৩৬৫ দিন। শহরের বাতাসের দূষণ কমাতে পরিবেশবান্ধব গাছ লাগানোর কথা ক'দিন আগেই বলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেই তালিকায় জোর দেওয়া হয়েছিল মূলত নিম ও দেবদারুর উপর। কিন্তু নিম গাছ লাগাতেই ভয় পাচ্ছেন পুরসভার উদ্যান বিভাগের আধিকারিকরা। কারণ, গাছ তো লাগানো হলো। তারপরে? গাছ একটু বড় হতে না-হতেই তো তার ডাল ও পাতা লোকজন ছিঁড়ে নিয়ে চলে যাবে। এছাড়াও শহরে ঝুঁকে পড়া গাছ নিয়ে সমস্যায় কলকাতা পুরসভা। তাছাড়া বড় গাছ কাটা গেলে বা ঝড়ে গাছ ভেঙে পড়লে বিড়ম্বনায় পড়তে হয় পুর প্রশাসনকে। কিন্তু শহরে দাঁড়িয়ে থাকা কিছু গাছ নিয়েও এখন মহা সমস্যায় পড়েছে বলেই জানা গিয়েছে। আসলে সেই গাছগুলো দাঁড়িয়ে আছে ঠিকই, তবে ঝুঁকে আছে বা হেলে আছে। এই সময়ে, বর্ষায় যে সব গাছ নিয়ে ভয় সব চেয়ে বেশি। পুরসভার এক আধিকারিক জানান, ঝুঁকে বা হেলে পড়া মানে তো মৃত গাছ নয়। তাই, গাছের দেহে প্রাণের স্পন্দন থাকলে আমাদের অত্যন্ত সচেতন ভাবে পদক্ষেপ করতে হয়। না-হলে আমাদেরই হাতে হাতকড়া পড়বে। এছাড়াও গত মাসেই বৃষ্টির মধ্যে আশ্রয় নিতে গল্ফগ্রিনে একটি গাছের নিচে দাঁড়িয়েছিল এক ব্যক্তি। সেই গাছ ভেঙে পড়েই মৃত্যু ঘটে তাঁর। এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই শহরের গাছেদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়ে কলকাতা পুরসভা। তাই শুরু হয়েছে গাছেদের অডিট। মূলত গল্ফগ্রিনে অর্থাৎ কলকাতার ৯৫ নং ওয়ার্ডের প্রায় ৭২টি গাছের পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে কিছু গাছ ট্রিম করতে হবে। আর ৬টি গাছের অবস্থা এতটাই খারাপ সেগুলিকে কেটেই ফেলতে হবে বলেই জানা গিয়েছে। তার মধ্যেই রয়েছে ৪টি কৃষ্ণচূড়া, ১টি দেবদারু এবং আরেকটি কদম গাছ। দীর্ঘকাল ধরে শহরকে সবুজ করে তুলেছে তারা, পথচারীদের আশ্রয় হয়ে উঠেছে কিন্তু কেমন আছে সেই বনস্পতিরা? শহরে থাকা গাছের হেলথ অডিট করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। জানা গিয়েছে, ৯৫ নম্বর ওয়ার্ডে হেলথ অডিটের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ঝড়-বৃষ্টি তো আছেই, এছাড়াও একের পর এক গাছ উপড়ে পড়ার ঘটনায় চিন্তিত কলকাতা পুরসভা। জানা গিয়েছে, রেমাল ঝড়ে শহরে প্রায় পাঁচশো গাছ ভেঙে পড়েছে। তারপর থেকে গত দেড় মাসে প্রায় ৩৫টি গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। মাটি আলগা হয়ে বড় আকারের গাছ উপড়ে পড়ার ঘটনা দুশ্চিন্তার বলেই মনে করছেন বিভাগীয় আধিকারিকরা। পূর্ণবয়স্ক গাছ কেন গোড়া থেকে উপড়ে পড়ছে, পুরসভার উদ্ভিদবিদদের একটি দল তার খোঁজ করছে। অভীক মুখোপাধ্যায়, সর্বাণী রায় ও শুভপ্রসাদ ভট্টাচার্য তিন বিশেষজ্ঞ রয়েছেন দলে। গাছের ট্রিমিং করা, বিপজ্জনক অবস্থায় থাকা গাছ কেটে ফেলার ইত্যাদি সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা। দলটি রিপোর্ট জমা করেছে। জানা গিয়েছে, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার মতো বহু গাছ রয়েছে শহরে। এই জাতীয় গাছেদের মূল মাটির বেশি গভীরে প্রবেশ করে না। ঝড়-বৃষ্টিতে মাটি আলগা হয়ে ভেঙে পড়া বা উপড়ে পড়ার ঘটনা ঘটে। ঘনঘন এমন ঘটনা ঘটা উদ্বেগের।