হাইলাইট
।।আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক।।হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার।।কলকাতায় রমরমিয়ে গণেশ পুজো, বাঙালির লাড্ডু টেক্কা দিচ্ছে মোদককে।।শাবক, সঙ্গী খুনিদের প্রতিশোধ নিতেই আক্রমণ নেকড়েদের।।নন্দনকানন থেকে আনা মাউস ডিয়ার দত্তক বনমন্ত্রীর।।কেন্দ্র ব্যর্থ, রাজ্য চালাবে আরএসএস।।আর জি কর-এ বিনা চিকিৎসায় প্রাণ হারালেন তরুণ।।অপরাজিতা বিলে সই করলেন না রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে পাঠালেন।।দেড় কোটি টাকার মূর্তির জন্য ১৩৫ কোটি টাকার বরাত।।কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজে পাক জঙ্গিদের হিন্দু ছদ্মনাম ব্যবহারে আপত্তি, নেটফ্লিক্সকে সেন্সর করার সঠিক সিদ্ধান্ত ভারত সরকারের।।অপরাজিতা বিলে ধর্ষণের শাস্তি ফাঁসি, বিরোধীরা বিলে একমত, সর্বসম্মতিক্রমে পাশ।।কামদুনি নিয়ে শুভেন্দুর প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী, আমরা সর্বোচ্চ করেছি, কোর্ট তো আপনাদের হাতে, দেখে নেবেন।।মোদি সরকারকে তীব্র আক্রমণ অভিষেকের, দেশে প্রতি ১৫ মিনিটে ধর্ষণ, ৫০ দিনে হোক বিচার।।৫০০০ গণেশ মূর্তি, ৪৫০০ দুর্গা প্রতিমা, গতবারের তুলনায় দুর্গার চাহিদা ১০% বেশি।।আবারও গো মাংসের গুজবে হরিয়ানায় স্কুল পড়ুয়াকে খুন
৩৬৫ দিন Exclusive
Avinash

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক

এয়ার ইন্ডিয়ার ঘোষণা ৩৬৫ দিন।এয়ার ইন্ডিয়ার নতুন নিয়ম।বোর্ডিং টাইমে রদবদল বিমান ধরার ৭৫ মিনিট আগে ঢুকতে হবে এয়ারপোর্টে।যা আগে ছিল ৬০ মিনিট।শনিবার এয়ার ইন্ডিয়ার তরফে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার

জাস্টিস চেয়ে পথ অবরোধ ৩৬৫দিন। ভাজপার ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্রসূতির প্রাণ কেড়ে নিল। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের থেকে চিকিৎসা না পেয়ে শুক্রবার মৃত্যু হয়েছিল কোননগরের

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

কলকাতায় রমরমিয়ে গণেশ পুজো, বাঙালির লাড্ডু টেক্কা দিচ্ছে মোদককে

৩৬৫ দিন।গণেশ পুজো নিয়ে মুম্বাইকে টেক্কা দিচ্ছে কলকাতা।যতদিন যাচ্ছে কলকাতায় গণেশ পূজার সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। আগে আমরা জানতাম মুম্বাইতে গনেশ পুজো সবচেয়ে বড় উৎসব।শুধু

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

শাবক, সঙ্গী খুনিদের প্রতিশোধ নিতেই আক্রমণ নেকড়েদের

ব্রিটিশ নেকড়ে বিশেষজ্ঞ ডক্টর এলিসের তত্ত্ব সঠিক ৩৬৫ দিন। সন্ধ্যে নামলেই নেকড়ের আতঙ্কে কাঁপছে নেপাল সীমান্তবর্তী উত্তরপ্রদেশের বাহারাইচ জেলা। পাহাড়, জঙ্গল, নদী ঘেরা এই জেলায়

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

নন্দনকানন থেকে আনা মাউস ডিয়ার দত্তক বনমন্ত্রীর

৩৬৫দিন। বনমন্ত্রী বীরবাহা হাঁসদার আলিপুর চিড়িয়াখানায় আসা নতুন সদস্য মাউস ডিয়ার দত্তক নিলেন।আলিপুর চিড়িয়াখানায় গত কয়েকদিন আগেই উড়িষ্যার নন্দনকানন থেকে আনা হয়েছে মোট নয়টি প্রাণী।

