হাইলাইট
।।বিজেপির একটা বুথে মদ খাওয়ার খরচ ৫০০০ টাকা।।৬ মাসের মধ্যে শুরু হবে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ।।পুরুলিয়ায় মোদির মঞ্চে ভারত সেবাশ্রমের সাধু।।১ মের বদলে ১ এপ্রিল থেকে ডিএ দেওয়ার সিদ্ধান্ত।।পিএমএলএ আইনে ইডির যাকে খুশি গ্রেফতার নয়, কোর্টে তথ্যপ্রমাণ পেশ করে অনুমতি নিতে হবে।।সংবাদ মাধ্যম ভুল বোঝাচ্ছে, জোটে ছিলাম, আছি, ইন্ডিয়া জোট দিয়েই সরকার গড়ব।।ওরা রবীন্দ্রনাথের ছবি উল্টো ধরে, ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ওরা বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি জানে ।।মোদি নয়, এবার দিদি ‘ইন্ডিয়া’ জোটকে দিল্লিতে ক্ষমতায় নিয়ে আসবে, গতকাল পর্যন্ত আমাদের হিসেব ওরা ১৯৫, ইন্ডিয়া জোট ৩১৫।।মরিয়া রেখার মিশন তৃণমূল পেটাও।।লড়াই চলছে, ওরা পারলে আমাকে মেরে ফেলতেও পারে।।শুভেন্দুদা না থাকলে সন্দেশখালিতে এতবড় অপারেশন করা যেত না, তৃণমূলকে ফাঁসাতে ৭২ মহিলাকে ২০০০ টাকা করে দিয়ে।।রাজ্যপালের আরও কেলেঙ্কারি আছে পাশে বসাও পাপ, অনেক প্রমাণ আছে, রাজ্যপাল পদত্যাগ করুন আমি আর রাজভবনে যাব না।।স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিচ্ছেন বিরোধীদের উল্টো করে ঝুলিয়ে রাখব, শাহ’র সঙ্গে একমঞ্চে কয়লা মাফিয়া জয়দেব।।কেজরির জামিন মঞ্জুর ।।সন্দেশখালি বোঝাল, পাপ তার বাপকেও ছাড়ে না মিথ্যা ধর্ষণ ফাঁস করল বিজেপির লোকেরাই, বুথ পিছু ৫ মহিলার বঙ্গজননী বাহিনী এবার প্রতি ঘরে যাবে

বিজেপির একটা বুথে মদ খাওয়ার খরচ ৫০০০ টাকা

কুলতলিতে অভিষেকের বোমা ৩৬৫ দিন। আমি শুধু চার লক্ষ ব্যবধান চাই। দেশের মধ্যে যেন এক নম্বর হয়। মোদীজীকে বলব এখানে বিজেপির পতাকা ধরার কেউ নেই।

Read More »

৬ মাসের মধ্যে শুরু হবে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ

দেবকে পাশে নিয়ে অভিষেকের ঘোষণা ৩৬৫ দিন। ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে তখন মাত্র কয়েক কিলোমিটার দূরে পুরুলিয়ায় জনসভা করছেন নরেন্দ্র মোদি। আর ঝাড়গ্রামের জনসভায়

Read More »

পুরুলিয়ায় মোদির মঞ্চে ভারত সেবাশ্রমের সাধু

মমতার বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ প্রমাণিত ৩৬৫ দিন। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। ঝাড়গ্রামের জনসভা থেকে মমতা রীতিমতো আক্ষেপের সঙ্গে

Read More »

১ মের বদলে ১ এপ্রিল থেকে ডিএ দেওয়ার সিদ্ধান্ত

এগরায় মমতা ৩৬৫ দিন। মে মাসের ১ তারিখ থেকে সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এবার মে মাসের পরিবর্তে

Read More »

পিএমএলএ আইনে ইডির যাকে খুশি গ্রেফতার নয়, কোর্টে তথ্যপ্রমাণ পেশ করে অনুমতি নিতে হবে

