বড়দিনের দিন শুরু হচ্ছে নিউটাউন বইমেলা

পাল্টে গেল বইমেলার লোগো

নিউটাউনের রূপকার মুখ্যমন্ত্রীর ভাবনায় তৈরি, বিশ্ববাংলা গেট এবারের লোগোয়

নিউটাউন বিজনেস ক্লাবে নিউটাউন বইমেলা নিয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিমান সাহা (ভিপি), সঞ্জয় জানা (সেক্রেটারি), গৌতম রায় (সভাপতি), কর্নেল বাসুদেব মিত্র, অনুপম জানা। ছবি: সুব্রত কোটাল

৩৬৫ দিন। যাকে বলে জীর্ণ পুরাতন, যাক ভেসে যাক। পুরোনো রতিনীতি পাল্টে একেবারে আমূল পরিবর্তন ঘটল নিউটাউন বইমেলার। পাল্টে গেল বইমেলার লোগোও। নিউ টাউন এর রূপকার মুখ্যমন্ত্রীর ভাবনায় তৈরি হওয়া ল্যান্ডমার্ক বিশ্ব বাংলা গেট জায়গা পেল এবারের নিউ টাউন বইমেলার লোগোয়। বড়দিনে এবারের নিউ টাউন বইমেলার উদ্বোধন করবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি জয় গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এবছর শতবর্ষে পদার্পণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটক। সেই উপলক্ষে নিউটাউন বইমেলার এবারের থিম শতবর্ষের রক্তকরবী। একাধিক শিল্পীরা আসবেন যারা তাদের ছবির মধ্য দিয়ে রক্তকরবীর ঐতিহ্যের সঙ্গে নিউটাউন বইমেলার অনন্য মেলবন্ধন ঘটাবেন। হবে রবীন্দ্রনাথ ও বাংলার শিল্প সংস্কৃতি সমাজ নিয়ে একাধিক সেমিনার। শুক্রবার নিউ টাউন বিজনেস ক্লাবে নিউ টাউন বইমেলা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে নিউটাউন বইমেলা সমিতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন এনকেডিএ ও হিডকো কর্তৃপক্ষকে। সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি গৌতম রায়, সম্পাদক সঞ্জয় জানা, ভাইস প্রেসিডেন্ট বিমান সাহা, এক্সিকিউটিভ মেম্বার কর্নেল বাসুদেব মিত্র, সহকারী সম্পাদক অনুপম জানা প্রমূখ।

রক্তকরবী’র শতবর্ষ থেকে জয় গোস্বামী বাংলা ব্যান্ড লক্ষ্মীছাড়া, দোহার, সেমিনার

এবারের নিউটাউন বইমেলায় ১০৫ টি প্রকাশনা স্টল জায়গা করে নিয়েছে। থাকছে বাংলা ব্যান্ড লক্ষ্মীছাড়া ও দোহার। পাশাপাশি চলতি বছরের বড়দিনে শুরু হতে যাওয়া এই নিউ টাউন বইমেলায় বিতর্ক এড়াতে জায়গা দেওয়া হচ্ছে না কোন রাজনৈতিক দলের স্টল কেও। রাখা হয়েছে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ডিসপ্লে প্যাভেলিয়ন। এছাড়াও নবম জাতীয় কবিতা উৎসব এই বইমেলায় অন্যতম আকর্ষণ। ১০০ জন কবি এই উৎসবে অংশগ্রহণ করবেন। তার সঙ্গে তারা তাদের মূল্যবান অভিজ্ঞতা যা বাংলার কাব্য সংস্কৃতিকে যুগ যুগান্তর ধরে সারা বিশ্বের কাছে প্রাধান্য দিয়ে এসেছে তার উপর বিশেষ আলোকপাত করবেন। এই বইমেলায় এবার এ দুটি হল তৈরি করা হচ্ছে। একটি মূল মঞ্চ যেদিকে প্রখ ্যাত সাহিত্যিক কমল চক্রবর্তীর নামে উৎসর্গ করা হয়েছে। সব মিলিয়ে ১১ তম নিউ টাউন বইমেলা একেবারে এতদিনের প্রথাগত ক্লিশে মোড়ক থেকে বেরিয়ে আধুনিকতার সঙ্গে নিজেকে মিশেল ঘটিয়ে আত্মপ্রকাশ করছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ১১ দিন ধরে চলবে নিউটাউন বইমেলা। জানা গেল, আরও বেশকিছু চমক আছে এই বইমেলায়, যা ক্রমে প্রকাশ্য।

Scroll to Top