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

কেন্দ্র ব্যর্থ, রাজ্য চালাবে আরএসএস

দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে সংঘ প্রধান ভাগবত ৩৬৫ দিন। লোকসভা নির্বাচন চলে গেলেও উত্তর-পূর্ব ভারতের মনিপুরে পরিস্থিতি এখনো সম্পূর্ণভাবে হাতের বাইরে। মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসন

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

বিশ্বকাপজয়ী ভারতীয় তারকার বাড়িতে চুরি,খোয়া গেল নগদ সহ গয়না

ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। তাঁর বাড়িতেই এবার ঘটে গেল দুঃসাহসিক এক চুরির ঘটনা।শুক্রবারেই এই বিষয়ে একটি রিপোর্ট দায়ের করা হয়েছে স্থানীয় থানাতে। যাতে যুবরাজের পঞ্চকুলার বাড়িতে বড়সড় এক চুরির ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। এমডিসি সেক্টর ৪ পঞ্চকুলাতে অবস্থিত যুবরাজের এই বাড়ি। আর সেই বাড়িতেই ঘটে গিয়েছে এই অনভিপ্রেত ঘটনা। যুবরাজের পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে নগদ চুরি এবং সোনা গয়না চুরির। ৭৫০০০ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে।

 

ঘটনায় সন্দেহের তির রয়েছে বাড়ির পরিচারক-পরিচারিকাদের দিকে। যুবরাজ সিংয়ের মা বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন। শবনম সিং জানিয়েছেন বাড়ির হাউসকিপিং কর্মী ললিতা দেবী যিনি সাকেতডিতে থাকেন এবং বাড়ির পাঁচক(রান্নার লোক) বিহারের শিলদার পালের প্রতি রয়েছে সন্দেহের তির। তিনি আরো জানিয়েছেন তিনি গুরগাঁওয়ের এই বাড়িতে বেশ কিছুদিন ধরেই থাকছিলেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে এই বাড়িতে রয়েছেন শবনম সিং। মাঝে কয়েকদিন তিনি বাইরে একটি কাজে গিয়েছিলেন।এরপরেই তিনি ২০২৩ সালের ৫ অক্টোবর ফিরে আসেন তাঁর বাড়িতে। ফিরে এসে তিনি দেখেন তাঁর বেশ কিছু মহামূল্যবান গয়না তিনি খুঁজে পাচ্ছেন না। পাশাপাশি উধাও হয়ে গিয়েছে ৭৫০০০ টাকা ও। প্রথম ফ্লোরে একটি ঘরের কাবার্ড থেকে উধাও হয়ে গিয়েছে এই মূল্যবান জিনিসপত্র।

 

প্রথমে শবনম সিং নিজে বিষয়টি খতিয়ে দেখার এবং অনুসন্ধান করার চেষ্টা করেন।তবে তিনি ব্যর্থ হন। দেখা যায় ওই ঘটনার কিছুদিনের মধ্যেই হঠাৎ করেই ললিতা দেবী এবং শিলদার পাল কাজ ছেড়ে দেন। দিওয়ালি উৎসবের সময়ে তারা পালিয়ে যান।এরপরেই সন্দেহ গাঢ় হয় শবনম সিংয়ের।তিনি পুলিশের দ্বারস্থ হন। তাদের তাঁর প্রাক্তন দুই কর্মীর বিষয়ে সন্দেহের কথা জানান তিনি। পুলিশের তরফে অফিসিয়ালি কেসটা নেওয়া হয়েছে। কেসের এসএইচ ও মনসা দেবী জানিয়েছেন এই কেসে সঠিক অনুসন্ধান যেমন গুরুত্বপূর্ণ তেমন গুরুত্বপূর্ণ মিডিয়া ট্রায়াল সামলানো। অপর এসএইচও ধরমপাল সিংয়ের গলাতে ও শোনা গিয়েছে এক কাহিনী। উল্লেখ্য কয়েকদিন আগে যুবরাজ সিংয়ের জাতীয় দলের সতীর্থ তথা তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ও চুরির খবর শোনা গিয়েছিল। তাঁর কয়েক লক্ষ টাকা দামের স্মার্টফোন চুরি গিয়েছিল।

Scroll to Top