কলকাতা কর্পোরেশন বহুকাল ধরেই ঘাটতি বাজেট পেশ করে চলেছে। তার অন্যতম কারণ আয় কমিয়ে ভোটমুখী প্রচার পাওয়ার জন্য ব্যয় বাড়ানো। এবারও তার ব্যতিক্রম হল না। কলকাতা পুরনিগমের বাজেট পেশ হল শনিবার। ২০২৪-২৫ অর্থবর্ষে ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হল কলকাতা পুরনিগমে। মেয়র ফিরহাদ হাকিম এই ঘাটতি বাজেট পেশ করেন। গত ২০২৩-২৪ অর্থবর্ষে ১৪৬ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছিলেন।
এবার তা ১১২ কোটি! প্রশ্ন উঠেছে, বার বার ঘাটতি বাজেট প্রকাশ করার জন্য পুরনিগমের ঋণের বোঝা বেড়ে যাচ্ছে। মেয়র এই বাজেটে আয় দেখিয়েছেন ৫ হাজার ৫৪ কোটি ৫২ লক্ষ টাকা। ব্যয় দেখিয়েছেন ৫ হাজার ১৬৬ কোটি ৫২ লক্ষ টাকা। গতবার ২০২৩-২৪ অর্থবর্ষের পুর বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছিল ৪ হাজার ৫৪০ কোটি ৭৯ লক্ষ টাকা।
কিন্তু আয় হয় ৩ হাজার ৮৭১ কোটি ৬৯ লক্ষ টাকা। প্রায় ৬৭০ কোটি টাকা কম আয় জানিয়েছেন মেয়র। এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, এই ঘাটতি বাজেট তো আজ হয়নি। অনেকদিন ধরে চলছে। প্রায় ২ হাজার কোটি টাকা হয়ে গিয়েছিল। আমরা তা কিছুটা কমাতে পেরেছি। তবে এই ঘাটতি বাজেট নিয়ে সোচ্চার হয়েছেন বিজেপি কাউন্সিলার সজল ঘোষ।