৩৬৫ দিন। সোশ্যাল মিডিয়ায় শুনছি ছাত্ররা নাকি নবান্ন অভিযান করবে আগামী ২৭ তারিখ। এটা হতে পারে না। পড়াশোনার সঙ্গে যুক্ত কোনো ছাত্র 27 তারিখ যেদিন ইউজিসি নেট পরীক্ষা রয়েছে, সেই দিনে নবান্ন অভিযানের ডাক দিতেই পারে না। এর পেছনে অন্য চক্রান্ত রয়েছে। এভাবেই আগামী ২৭ অগাস্ট ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ছদ্মনামে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তার তীব্র বিরোধিতা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
কি বলেছেন সুজন চক্রবর্তীদলের কোনও সংগঠনেরই ২৭ তারিখের কর্মসূচিতে শামিল হওয়ার প্রশ্ন নেই বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সিপিএমের তরফে। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে ছাত্র ফ্রন্টের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, ছাত্র সমাজের বকলমে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখছি ২৭ তারিখ নাকি ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এটা অসম্ভব। 27 তারিখ ছাত্ররা কখনো নবান্ন অভিযানের ডাক দিতে পারে না। কারণ ওই দিন ইউজিসি নেট পরীক্ষা রয়েছে। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত যারা খোঁজ খবর রাখেন তারা 27 তারিখ কখনো নবান্ন অভিযানের ডাক দেবেন না, দিতে পারেন না। তাহলে ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলা কে খেলছে তা দেখা উচিত। ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলা খেলবেন কেন? তার যদি মনে হয় তাহলে নিজের নাম করে করুন। এটা হতে পারে না এবং আমি যতদূর জানি রাজ্যের ছাত্র সংগঠন তারা একই কথা বলেছে, এরকম আলোচনা কোথাও হয়নি। ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো? যারা ছাত্র সংগঠন তারা ছাত্র সমাজ নয়, রাজনীতির মুখোশ পরে ঘুরে বেড়ায় অছাত্র তারা ছাত্র সমাজ হয়ে গেল কি করে? এটা আন্দোলনকে বিভ্রান্ত করার একটা চেষ্টা বলে মনে হয়। সুপ্রিম কোর্টেও সেই বিষয়টি উঠে এসেছে। আন্দোলনকে বিপথে পরিচালিত করার চেষ্টা হলে কেউ মানবে না।
নবান্ন অভিযান বয়কট বাম ছাত্রদেরএসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও-র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, হাথরস, উন্নাও, দিল্লিতে কুস্তিগিরদের সঙ্গে ব্রিজভূষণের দুর্ব্যবহারে যুক্ত বিজেপির মুখে ধর্ষণের প্রতিবাদ মানায় না।
নবান্ন অভিযানের নামে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুরআর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিতা চিকিৎসকের বিচারের দাবিতে বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন হলেও প্রথম থেকেই ভাজপার দাবি বিচার নয়, মমতার পদত্যাগ। এমনকি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নাম করে আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭ অগাস্ট যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তাও জেলায় জেলায় আয়োজন করছে মূলত ভাজপা নেতারাই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পর্যন্ত এই আন্দোলন হিংসাত্মক দিকে গেলে প্রয়োজনীয় কঠোর আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই। ভাজপা নেতা শুভেন্দু অধিকারী এই আন্দোলনে নেতৃত্ব দেবেন বলে আগেই জানিয়েছেন। সেই সঙ্গে মমতাকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেছেন, সোমবারের মধ্যে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তার বক্তব্য, মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের দিন কোনও বল প্রয়োগ করবেন না, টিয়ার গ্যাসের সেল ফাটাবেন না, গুলিও চালাবেন না।
২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকত নাম ব্যবহার করে ভাজপা ২৭ তারিখ নবান্ন অভিযানের যে ডাক দিয়েছে সেই দিন মূলত রাজনৈতিক গুন্ডামির প্রস্তুতি নেয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে বিভিন্ন সূত্রে। একে অভিযোগ সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে করেছে রাজ্য সরকার। কারণ প্রত্যেক বছরের মত এবারেও তার ঠিক পরের দিন অর্থাৎ 28 তারিখ বুধবার কলকাতায় রয়েছে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বিভিন্ন অনুষ্ঠান। তৃণমূলের পাশাপাশি কংগ্রেস ও এই দিনেই পালন করে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর কলকাতায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আগের দিন থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ছাত্র-ছাত্রী এসে উপস্থিত হন কলকাতায়।