টাস্ক ফোর্সের নজরদারি
৩৬৫ দিন। কাঁচা লঙ্কার দামের ঝালে চোখে জল মধ্যবিত্তের। গত কয়েকদিনে সবজি বাজারে দামের জেরে রীতিমতো মাথায় হাত পড়েছিল আমজনতার। হু হু করে যেভাবে একের পর এক সবজির দাম বাড়ছিল, তাতে করে সবজি বাজারে বুঝে শুনে পা ফেলতে হচ্ছিল মধ্যবিত্তকে। তবে বাজারে টাস্ক ফোর্সের অভিযানে দাম বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে টাস্ক ফোর্সের অভিযানের পর আবারও বাজারে দাম বাড়তে শুরু করেছে কাঁচা লঙ্কা ও আদার। কাঁচা লঙ্কার দামের ঝালে মাথায় হাত অনেকেরই। কাঁচা লঙ্কার দাম সাধারণত বাজারে ৮০ থেকে ১০০ টাকার মধ্যেই থাকে। জুলাই মাসের মাঝামাঝিও কাঁচা লঙ্কার দাম ছিল ৯০ থেকে ১০০ টাকার মধ্যে। বৃহস্পতিবার বাজারে গিয়ে অন্য ছবি উঠে আসল। গত কয়েকদিনে বাজারে সব রকম সবজির দাম বেশি ছিল। তবে এদিন প্রতি কেজি কাঁচালঙ্কার দাম ছিল ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে। যা দেখে অনেকেই লঙ্কা কিনছেন কম পরিমাণে।
সবজি ব্যবসায়ীরা জানাচ্ছেন, পাইকারি বাজার থেকে সরবরাহ কমে যাচ্ছে এবং এপ্রিল মে মাসের তীব্র দাবদাহে জমিতে প্রচুর পরিমাণে লঙ্কা গাছে ফুল ফোটার পরে গাছগুলি শুকিয়ে গিয়েছে তার জেরে ফলন বেশ খানিকটা কম হয়েছে। বসিরহাট, বেলডাঙ্গা, ক্যানিং এবং কাকদ্বীপের কিছু অংশে কাঁচা লঙ্কা চাষ করা হয়। যা বাজারে আসতে আরো তিন সপ্তাহ লাগবে। অর্থাৎ আগস্ট মাসের শেষ দিকে এই কাঁচা লঙ্কা বাজারে আসতে শুরু করলে দাম কিছুটা কমবে। ততক্ষণ পর্যন্ত সবুজ মরিচের দাম বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাজারে আদার দামও বেশ খানিকটা চড়া রয়েছে। শহরের বাজারগুলোতে প্রতি কেজি আদার দাম রয়েছে ২২০ টাকা। এক আদা ব্যাবসায়ীর থেকে জানা গিয়েছে, আদার জন্য রাজ্য চেন্নাই এবং শিলং সরবরাহের উপর নির্ভর করে। শিলিগুড়ি এবং এর আশেপাশের এলাকা থেকে সরবরাহ আসতে শুরু করলেই সেপ্টেম্বর থেকে বাংলার বাজারে আদার দাম বেশ খানিকটা কমবে । গড়িয়াহাট বাজারে বাজার করতে আসা এক ক্রেতার থেকে জানা গিয়েছে, আগে যে পরিমাণে আদা বা লঙ্কা কিনতাম। দাম বাড়ায় সেই পরিমাণটা অনেকটা কমে গিয়েছে। কাঁচা লঙ্কা কিংবা আদার দামে বাজার গরম হয়ে থাকলেও। বাজারে কড়া নজর রেখেছে টাস্ক ফোর্সের আধিকারিকরা।