হাইলাইট
।।মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ করে খুন, ধর্ষককে ফাঁসির সাজা।।ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি।।শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়।।নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা।।আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক।।হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার।।কলকাতায় রমরমিয়ে গণেশ পুজো, বাঙালির লাড্ডু টেক্কা দিচ্ছে মোদককে।।শাবক, সঙ্গী খুনিদের প্রতিশোধ নিতেই আক্রমণ নেকড়েদের।।নন্দনকানন থেকে আনা মাউস ডিয়ার দত্তক বনমন্ত্রীর।।কেন্দ্র ব্যর্থ, রাজ্য চালাবে আরএসএস।।আর জি কর-এ বিনা চিকিৎসায় প্রাণ হারালেন তরুণ।।অপরাজিতা বিলে সই করলেন না রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে পাঠালেন।।দেড় কোটি টাকার মূর্তির জন্য ১৩৫ কোটি টাকার বরাত।।কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজে পাক জঙ্গিদের হিন্দু ছদ্মনাম ব্যবহারে আপত্তি, নেটফ্লিক্সকে সেন্সর করার সঠিক সিদ্ধান্ত ভারত সরকারের।।অপরাজিতা বিলে ধর্ষণের শাস্তি ফাঁসি, বিরোধীরা বিলে একমত, সর্বসম্মতিক্রমে পাশ
৩৬৫ দিন Exclusive
Avinash

মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ করে খুন, ধর্ষককে ফাঁসির সাজা

শিলিগুড়ি আদালতে বিচারক মাথুরের রায় জয়দীপ সরকার, পূজা কুণ্ডু । উত্তরবঙ্গ ব্যুরো শিলিগুড়ি। শিলিগুড়ি আদালতে একাদশ শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি

ভারতকে ইউনূসের বার্তা ৩৬৫দিন। অমীমাংসিত জল বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারের পাশাপাশি মমতার হস্তক্ষেপেরও প্রয়োজন বলে বুঝিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়

হাইকোর্টের দ্বারস্থ ৩৬৫ দিন। দুর্গা পুজোয়ে সরকারি অনুদান চেয়ে নতুন ভাবে আবেদন করল কলকাতার তিন ক্লাব।পুজোয় ৮৫ হাজার টাকা সরকারি অনুদান পেতে হাই কোর্টের দ্বারস্থ

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা

৩৬৫ দিন। মহাকাশে এক অনিশ্চিত সময়ের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন দুই মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং ব্যারি উইলমোর। তাদের ফেলে রেখেই কানেকটিং মহাকাশযান বোয়িং

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক

এয়ার ইন্ডিয়ার ঘোষণা ৩৬৫ দিন।এয়ার ইন্ডিয়ার নতুন নিয়ম।বোর্ডিং টাইমে রদবদল বিমান ধরার ৭৫ মিনিট আগে ঢুকতে হবে এয়ারপোর্টে।যা আগে ছিল ৬০ মিনিট।শনিবার এয়ার ইন্ডিয়ার তরফে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার

জাস্টিস চেয়ে পথ অবরোধ ৩৬৫দিন। ভাজপার ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্রসূতির প্রাণ কেড়ে নিল। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের থেকে চিকিৎসা না পেয়ে শুক্রবার মৃত্যু হয়েছিল কোননগরের

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

ভক্তি নয়, শ্রদ্ধা নয়, ভোটের জন্য অযোধ্যায় রামমন্দির বানাতে ভাঙা পড়েছে কয়েক হাজার বাড়ি, মন্দির, মসজিদ

