দিল্লি হাই কোর্টে এখনই স্বস্তি পেলেন না আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। আবগারি দুর্নীতি মামলায় নিম্ন আদালত থেকে সমন পাঠানো হয়েছে কেজরীকে। ওই সমনের উপর স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার মামলাটি ওঠে হাই কোর্টের বিচারপতি মনোজ কুমারের একক বেঞ্চে। নিম্ন আদালতের বিচারের উপর আপাতত কোনও স্থগিতাদেশ দেয়নি হাই কোর্ট। কেজরীর আবেদনের প্রেক্ষিতে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বক্তব্য জানতে চেয়েছেন বিচারপতি কুমার। আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
আবগারি দুর্নীতির মামলায় নিম্ন আদালত থেকে তাঁকে সমন পাঠানো হয়েছে। ওই সমন খারিজের জন্য নিম্ন আদালতে আবেদন জানিয়েছিলেন তিনি। তবে তা খারিজ করে দিয়েছিল নিম্ন আদালত। হাই কোর্টের দ্বারস্থ হন কেজরী। পাশাপাশি আবগারি দুর্নীতি মামলায় ইডির জমা দেওয়া অভিযোগও গ্রহণ করেছিল নিম্ন আদালত। সেই সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানান কেজরী। ইডির জমা দেওয়া অভিযোগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন কেজরীর আইনজীবীরা।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় চলতি বছরের ২১ মার্চ কেজরীওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। প্রথমে ই়ডির মামলায় এবং তার পরে সিবিআইয়ের মামলায় জামিন মঞ্জুর হয় তাঁর। প্রায় ছ’মাস জেলে থাকার পর সেপ্টেম্বর মাসে জেল থেকে ছাড়া পান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। জেলে থাকাকালীনও তিনিই দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। তবে জামিনের সময়ে বেশ কিছু শর্ত আরোপ করেছিল আদালত। তার মধ্যে অন্যতম, জেল থেকে বেরোনোর পর তিনি কোনও ফাইলে সই করতে পারবেন না। নিজের দফতরেও যেতে পারবেন না। এর পরে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন কেজরী। আপাতত তিনি প্রশাসনের কোনও পদে নেই।