৩৬৫ দিন। রায়গঞ্জ মানিকতলা বাগদা এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বিজয়ী ৪ তৃণমূল বিধায়কের শপথ বাক্য পাঠ করানোর জন্য প্রয়োজনীয় অনুমতি দিতে রাজ্যপালকে অনুরোধ জানালেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গত শনিবার রাজ্যের চারটি বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়। মানিকতলায় সুপ্তি পাণ্ডে, বাগদায় মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী এবং রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী জয়ী হয়েছেন। সাংবিধানিক প্রথা মেনে নির্বাচন কমিশনের কাছ থেকে চিঠি পাওয়ার পরেই নবনির্বাচিত চার বিধায়কের শপথ গ্রহণের জন্য রাজ্যপালের কাছে শপথ বাক্য পাঠ করানোর অনুমতি চেয়ে চিঠি পাঠাবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে কয়েকদিন আগেই যেভাবে ভগবানগোলা এবং বরানগরের উপনির্বাচনে বিজয়ী দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজ্যপাল রাজনীতি করে গিয়েছেন, তেমন ঘটনার পুনরাবৃত্তি হলে বিধানসভার রীতি ও নিয়ম মেনে আগামী ২২ জুলাই থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশনেই নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন অধ্যক্ষ নিজে। বিধানসভা সূত্রে খবর, এরকম পরিস্থিতি তৈরি হলে আগামী ২২ জুলাই থেকে বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে তাদের শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার। সোমবার বিধানসভায় তিনি বলেন, শপথ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার। রীতি অনুযায়ী তিনি সঠিক বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যপালকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি যদি অনুমতি দেন শপথ গ্রহণের তবে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজ্যপালের উত্তরের উপরই এবার গোটা প্রক্রিয়া নির্ভর করছে। বর্তমানে বিধানসভার অধিবেশন চলছে। তাই রাজ্যপাল যত দ্রুত উত্তর দেবেন তত দ্রুত শপথ গ্রহণ প্রক্রিয়া শেষ করে নব নির্বাচিত বিধায়করা তাঁদের এলাকা উন্নয়নের কাজ শুরু করতে পারবেন।
জানা গিয়েছে, চার বিধায়কের শপথ চেয়ে দ্রুত চিঠি যাবে রাজভবনে। সেই চিঠি দিতে চলেছে পরিষদীয় দফতর। সংবিধানের ১৮৮ নম্বর ধারা অনুযায়ী হয় রাজ্যপাল বিধানসভায় এসে শপথ পড়াবেন। অথবা পরিষদীয় রীতি মেনে অধ্যক্ষকে সেই দায়িত্ব দেবেন। আগামী ২২ জুলাই বিধানসভায় অধিবেশন বসতে চলেছে। রাজভবন শপথ নিয়ে যথাযথ ব্যবস্থা না নিলে, অধিবেশন চলাকালীন শপথ করিয়ে নিতে পারে বিধানসভা। সেখানেই সুপ্তি পান্ডে, মধুপর্ণা ঠাকুর, মুকুটমণি অধিকারী ও কৃষ্ণ কল্যাণীর শপথ হতে পারে।