বামারাম চক্রান্ত
৩৬৫ দিন। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ অথবা হত্যার ঘটনার বিচারের দাবিতে নয়, বিপুল অংকের টাকা ঢেলে ভারতীয় জনতা পার্টি মানুষের প্রতিবাদকে হাইজ্যাক করে নিয়েছে মমতার সরকার খেলার চক্রান্ত করতে। তার জন্য বিপুল টাকা ব্যয় করে রাশিয়া নাইজেরিয়ার মতো দেশগুলি থেকে রোবোটিক সার্ভার এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মমতার বিরুদ্ধে প্রচারকে বুস্ট করে ভাইরাল করছে ভারতীয় জনতা পার্টির আইটি সেল। যাদের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে গিয়েছে বাংলার রাজনীতি থেকে শূন্যে পরিণত হওয়া সিপিএম। রীতিমতো তথ্য পেশ করে এমন বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। ভাজপা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একজন শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদকে হাইজ্যাক করে একটি রাজনৈতিক ষড়যন্ত্রে রূপান্তরিত করেছে। তৃণমূল সাংসদ সাকেত গোখলে অভিযোগ করেন যে, ভাজপা এই ঘটনার মাধ্যমে বাংলায় সরকার ফেলার লক্ষ্যে একটি সোশ্যাল মিডিয়া টুলকিট প্রচার চালাচ্ছে। যার জন্য প্রথমে েআর জি কর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তার বা ছাত্র-ছাত্রীরা ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চাই বলে যে আন্দোলন বা প্রতিবাদ শুরু করেছিলেন তা সঞ্জয় রায়ের গ্রেপ্তার এবং পরবর্তীকালে সিবিআই এর হাতে কলকাতা হাইকোর্ট তদন্তভার তুলে দেওয়ার পরে স্তিমিত হয়ে গেলেও ছাত্র-ছাত্রীদের উস্কানি দিয়ে তাদেরকে সামনে রেখে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র সফল করার জন্য ভাজপা এই আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছে। যাদেরকে যোগ্য সঙ্গত দিয়ে চলেছে বাংলার সিপিএম। তাই আন্দোলনে যেখানে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান বদলে ভাজপা বানিয়ে দিয়েছে - মমতা মাস্ট রিজাইন বা মমতাকে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হবে। অর্থাৎ উদ্দেশ্য একটাই ভোটের ময়দানে হেরে গেলেও অপপ্রচার করে বাংলায় সরকার ফেলে দিয়ে বাংলার ক্ষমতা দখল করতে হবে পেছনের দরজা দিয়ে। এটাই বামরামের মূল চক্রান্ত। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট সমাজকর্মী সাকেত গোখলে রীতিমতো তথ্য ও পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে সিবিআই তদন্তভার নেওয়ার পরে পাঁচ দিন কেটে গেলেও সিবিআই এর কাছে বিচার না আছে মমতার পদত্যাগটাই একমাত্র দাবী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া পোস্টে। আর এই পোস্টগুলিকে যেহেতু সাধারণ মানুষকেও শেয়ার করছেন না বা পোস্ট করছেন না সোশ্যাল মিডিয়ায়, তাই রোবট সার্ভারের মাধ্যমে রাশিয়া, নাইজেরিয়া অথবা সুরিনামের মতো বেশ কিছু দেশের রোবট সার্ভার ব্যবহার করে পোস্টগুলিকে বুস্ট করা হচ্ছে বিপুল টাকার বিনিময়ে। দেখা গিয়েছে, মমতা মাস্ট রিজাইন হ্যাশট্যাগ কোন সাধারণ নাগরিক বা প্রকৃত আন্দোলনকারীরা ব্যবহার করছেন না। এই হ্যাশট্যাগ দেখা যাচ্ছে শুধুমাত্র ভাজপা এবং সিপিএমের ছড়ানো পোস্টগুলিতেই। ভাজপা এবং উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন হ্যান্ডেল থেকে ওই হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করানো হচ্ছে। চার দিনে দু'লক্ষের বেশি পোস্ট হয়েছে ওই হ্যাশট্যাগ ব্যবহার করে। রিচ প্রায় ৯১ মিলিয়ন। ৪৫ শতাংশ পোস্ট করা হয়েছে মার্কিন মুলুক থেকে! রাশিয়া, এরিট্রেয়া, নাইজেরিয়া, কলম্বিয়া, সুরিনাম ইত্যাদি দেশ থেকে পোস্ট করানো হয়েছে। এগুলো যাবতীয় পেইড পোস্ট। অর্থাৎ বিপুল অংকের টাকার বিনিময় বুস্ট করা পোস্ট। যার সঙ্গে সাধারণ মানুষের দূর-দূরান্ত পর্যন্ত কোন সম্পর্ক নেই।