নিজেকে ঈশ্বরের দূত বলায় মহাপাতক মোদিকে শাস্তি দিলেন স্বয়ং রামচন্দ্র

ইন্দ্রনীল সাহা।৩৬৫দিন। কথিত আছে, ১৪ বছর বনবাস কাটিয়ে অযোধ্যায় ফেরার পর খোদ সীতাকেও ছাড় দেয়নি অযোধ্যাবাসি। সতীত্ব প্রমাণ করতে সীতাকে অগ্নিপরীক্ষার মুখে ঠেলে দিয়েছিল অযোধ্যাবাসী। এবার সেই অযোধ্যার মানুষ লোকসভা নির্বাচনে রাম মন্দিরের প্রতিষ্ঠাতা নরেন্দ্র মোদিকেও রেয়াত করল না। ফৈজাবাদ লোকসভা আসনে গোহারা হারতে হল ভাজপা প্রার্থীকে। অযোধ্যায় রামপথ নির্মাণের নামে হাজার হাজার মানুষের বসতবাড়ি ভেঙে তাদের উচ্ছেদ করা হয়েছিল। ভাঙা হয়েছে কয়েকশো দোকান। যেখান থেকে পেট চলতো অযোধ্যার বহু মানুষের। সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে তাদের চোখের জল ও ক্ষুধার দাম দিতে পারেনি ভাজপা সরকার। তাই হিন্দু সংখ্যাগরিষ্ঠ অযোধ্যা মোদির থেকে শুধু মুখই ঘোরায়নি,ভাজপাকে যোগ্য জবাবও দিয়েছে।

রামপথ নির্মাণে বুলডোজার চলেছে

অযোধ্যার নতুন ঘাট থেকে শাহাদত গঞ্জ। রাম মন্দিরের জন্য ১৪ কিলোমিটারের রাম পথ নির্মাণ করেছে যোগী সরকার। রাস্তা চওড়া করতে ১২ কিলোমিটার পথ জুড়ে ভাঙা হয়েছে কয়েক হাজার বাড়ি। ১২ টির ওপরে মসজিদ ও ৩০ টিরও বেশি মন্দির। শুধু তাই নয়, রামপথ নির্মাণে ধূলিসাৎ হয়েছে অসংখ্য দোকান। উত্তরপ্রদেশের ভাজপা সরকার রাম পথ নির্মাণের পর নতুন করে দোকান বসিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও তা বাস্তবায়িত হয়নি। সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়েই উচ্ছেদ করা হয়েছিল অযোধ্যার মানুষদের। উচ্ছেদের সময় প্রতিবাদে রাস্তায় নামলেও যোগী সরকারের হুমকির মুখে পড়ে পিছু হটতে হয়। অপেক্ষা ছিল শুধু ভোটের। তাই ভোট বাক্সে বিকাশের নামে ভাজপার বিনাশের জবাব দিয়েছেন অযোধ্যার মানুষ।

লাল্লু সিং অর্ধলক্ষ ভোটে পরাজিত

ফৈজাবাদ লোকসভা আসনে সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদের কাছে বিরাট ভোটের ব্যবধানে হেরে গেলেন ভাজপা প্রার্থী লাল্লু সিং।কিন্তু এই আসন থেকে ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনে পরপর ২ বার জিতে সংসদে গিয়েছিলেন লুলু সিং।অবধেশ প্রসাদ ৯ বারের বিধায়ক।পাশাপাশি তিনি সমাজবাদী পার্টির দলিত মুখগুলির মধ্যে অন্যতম। তিনি ভাজপা প্রার্থী লাল্লু সিংকে ৫৪,৪৬৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব বলেন, আমি অযোধ্যা বাসীদের ধন্যবাদ জানাই। আপনারা সময়ে সময়ে অযোধ্যার যন্ত্রণা দেখেছেন। তাদের (জনগণ) তাদের জমির জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি, তাদের প্রতি অবিচার করা হয়েছে, তাদের জমি বাজার মূল্যে অধিগ্রহণ করা হয়নি, আপনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জোরপূর্বক তাদের জমি কেড়ে নিয়েছিলেন। আপনি একটি পবিত্র কাজের জন্য গরীবদের ধ্বংস করেছেন তাই আমি মনে করি অযোধ্যাবাসী এবং প্রতিবেশী এলাকাগুলি বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। জয়ের পর সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ বলেন, গোটা দেশে বিজেপির খারাপ ফলাফলের কারণ হচ্ছে বেকারত্ব, মুদ্রাস্ফীতি, জমি অধিগ্রহণ এবং সংবিধানে পরিবর্তনের ইঙ্গিত। অযোধ্যায় যেভাবে যোগী সরকারের উন্নয়নের নামে লক্ষাধিক সাধারণ মানুষের বসতবাড়ি ভেঙেছে তার জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছেন। রাম মন্দিরের মহিমা বহিরাগতদের প্রভাবিত করতে পারে, তবে শহরের বাসিন্দারা তাদের যে অসুবিধার শিকার হয়েছিল। রাম পথ নির্মাণের সময় স্থানীয়দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের দোকান বরাদ্দ করা হবে কিন্তু তা হয়নি।এসপির বিজয়ী প্রার্থী আরও বলেন, বিজেপি সরকার মন্দির নির্মাণের অজুহাতে যে হাজার হাজার পরিবারকে উচ্ছেদ করেছে, আমি তাদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করব।

