হাইলাইট
।।মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ করে খুন, ধর্ষককে ফাঁসির সাজা।।ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি।।শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়।।নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা।।আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক।।হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার।।কলকাতায় রমরমিয়ে গণেশ পুজো, বাঙালির লাড্ডু টেক্কা দিচ্ছে মোদককে।।শাবক, সঙ্গী খুনিদের প্রতিশোধ নিতেই আক্রমণ নেকড়েদের।।নন্দনকানন থেকে আনা মাউস ডিয়ার দত্তক বনমন্ত্রীর।।কেন্দ্র ব্যর্থ, রাজ্য চালাবে আরএসএস।।আর জি কর-এ বিনা চিকিৎসায় প্রাণ হারালেন তরুণ।।অপরাজিতা বিলে সই করলেন না রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে পাঠালেন।।দেড় কোটি টাকার মূর্তির জন্য ১৩৫ কোটি টাকার বরাত।।কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজে পাক জঙ্গিদের হিন্দু ছদ্মনাম ব্যবহারে আপত্তি, নেটফ্লিক্সকে সেন্সর করার সঠিক সিদ্ধান্ত ভারত সরকারের।।অপরাজিতা বিলে ধর্ষণের শাস্তি ফাঁসি, বিরোধীরা বিলে একমত, সর্বসম্মতিক্রমে পাশ
৩৬৫ দিন Exclusive
Avinash

মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ করে খুন, ধর্ষককে ফাঁসির সাজা

শিলিগুড়ি আদালতে বিচারক মাথুরের রায় জয়দীপ সরকার, পূজা কুণ্ডু । উত্তরবঙ্গ ব্যুরো শিলিগুড়ি। শিলিগুড়ি আদালতে একাদশ শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি

ভারতকে ইউনূসের বার্তা ৩৬৫দিন। অমীমাংসিত জল বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারের পাশাপাশি মমতার হস্তক্ষেপেরও প্রয়োজন বলে বুঝিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়

হাইকোর্টের দ্বারস্থ ৩৬৫ দিন। দুর্গা পুজোয়ে সরকারি অনুদান চেয়ে নতুন ভাবে আবেদন করল কলকাতার তিন ক্লাব।পুজোয় ৮৫ হাজার টাকা সরকারি অনুদান পেতে হাই কোর্টের দ্বারস্থ

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা

৩৬৫ দিন। মহাকাশে এক অনিশ্চিত সময়ের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন দুই মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং ব্যারি উইলমোর। তাদের ফেলে রেখেই কানেকটিং মহাকাশযান বোয়িং

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক

এয়ার ইন্ডিয়ার ঘোষণা ৩৬৫ দিন।এয়ার ইন্ডিয়ার নতুন নিয়ম।বোর্ডিং টাইমে রদবদল বিমান ধরার ৭৫ মিনিট আগে ঢুকতে হবে এয়ারপোর্টে।যা আগে ছিল ৬০ মিনিট।শনিবার এয়ার ইন্ডিয়ার তরফে

Read More »
৩৬৫ দিন Exclusive
Avinash

হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার

জাস্টিস চেয়ে পথ অবরোধ ৩৬৫দিন। ভাজপার ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্রসূতির প্রাণ কেড়ে নিল। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের থেকে চিকিৎসা না পেয়ে শুক্রবার মৃত্যু হয়েছিল কোননগরের

Read More »
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

বাম আমলের হত্যাকাণ্ডের তদন্ত হয়নি, নো জাস্টিস

পাঠকের একটি চিঠি ২০০১। আরজি করের ড. সৌমিত্র বিশ্বাস

অমল মন্ডল।

ঠিকানা বারুইপুর (চিঠি আমাদের কাছে ফরেন্সিক তদন্তের জন্য তৈরি আছি) আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার দুর্ভাগ্যজনক মৃত্যু নিয়েই সিপিএমের ন্যক্কারজনক উস্কানিমূলক রাজনীতি, মিডিয়া এবং সোশাল মিডিয়ায় জল্পনা, ভুয়ো প্রতিবেদন, বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত ভুল তথ্য সাধারণ মানুষকে খে পিয়ে চলেছে। প্রশাসন প্রথমদিন থেকে এই নারকীয় হত্যার পিছনে থাকা মূল অভিযুক্তকে গ্রেফতার করে, জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের প্রতি সহনাভূতিশীল থেকে সারা দেশে প্রতিদিন ঘটে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের পথ দেখি য়েছে। তবুও কিছু মানুষ ভুল তথ্য ও সংবাদের উস্কানিতে রাস্তায় নেমেছে। প্রশাসন তাদের প্রতিও সহনুভূতিশীল ও দায়িত্ববান। এই মানবতার মুখোশ পরা সিপিএমকে নতুন প্রজন্ম চেনে না। সময় এসেছে এদের চিনে নেওয়ার।

