ইউক্রেনের উপর বৃহস্পতিবার সকালে ‘ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল’ (আইসিবিএম) দিয়ে হামলা চালানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের বিমানবাহিনীর এই দাবি করেছে, রাশিয়ার আস্ত্রাখান প্রদেশের দক্ষিণ দিকে থেকে ওই মিসাইলটি ছোড়া হয়েছে। রুশ-ইউক্রেন সংঘাতের পরিস্থিতি তৈরির পর থেকে এই প্রথম বার রাশিয়া আইসিবিএম হামলা চালিয়েছে বলে দাবি কিভের। এটি একটি অতি শক্তিশালী ক্ষেপণাস্ত্র, যা অনেক দূরের লক্ষ্যবস্তুতে আক্রমণ শানাতে পারে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলি কয়েক হাজার কিলোমিটার দূরে হামলা চালাতে সক্ষম। পারমাণবিক যুদ্ধ এবং সাধারণ যুদ্ধ— উভয় ক্ষেত্রেই এই মিসাইল ব্যবহার করা যায়। তবে কী ধরনের অস্ত্র ওই মিসাইল হানায় ব্যবহার করা হয়েছে, তা জানায়নি ইউক্রেনের বিমানবাহিনী। ইউক্রেনের অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি রাশিয়াও।
পরমাণু অস্ত্রের জন্য তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার? সংঘাতের আবহে দাবি ইউক্রেনের বায়ুসেনার
- khabar365din
- November 22, 2024
- 5:15 am
- No Comments