উফ কী গরম!

HOT GIRL

জর্জিয়া পালমাস

৩৬৫ দিন।  ইতালির ১০ জন মডেল-অভিনেত্রীর মধ্যে একজন জর্জিয়া পালমাস।২০০০ সালে মিস ওয়ার্ল্ড এর প্রতিযোগি ছিলেন।তবে সেই বছর মিস ওয়ার্ল্ড খেতাব অবশ্য ভারতই পেয়েছিল।প্রিয়াঙ্কা চোপড়ার কাছে হেরে গিয়েছিলেন।তবে তার পরের বছরই ভেলিন টেলেন্ট শো জিতেছিলেন।এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।তাঁর সব থেকে জনপ্রিয় টেলিভিশন শো ছিল স্ট্রিসশিয়া লা নটিজিয়া।জর্জিয়ার জন্ম কাগলিয়ারিতে।বয়স ৪২ বছর।তবে তিনি স্বাস্থ্য চর্চায় বেশ এগিয়ে।তাঁর ইনস্টাগ্রাম ফলো করলেই জানা যাবে,সকাল থেকে রাত পর্যন্ত তিনি কি করেন।একটা ইনস্টাগ্রাম লাইভেই তিনি জানিয়েছিলেন,কিভাবে জর্জিয়া এই মিডিয়া দুনিয়ায় এলেন।সেখানেই বলেছিলেন,ছোট থেকেই ক্যামেরার সামনে থাকার প্রবল ইচ্ছে ছিল।তাই আয়নার সামনেও নিজেকে বার বার ধরা দিত।বুঝতে পারেন মা বাবা।১৯৯৮ সালে সেই স্বপ্ন দেখাই সত্যি হয়।মা নিজের মেয়ের ছবি পাঠিয়ে দেয় মডেল এজেন্সির জন্য মেয়ের ছবি পাঠিয়ে দেন।ফল স্বরূপ জায়গা করে নেয় একটি বড় মডেল এজেন্সির এর ফিচার মডেল।এখন তিনি সফল মডেলদের মধ্যে সঙ্গে সঙ্গে একজন অভিনেত্রীও।সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি বেশ চোখে পড়ার মতো।সব সময়ই কোনো না কোনও নতুন অবতারে দেখা দেন তিনি।কখনও বিকিনিতে,কখনও মনোকিনিতে নজর কেড়েছেন তিনি।

HOT SPOT

ফ্যাশন ডিস্ট্রিক্ট, মিলান, ইতালি

মিলানকে ইউরোপের ফ্যাশন রাজধানী বলাই যায়, মিলানের প্রধান চারটি রাজপথজুড়ে রয়েছে বিশ্বের সবথেকে নামিদামী ফ্যাশন ব্র্যান্ডের শোরুম।

৩৬৫ দিন কোথাও বেড়াতে গেলে অল্পবিস্তর কেনাকাটা আমরা সবাই করি, সে নিজের জন্য স্মারক সংগ্রহ হোক বা প্রিয়জনদের জন্য উপহার। মিলানকে ইউরোপের ফ্যাশন রাজধানী বলাই যায়, সে কথা আগেই বলেছি। তবে জানেন কি মিলানে রয়েছে একটা আস্ত ফ্যাশন ডিস্ট্রিক্ট? আজ্ঞে হ্যাঁ, মিলানের প্রধান চারটি রাজপথজুড়ে রয়েছে বিশ্বের সবথেকে নামিদামী ফ্যাশন ব্র্যান্ডের শোরুম। এই চারটি রাজপথের নাম হল ভিয়া মন্তেনেপোলিয়ন, ভিয়া মানজোনি, ভিয়া দেল্লা স্পিগা ও কর্সো ভেনেজিয়া। এই মূল চারটি রাস্তা ছাড়াও ফ্যাশন স্ট্রিট হিসাবে বিখ্যাত মিলানের ভিয়া বোর্গোস্পেসো, ভিয়া সান্তো স্পিরিতো, ভিয়া জেস্যু, ভিয়া সান্তঅ্যান্দ্রিয়া ও ভিয়া বাগুত্তা। নিউইয়র্কের ফিফথ অ্যাভিনিউ বা প্যারিসের শঁজে লিজে-র মতোই মিলানের এই রাজপথগুলো শহরের প্রাণকেন্দ্র। শুধু ফ্যাশন ব্র্যান্ড নয়, পর্যটকদের আকর্ষণের জন্য সবরকমের পসরা সাজিয়ে বসে আছে এই রাস্তাগুলো।