মোদি ও যোগীর ঠান্ডা লড়াইয়ে হার

আবার রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা নির্বাচনের ঠিক মুখে অযোধ্যায় রামমন্দিরের নির্মাণ করে বিজেপি নির্বাচনে ফায়দা তুলতে চেয়েছিল।শুধু বাড়ি ভাঙাই নয়, নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের মধ্যে ঠান্ডা সম্পর্কও অযোধ্যা কিংবা উত্তরপ্রদেশে ভাজপার খারাপ ফলের জন্য দায়ী। প্রার্থী তালিকা নিয়েও যোগীর সঙ্গে অমিত শাহের বিবাদ তৈরি হয় বলেই জানা গিয়েছে। অমিত শাহের পছন্দের প্রার্থীদের উত্তরপ্রদেশের বেশকিছু কেন্দ্র থেকে টিকিট দেওয়ায় তাদের হয়ে যোগী আদিত্যনাথ এর গোষ্ঠী ভোটে কাজ করেনি।এদিকে,লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ জুড়ে ভাজপার ব্যানার এবং পোস্টারে শুধুমাত্র মোদিরই মুখ ছিল। দিন কয়েক পরে অবশ্য সেই সব পাল্টে নতুন পোস্টার এবং ব্যানার ঝোলানো হয়। সেখানে দেখা যায় মোদি-যোগী দুজনেরই ছবি ছিল। নিজেদের মধ্যে ঠান্ডা লড়াই এর কারণে ফৈজাবাদের মতো আসনে প্রায় ৮০ শতাংশের উপর হিন্দু ভোটার থাকা সত্বেও ভাজপাকে মুখ থুবড়ে পড়তে হল।

অযোধ্যায় মারওয়ারীদের প্রবেশ

রাম মন্দিরের নির্মাণের আড়ালে মারওয়ারিদের অযোধ্যায় প্রবেশ করিয়েছে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েক হাজার কোটি টাকা খরচ করে মন্দিরকে পর্যটনস্থল বানিয়ে আদতে মারওয়ারিদের বড় ব্যবসা সুযোগও করে দেওয়া হয়েছে । যার জেরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল ভাজপার বিরুদ্ধে। যার প্রতিফলন ঘটেছে ভোট বাক্সে।

মোদির বেনারসেও ভাজপার ধ্বংসলীলা

মোদির কেন্দ্র বেনারসেও বিশ্বনাথ মন্দিরের উন্নয়নের নামে কার্যত একইভাবে বুলডোজার চালিয়েছিল যোগীর প্রশাসন।বারাণসীর সাংসদ হওয়ার পর নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প ‘কাশী বিশ্বনাথ করিডর’তৈরি হয়েছে। মোদির স্বপ্নের প্রকল্পের জন্য মন্দির ও একাধিক গঙ্গার ঘাটের আশপাশের চার-পাঁচশো বছরের পুরনো বাড়ি, মন্দির ভাঙা পড়েছিল। মোদী বেনারসের আসল চরিত্র বদলে দিয়েছেন। বেনারসের আসল ফ্লেভারটা হারিয়ে গেছে ভাজপার ' উন্নয়নে'। তাই অনেকেই বলছেন, এবারের নির্বাচনে খোদ নরেন্দ্র মোদীকেও গণনার প্রথম রাউন্ডে পিছিয়ে থাকতে হয়েছিল। যদিও শেষপর্যন্ত দেশের প্রধানমন্ত্রী মাত্র দেড় লাখ ভোটে জিতেছেন।

Scroll to Top