রাজ্যে একের পর এক ধর্ষণ
৩৬৫ দিন। কাজ আগে, বনধকে পাত্তাই দিল না মুম্বাই। বদলাপুরে দুই শিশুর ওপর যৌন নির্যাতনের ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে শনিবার বনধের ডাক দিয়েছিল মহারাষ্ট্রে উদ্ধব পন্থী শিবসেনা, কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি। যদিও বনধ করা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দেয় বোম্বে হাইকোর্ট। তারপরেই বনধ প্রত্যাহার করে নেয় বিরোধী জোট। তারপরেও অনেকে মনে করছিলেন হয়তো শনিবার জনজীবন ব্যাহত হবে কিন্তু শনিবার সকাল থেকে দেখা গেল মুম্বাই সহ গোটা মহারাষ্ট্রের জনজীবন একেবারে স্বাভাবিক। বাস, ট্রেন সহ যাবতীয় গণ পরিবহণ পথে নেমেছে। দোকান পাট , অফিস সব খোলা। সাধারণ মানুষ আর পাঁচটা দিনের মতোই কাজে যাচ্ছেন। তবে মুম্বাইয়ের আম আদমি বনধ চায় না এটা যেমন ঠিক তেমন-ই বদলাপুরের ঘটনায় মানুষের মধ্যে যে মারাত্মক ক্ষোভ রয়েছে ভাজপা এবং শিণ্ডে সরকারের বিরুদ্ধে তাও পথে নামলেই মালুম পাওয়া যাচ্ছে। বেশ কিছু জায়গায় প্রতিবাদ বিক্ষোভ চলছে শনিবার সকাল থেকে। দিনভর একাধিক সভা মিছিলের কর্মসূচি রয়েছে। সাধারণ মানুষের বক্তব্য একটাই বনধ করে কোনও সমস্যার সমাধান হয় না। তাই রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বনধ তারা সমর্থন করেন না। একদিন কাজ বন্ধ থাকা মানে যে বিপুল অর্থের ক্ষতি তা পূরণ করা যায় না তাই প্রতিবাদ চলুক তবে তা কাজ বন্ধ করে নয়। জনজীবন স্বাভাবিক রেখে প্রতিবাদ বিক্ষোভ চলবে সরকারের বিরুদ্ধে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। উদ্ধব শিবিরের পক্ষ থেকেও এদিন জানানো হয়, বদলাপুরের প্রতিবাদে তাদের রাজনৈতিক কর্মসূচি লাগাতার চলবে তবে বনধ তারা আর ডাকছেন না। কর্মী সমর্থকদের নির্দেশ দেওয়া হয়েছে কোথাও রাস্তা বা রেল অবরোধ না করতে। জনজীবন স্বাভাবিক রাখতে হবে।