গুচ্ছি, ডোলচে অ্যান্ড গাবানা, জারা, শ্যানেলের মতো হাজার হাজার নামী ব্র্যান্ড তো বটেই মিলানের স্থানীয় বুটিক ও ফ্যাশন শোরুম গুলোও চোখ ধাঁধিয়ে দেয়। শুধু কি নারী-পুরুষের পোশাক, বিভিন্ন শোরুমে রয়েছে টুপি, ব্যাগ, বেল্ট, প্রসাধনী সামগ্রী, হাতের ছড়ি, সুগন্ধীর বিপুল সমাহার। মিলানের বাসিন্দারা এমনিতেই শৌখিন, বিশেষত পঞ্চাশোর্ধ্বরা এই দামী পোশাকের প্রধান ক্রেতা। এর পাশাপাশি গয়নার শোরুমের জন্য বিখ্যাত কর্সো ভেনেজিয়া। এখানে প্ল্যাটিনামস, সোনা, রুপোর নানা ধরণের গয়না তো বটেই- দেখা যায় দামি ও মাঝারী দামি রত্নের গয়নার অপূর্ব সব কালেকশন। এছাড়া অলিতে গলিতে স্থানীয় শিল্পীদের হাতের কাজ, আঁকা, ঘর সাজানোর নানা সরঞ্জাম পাওয়া যায়।

HOT FOOD

সিফুড লাসানিয়া

৩৬৫ দিন।  ইতালির জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম লাজানিয়া।সেখানে লাঞ্চে এই খাবারের জুড়ি মেলা ভার।তবে বাড়িতে চাইলেও বানিয়ে নেওয়া যেতে পারে।যেকোনো মাংস বা মাছ দিয়েই তৈরি করা যায় এই খাবার।চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় এই খাবার।ল্যাম্ব দিয়েই বেশি তৈরি করা হয়।তবে সিফুড দিয়েও তৈরি করা হয়।সিফুড লাজানিয়া বানাবেন কিভাবে?প্রথমে একটা পাত্রে জল, নুন এবং ১ টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে গরম করতে দিন।জল গরম হয়ে গেলে তাতে পাতলা ফুড শিট গুলো দিয়ে দিন।ওই শিট সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে একটা প্লেটে আলাদা রেখে দিন।এরপর ধুয়ে এবং পাস্তা আর সিফুডগুলি কিমা করে রেখে দিন।একটা কড়াইতে দুই টেবিল চামচ রিফাইন অয়েল গরম করে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিন।পেঁয়াজ সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিন।এরপর ১ টেবিল চামচ অরিগ্যানো, ১ চা-চামচ গোলমরিচ গুঁড়ো, ২ টেবিল চামচ টমেটো সস, ২ টেবিল চামচ চিলি সস, ১ টেবিল চামচ পাস্তা সস, এবং নুন দিয়ে ভাল করে মশলাটা তৈরি করে নিন।মসলা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে ওই উপকরণ দিয়ে ভাল করে ভেজে পুরটা তৈরি করে নিন।একটা কড়াইয়ে ১ টেবিল চামচ মাখন দিয়ে ময়দাটা দিয়ে দিন।ময়দাটা একটু ভেজে নিয়ে এক কাপ দুধ তাতে মিশিয়ে দিন এবং তাতে স্বাদমত নুন, ১ টেবিল চামচ অরিগ্যানো, ১ চা-চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন। দুধ ময়দা ভালো করে মিশে গেলে এক স্লাইস চিজ মিশিয়ে দিন।মিশ্রণটি ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।ব্যস হোয়াইট সস তৈরি হয়ে গেল।এরপর একটা বেকিংট্রেতে প্রথমে রিফাইন অয়েল ভালো করে লাগিয়ে দিন। এরপর তার ওপর হোয়াইট সস লাগান। হোয়াইট সস এর উপরে দুটো ফুড শিট দিয়ে দিন।তার ওপর ওই পুরটা সাজিয়ে দিন।পুরের উপরে মোজারেলা চিজ দিয়ে দিন এবংপি সেদ্ধ করে রাখা পাস্তা তার ওপরে চিজ স্লাইস দিয়ে দিন।চিস স্লাইস এর ওপরে ভালো করে পাস্তা সস লাগিয়ে দিন এবং তার ওপরে হোয়াইট সস লাগিয়ে দিন।তৈরি সিফুড লাসনিয়া।

Scroll to Top