মাননীয় মহাশয়

, আজ যারা আরজি কর হাসপাতাল নিয়ে লাফালাফি করছে, আমি মূলত সিপিএম পার্টির কথাই বলছি, সততার এবং মানবিকতার প্রতিমূর্তি হিসাবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে, তাদের স্মরণ করিয়ে দিতে চাই এই আরজি কর নিয়ে তাদের দুটি অপকীর্তির কথা। আরজি কর হাসপাতালে দুর্নীতি এবং অপকর্মের শুরু জ্যোতিবাবুর আমল থেকে। নব্বইয়ের দশকে তা চরমে ওঠে। পরে সেটা শিল্পে পরিণত হয়। ২০০১ সালে ২৫ আগস্ট ডাক্তারির চতুর্থ বর্ষের ছাত্র সৌমিত্র বিশ্বাসকে হাসপাতালেই মৃত অবস্থায় পাওয়া যায়। সিপিএম সরকার বলেছিল এটি আত্মহত্যা। সৌমিত্রর বাবা-মা বলেছিলেন তাকে খুন করা হয়েছে। প্রায় লুকিয়ে তার পোস্টমর্টেম হয়, কয়েক ঘণ্টার মধ্যে তার বাবা-মাকে ডেকে দেহ সৎকার করা হয়। কোনও রকমে সহৃদয় কিছু ডাক্তারের উদ্যোগে হাইকোর্ট তদন্তভার হাতে নেয়। কলকাতা হাইকোর্ট সি.আই.ডি তদন্তের আদেশ দেন। কিন্তু সেই তদন্ত তাঁরা ৩ বছরেও শেষ করতে পারেনি। তিন বছর পরে ২০০৪ সালের ১৫ এপ্রিল সিআইডি জানায়, তারা হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগিতা এবং একটানা এসএফআই ছাত্রদের তদন্তে বাধা দেওয়ার জন্য তদন্ত শেষ করতে পারেননি। এই মৃত্যুর বা হত্যার প্রকৃত সত্য জানার জন্য কিছু ছাত্র, সিনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেছিলেন বটে, কিন্তু সিপিএম লাঠি পেটা করে সেসব ভেঙে দেয়। এর পরে ২০০৩ সালের ৬ ফেব্রুয়ারি একজন হাউসস্টাফ আরজি করে মারা যান । সেখানেও সিপিএম সরকার আত্মহত্যা বলে দিয়েছিল। তখনও সিআইডি একই রিপোর্ট দেয়। আবার কিছু জুনিয়র ডাক্তার তৎকালীন অধ্যক্ষকে ঘেরাও করেছিল বটে, একঘণ্টার মধ্যে বেদম মার খেয়ে বিপ্লব ঘুচে যায়। এখ নকার মতো মোমবাতি হাতে রাত দখলের মিছিল ভাবাই যায় না। এরা কেউ সিপিএমকে দেখেনি। পাকা কিংবা কাচা-পাকা চুলের সাদা ধুতি-পাঞ্জাবি পরে যাদের দেখছেন, এরা যে কত গণহত্যার নায়ক বলে শেষ করা যাবে না। একবার ক্ষমতায় আসলে মিছিল হাতে রাত দখল ঘরে ঢুকিয়ে দেবে। মাননীয় আদালত সিবিআই তদন্তের আদেশ দেওয়া সত্ত্বেও এইসব সোশাল মিডিয়া এবং কিছু সংবাদমাধ্যম অরাজকতা ছড়াতে চাইছে। আগুন লাগানোর খেলা। মানুষ সচেতন হোক। দরকার হলে বামেদের কুকীর্তির লিস্ট নিজের পকেটের পয়সা দিয়ে ছাপিয়ে হাতে দিয়ে দেব। নমস্কার !

Scroll to Top