ইডির যথেচ্ছাচারে রাশ, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ৩৬৫ দিন। নয়াদিল্লি। পিএমএলএ আইনে অভিযুক্ত দেখি য়ে যেকোনো রাজনৈতিক নেতাকে অথবা রাজনৈতিক নেতাদের গণিত ব্যবসায়ীদের নিজের ইচ্ছে

Read More »

সংবাদ মাধ্যম ভুল বোঝাচ্ছে, জোটে ছিলাম, আছি, ইন্ডিয়া জোট দিয়েই সরকার গড়ব

ইন্ডিয়া জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা ৩৬৫ দিন। ‘বাংলায় নয়, সর্বভারতীয় স্তরে আমি ইন্ডিয়া জোট তৈরি করেছি, জোটে ছিলাম, আছি এবং ওই জোট

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

সলমানকে ঘিরে বারবার আততায়ীর হামলা,ভোরে মুম্বইয়ের বাড়ির সামনে গুলি চলল

তপন বকসি মুম্বাই

রবিবার ভোর পাঁচটায় মুম্বাইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে সলমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি মোটর বাইক চড়ে এসে অতর্কিতে শূণ্যে চার রাউন্ড গুলি চালিয়ে চলে যান। বান্দ্রা থানার স্থানীয় পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের অফিসারেরা আজ সকালে সলমান খানের বাড়ির সামনে এই গুলি চালানোর ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছেন। ক্রাইম ব্রাঞ্চ ও স্থানীয় পুলিশদের সঙ্গে ফরেনসিক সায়েন্স বিশেষজ্ঞরাও সকাল সাড়ে সাতটার পর সলমান খানের বাড়ির সামনে এসে পৌঁছেছেন। ভোর পাঁচটায় বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির শূণ্যে গুলি চালানোর ঘটনা যখন ঘটেছে সেই সময় সলমান খানের পরিবারের সবাই ঘুমোচ্ছিলেন। স্থানীয় পুলিশদের কাছ থেকে ফোন পেয়ে তারা এই ঘটনাটি পরে জানতে পারেন।
গত বছরের মার্চ এবং নভেম্বর মাসে সলমান খান তার অফিসিয়াল ইমেইলে দু দুবার পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার শাকরেদ গোল্ডি ব্রার পক্ষ থেকে দু দুটি হুমকি দেওয়া মেইল পেয়েছিলেন। ১৯৯৮ সালে যোধপুরে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনার পর থেকে যোধপুরের বিষ্ণোই সম্প্রদায়ের পক্ষ থেকে গত দু তিন বছরে সলমান খান এবং তার পরিবারের সদস্যেরা বিভিন্ন সময়ে ওই গ্যাংস্টার গোষ্ঠীর পক্ষ থেকে হুমকি মেইল পেয়েছেন। ২০২২ সালের জুন মাসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একজন শার্প শুটার হকিস্টিক ডিজাইনের একটি স্টিকের ভেতর ছোট বোরিং আগ্নেয়াস্ত্র নিয়ে বান্দ্রায় সলমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আর কয়েকদিন আগেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কয়েকজন এসে সলমান খানের ডেইলি রুটিন সম্পর্কে রেইকি করে গিয়েছিল। সেই খোঁজখবর নেওয়ার সময় তারা জানতে পারে সলমান খান সাধারণত যখন সাইক্লিং করতে বেরন, সেই সময় সঙ্গে কোনও ব্যক্তিগত সিকিউরিটি রাখেন না। ২০২২ সালের জুন মাসের প্রথম সপ্তাহে লরেন্স বিষ্ণোই জ্ঞানের শার্প শুটাররা তাদের অপারেশন সফল করতে যাওয়ার আগেই টহল দিতে আসা পুলিশ অফিসারদের গাড়ি দেখে তখনকার মতো তাদের পরিকল্পনা বাতিল করে। এ তথ্যগুলি মুম্বাই পুলিশ আবিষ্কার করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য সিদ্ধেশ হীরামন কাম্বলে ওরফে মহাকালকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে।

Scroll to Top