উড়ান ক্যাফেতে ১০ টাকার চা ২০ টাকায় কফি
৩৬৫ দিন। বেশিদিন আগের কথা নয়। মার কয়েক আগেই রতন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম কলকাতায় এয়ারপোর্টের একটি চায়ের স্টল থেকে চা নেওয়ার পরে সেই রিসিপ্ট এর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে লিখেছিলেন কলকাতা বিমানবন্দরে চা পান করতে গেলাম। গরম জল আর একটা টি ব্যাগের দাম পড়ল ৩৪০ টাকা। চিদম্বরমের এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে দেশজুড়ে কম বিতর্ক হয়নি। সেই বিতর্কের আঁচ পৌঁছে গিয়েছিল পার্লামেন্টেও। তার জেনেই এবারে কলকাতা বিমানবন্দরের দেশের মধ্যে প্রথম চালু হলো উড়ান যাত্রী ক্যাফে। যেখানে মাত্র ১০ টাকায় মিলবে চা ও জলের বোতল। কফি ও সামোসা বা সিঙাড়া কিনতে লাগবে কুড়ি টাকা। কলকাতা বিমানবন্দরে এই ক্যাফে উদ্বোধন করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপ্পু জানান, কলকাতা বিমানবন্দরে উড়ান যাত্রী কাফে পাইলট প্রজেক্ট। পরবর্তীকালে দেশের অন্যান্য বিমানবন্দরেও এই সুযোগ চালু করার পরিকল্পনা রয়েছে।