ভাজপার নবান্ন অভিযান প্রসঙ্গে প্রধান বিচারপতির নির্দেশ
৩৬৫ দিন। নয়াদিল্লি। আরজি কর হাসপাতালে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তাকে নিয়ে রাজনীতি করা উচিত নয় রাজনৈতিক দলগুলির। আপনাদের এটা বোঝা উচিত। এটা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। এই ঘটনার বিচার চেয়ে কেউ শান্তিপূর্ণ প্রতিবাদ করতেই পারেন। কিন্তু অশান্তি তৈরীর চেষ্টা করলে আইন আইনের পথে চলবে। এভাবেই বাংলায় আরজিকরের ঘটনাকে সামনে রেখে বাম রাম আন্দোলনের নামে যে গুন্ডামি শুরু করেছে তার প্রেক্ষিতে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ সুপ্রিম কোর্টেআরজ কর হাসপাতালে নির্যাতিতার বিচার চাওয়ার পরিবর্তে আন্দোলনের গতি মুখ পরিবর্তন করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী মঙ্গলবার শুভেন্দু অধিকারী যে নবান্ন অভিযানের ঘোষণা করেছেন তা হিংসাত্মক পথে যেতে পারে বলে আজ সুপ্রিম কোর্টের নির্দেশিকা চায় রাজ্য সরকার। গতকাল বুধবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে প্রকাশ্যেই বলেন, সোমবারের মধ্যে পদত্যাগ করুন। নইলে মঙ্গলবার গুলি চললে, তার দায় মমতাকে নিতে হবে। আজ সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আর জি কর মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, কোন রুটে কখন মিছিল হবে, তা জানাতে হবে। এসওপি তৈরি করে দেওয়া হোক। কারণ বাংলার বিরোধী দলনেতা সরাসরি গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরীর হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্য প্রশাসনকে। রাজ্য সরকারের এই বক্তব্য শোনার পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদিও কোন এসওপি তৈরি না করলেও প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দেন, শান্তিপূর্ণ মিছিলে কোনও হস্তক্ষেপ করতে পারবে না রাজ্য। কিন্তু আরজিকরের মতো একটি সংবেদনশীল দুর্ভাগ্যজনক ঘটনাকে সামনে রেখে যদি কোন রাজনৈতিক দল শুধুমাত্র রাজনীতি করার জন্য হিংসাত্মক পথে হাঁটে, তাহলে রাজ্য প্রশাসন পরিস্থিতি বিচার করে কঠোর আইনি ব্যবস্থা নিতে পারে।
হাইকোর্টে মামলা রাজ্যেরভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী ২৭ অগাস্ট যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তার জন্য পুলিশি অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়ে কলকাতা হাইকোর্টে আজ মামলা দায়েরের অনুমতি চায় রাজ্য সরকার। সরাসরি ভারতীয় জনতা পার্টির ব্যানারে না ঘোষণা করে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে তাতে নেতৃত্ব দেওয়ার কথা শুভেন্দুর। তবে সেই মিছিলে অনুমতি দেওয়া হয়নি জানিয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের মামলার প্রেক্ষিতে আগামীকাল অর্থাৎ শুক্রবার শুনানি হওয়ার কথা।
সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্টঅন্যদিকে আরজি কর মামলায় এখনো পর্যন্ত সিবিআই যেমন গণধর্ষণের কোন প্রমাণ খুঁজে পায়নি। ঠিক তেমনভাবেই কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে সিবিআই এর হাতে তুলে দেওয়ার পর থেকে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তাও জানতে পারেনি সিবিআই। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে আজ মামলার শুনানি চলাকালীন সিবিআই এর পক্ষ থেকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ নির্যাতিতার কয়েকজন সহকর্মীর পলিগ্রাফ টেস্ট করার আবেদন জানানো হয়। সুপ্রিম কোর্ট সেই আবেদন মঞ্জুর করার পরেই আজ শিয়ালদহ কোর্টে আবেদন জানিয়ে অনুমতি পেল সিবিআই। এই ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি আগেই পেয়েছে সিবিআই। তবে সেই টেস্ট এখনও করাতে পারেনি তাঁরা। এবার সন্দীপ ঘোষ এবং আরজি করের চার চিকিৎসক পড়ুয়াকে আদালতে নিয়ে যাওয়ায় জল্পনা বেড়েছিল। সন্দীপ ঘোষ সহ ৬ জনের পলিগ্রাফ পরীক্ষার আবেদন করেছিল সিবিআই। শুক্রবার সকালে হবে তাঁদের টেস্ট। অনুমতি দিয়েছে শিয়ালদহ আদালত।