বলছেন। নাম না করে, অধীর চৌধুরীর এই

Read More »

মাধ‍্যমিকে ফের জেলার জয়জয়কার। প্রথম কোচবিহারের চন্দ্রচূড়

পাশের হার ৮৬.৩১ শতাংশ, প্রথম দশে ৫৭ জন   ৩৬৫ দিন। ট্রাডিশন বজায় রেখে মাধ‍্যমিকে ফের জেলার জয়জয়কার। প্রথম দশে কলকাতার মাত্র ২ জন পড়ুয়া।

Read More »

নির্বাচন কমিশন যেন হিজ মাস্টারস ভয়েসযেখানে ভোট কম পড়েছে হঠাৎ 5.75 শতাংশ বাড়িয়ে দিয়েছে

বহরমপুরে মমতা ৩৬৫ দিন। বহরমপুরে তৃণমূল প্রার্থী বড়ঞাতে ইউসুফ পাঠানের প্রচার সভা থেকে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর তীব্র সমালোচনা করলেন তৃণমূল সভানেত্রী মমতা। পাশাপাশি ভারতীয়

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

শিবমন্দিরে পুজো দিয়ে প্রচার সুদীপের, হিঙ্গলগঞ্জেও হাজি নুরুল দাপাচ্ছেন

৩৬৫ দিন। হাতের তালুর মত উত্তর কলকাতার বিভিন্ন এলাকার রাজনৈতিক সমীকরণ জানেন তিনি। পাঁচবারের সাংসদ শুধু নন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রচার শুরু করলেন। প্রসঙ্গত, তাপমাত্রার পারদ যেমন চড়ছে তেমনই নির্বাচনী উত্তাপে ফুটছে গোটা রাজ্য। শহর কলকাতায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। এবার শিবমন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারের ময়দানে নামলেন তৃণমূলের হেভিওয়েট নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ এদিন প্রচারে নেমেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি ৷ তবে একদা তাঁর সঙ্গী বর্তমানে উত্তরের বিজেপি প্রতিদ্বন্দ্বী তাপস রায় নিয়ে প্রশ্ন করতেই ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় । এদিন সাংবাদিকদের জলপাইগুড়ি বিপর্যয় নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, “অবশ্যই আবাস যোজনার টাকা আদায়ের চেষ্টা করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবাস যোজনার সব টাকা আটকে দিয়েছেন। তিন বছর টাকা আসেনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। টাকা পেলে মাথার উপর পাকা বাড়ি থাকলে উত্তরবঙ্গে দুর্যোগের মুখে মানুষজন ছাদ হারাতেন না।’ নির্বাচনী প্রচার মঞ্চ থেকে এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “এলাকার মানুষ ও কর্মীদের অঙ্গীকার নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে কোনও অশুভ শক্তি আক্রমণ করলে আপনারাই রক্ষা করবেন।” এদিন তৃণমূলের পোড় খাওয়া নেতার প্রচার ছিল জাঁকজমক পূর্ণ ৷ সকাল সকাল মারবাগান শিব মন্দিরে পুজো দিয়ে তিনি শুরু করেন প্রচার। বিটি রোড ধরে বিস্তীর্ণ এলাকা জুড়ে কর্মসূচি ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। যা শেষ হয় বরানগর মঠ সংলগ্ন এলাকায়। কলকাতা কর্পোরেশনের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা ঘুরে প্রচার সারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।সন্দেশখালির পর এবার হিঙ্গলগঞ্জে দাপিয়ে প্রচার করলেন হাজি নুরুল ইসলাম। দুপুরের প্রখর রোদ উপেক্ষা করেও তাকে সমর্থনে শয়ে শয়ে সমর্থকদের মিছিলে পা মেলাতে দেখা গেল।

Scroll to Top