৩৬৫ দিন। দেশের সেরা বাংলা /বিশ্বসেরা বাংলা/ মাতৃময়ী মা বাংলা/ কর্মময়ের বাংলা.. অথবা ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান। রেড রোডে আজ দুর্গা পুজো কার্নিভালের মঞ্চে কলকাতা এবং সংলগ্ন এলাকার সেরা দুর্গা প্রতিমা গুলির পারফরমেন্সের সময়ে বারে বারে উঠে এলো বাংলা এবং বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির জয়গান করা এমন একের পর এক গান। যার মধ্যে এই দুটি গান লেখা মুখ্যমন্ত্রীর নিজের। আবার কোন কোন পূজো কমিটির পারফরমেন্সে শোনা গেল আমি বাংলায় গান গাই অথবা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজেও পুজো কমিটির ফরফর্মেন্সের সঙ্গে পাওয়া মেলালেন, মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা গানের সঙ্গে। উত্তর কলকাতার নামকরা পুজো পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী দুর্গোৎসবের পারফরমেন্স সে উঠে এলো মমতার লেখা গান, শিক্ষা সংস্কৃতির বাংলা, তারুণ্যে ঘেরা বাংলা, দেশের সেরা বাংলা।
গত কয়েক মাস ধরে দেশজুড়ে একের পর এক ভারতীয় জনতা পার্টি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে শুধুমাত্র বাংলায় কথা বলার অভিযোগে যেভাবে বাঙ্গালীদের ওপরে অত্যাচারের ঘটনা ঘটেছে এবং বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে চলেছে তার প্রতিবাদে দেশ জুড়ে নতুন করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা। ডাক দিয়েছেন দেশজুড়ে বাংলায় এবং বাঙালি সংস্কৃতির জয়গান বেশি করে গাওয়ার জন্য। মমতার সেই আহ্বানে সাড়া দিয়ে নজিরবিহীন ভাবে এবারের দুর্গা পুজোয় দেখা গিয়েছে বিভিন্ন দুর্গাপুজোর থিম হিসেবে উঠে এসেছে বাঙালির বীরত্ব, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলার গর্বের বিভিন্ন বিষয়। যার অন্যথা হলো না রেড রোডে এ যাবৎকালের সর্ববৃহৎ দূর্গা পুজো কার্নিভালে।
কিভাবে মমতার আহ্বান করা ভাষা আন্দোলনে শামিল হতে দূর্গা পূজার মাধ্যমে আপামর বাঙালি জেগে উঠেছে বাংলা ভাষার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য, তার দেখা মিলল রেড রোডের দুর্গা পুজো কার্নিভালে।