শহরের গাছগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হলে আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে। প্রয়োজনে গাছ কাটাও পড়তে পারে। সেক্ষেত্রে দুর্ঘটনা বা প্রাণহানি এড়ানো যাবে। উল্লেখ ্য, শহরের কোনও গাছ কেটে ফেলতে হলে বনদফতরের অনুমতি নিতে হয়। সরকারি জায়গায় থাকা গাছ বা ব্যক্তিগত মালিকানাধীন গাছও অনুমতি নিয়ে কাটতে হয়। কৃষ্ণচূড়া, রাধাচূড়ার মতো গাছের বদলে দেবদারু, জারুল বা অন্য কোনও ফলের গাছ লাগানো হবে। যে ধরনের গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে মাটি শক্ত করে ধরে রাখতে পারে। সেগুলি সহজে মাটি আলগা হয়ে পড়ে যাবে না।
ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি
শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়
নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক
হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার
কলকাতায় রমরমিয়ে গণেশ পুজো, বাঙালির লাড্ডু টেক্কা দিচ্ছে মোদককে
শাবক, সঙ্গী খুনিদের প্রতিশোধ নিতেই আক্রমণ নেকড়েদের
নন্দনকানন থেকে আনা মাউস ডিয়ার দত্তক বনমন্ত্রীর
কেন্দ্র ব্যর্থ, রাজ্য চালাবে আরএসএস
আর জি কর-এ বিনা চিকিৎসায় প্রাণ হারালেন তরুণ
মাটিগাড়ার নাবালিকাকে ধর্ষণ করে খুন, ধর্ষককে ফাঁসির সাজা
শিলিগুড়ি আদালতে বিচারক মাথুরের রায় জয়দীপ সরকার, পূজা কুণ্ডু । উত্তরবঙ্গ ব্যুরো শিলিগুড়ি। শিলিগুড়ি আদালতে একাদশ শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে
ভারত সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা জরুরি
ভারতকে ইউনূসের বার্তা ৩৬৫দিন। অমীমাংসিত জল বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারের পাশাপাশি মমতার হস্তক্ষেপেরও প্রয়োজন বলে বুঝিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ
শহরের নতুন ৩ পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান চায়
হাইকোর্টের দ্বারস্থ ৩৬৫ দিন। দুর্গা পুজোয়ে সরকারি অনুদান চেয়ে নতুন ভাবে আবেদন করল কলকাতার তিন ক্লাব।পুজোয় ৮৫ হাজার টাকা সরকারি অনুদান পেতে হাই কোর্টের দ্বারস্থ
নাসা-বোয়িং আঁতাতে সুনীতার ফেরা অনিশ্চিত, ক্রু ড্রাগন মহাকাশযানে ফেরানোর শেষ চেষ্টা
৩৬৫ দিন। মহাকাশে এক অনিশ্চিত সময়ের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন দুই মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং ব্যারি উইলমোর। তাদের ফেলে রেখেই কানেকটিং মহাকাশযান বোয়িং
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ৭৫ মিনিট আগে বোর্ডিং বাধ্যতামূলক
এয়ার ইন্ডিয়ার ঘোষণা ৩৬৫ দিন।এয়ার ইন্ডিয়ার নতুন নিয়ম।বোর্ডিং টাইমে রদবদল বিমান ধরার ৭৫ মিনিট আগে ঢুকতে হবে এয়ারপোর্টে।যা আগে ছিল ৬০ মিনিট।শনিবার এয়ার ইন্ডিয়ার তরফে
হাসপাতালে যেতে পারলেন না অ্যাম্বুলেন্সে মৃত্যু দুর্গার
জাস্টিস চেয়ে পথ অবরোধ ৩৬৫দিন। ভাজপার ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্রসূতির প্রাণ কেড়ে নিল। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের থেকে চিকিৎসা না পেয়ে শুক্রবার মৃত্যু হয়েছিল কোননগরের